ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।
ফেসবুকে ছেলেকে নিয়ে মাহি লিখেছেন, ‘আব্বা আমার কলিজার টুকরা, আমার জান তুমি। পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক।
মাহির কথায়, ‘দেখেছ? কি রহমতের দিনে তোমার জন্মদিন পড়লো। আলহামদুলিল্লাহ শুভ জন্মদিন আমার চাঁন।’ পোস্ট শেয়ার করে মাহি সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
মাহির সেই পোস্টে অনুরাগীদের মন্তব্য দেখা গেছে।
মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকার।
সম্পর্কিত খবর
ঢালিউডের আইকনিক জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। ঢাকাই সিনেমার অন্যতম সেরা এ জুটি একসঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সিনেমায় অভিনয় করতে করতে বাস্তব জীবনেই দুজন জড়িয়ে যান প্রেমের সম্পর্কে। অবশেষে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজন।
তবে শাকিব-অপুর সম্পর্ক আগের মতো না থাওলেও ছেলেকে জয় ঘিরে তাদের সব কিছু। জন্মদিন থেকে শুরু করে যেকোনো উৎসবেই শাকিবকে ছেলের পাশে দেয়া যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’
তার কথায়, ‘কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল।
অপুর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’
এবারের ঈদে অপুর কোনো ছবি মুক্তি না পেলেও মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ। মুক্তির প্রথম দিনই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।
ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।
মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।
বিষয়টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি বলেন, ‘আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম।
এ বিষয়ে সুমি আরো বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি।
বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন। মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন, “‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”
এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।
সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।
ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।
এদিকে, পরীর সেই ছবি দেখে আবারও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, এই এস সাদীর নাম ইঙ্গিত করে। সরাসরি স্বীকার না করলেও সাদীর সঙ্গেই প্রেমে জড়িয়েছেন পরী। এমনকী সেই পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে এমন মন্তব্য। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তাঁর স্থানীয় জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর থেকেই আলোচিত শেখ সাদী। তখন থেকেই শুরু হয় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন। যদিও তারা দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন তারা ভাল বন্ধু। তবে ভক্তরা এখনও দুজনকে ঘিরে কৌতুহল জারি রেখেছেন। সুযোগ পেলেই পরী-সাদীকে ঘিরে আলোচনায় জমিয়ে রাখছেন শোবিজঅঙ্গন। এখন দেখার পালা, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন পরী-সাদী। নাকি পুরোটাই নিছক গুঞ্জন, যেমনটা তারা বলেছেন। সময়ই বলে দেবে আসল সত্য কি।
ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।
বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।
প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।
‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।