‘আমার জুবাইদ প্রত্যেক ঈদো নয়া কাপড় দিতো। অন্য ভাইরারে কইতো ঈদে আম্মারার কাপড়টা আমি দিয়াম। অহন শাড়ি তো আনলো তয় জুরবাইদেরডা নাই। এর লাইগ্যা আমার ঈদও নাই।
‘আমার জুবাইদ প্রত্যেক ঈদো নয়া কাপড় দিতো। অন্য ভাইরারে কইতো ঈদে আম্মারার কাপড়টা আমি দিয়াম। অহন শাড়ি তো আনলো তয় জুরবাইদেরডা নাই। এর লাইগ্যা আমার ঈদও নাই।
কথাগুলো বলছিলেন গণ-অভ্যুত্থানে শহীদ জুবাইদ মিয়ার মা নাসিমা বেগম।
পরিবারের জন্য ১৬ বছর বয়েসেই ময়মনসিংহ থেকে ঢাকায় পারি জমায় জুবাইদ মিয়া। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গোবিন্দপুর বাজারে একটি মনোহরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করত সে। মাসে ১২ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে মা-বাবার সংসারে সাহায্য করত জুবাইদ।
গত বছরের ২০ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে দোকানের সামনে দিয়ে যায় মিছিল। সেই মিছিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শহীদ জুবাইদের বাড়ি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামরুল্লাহ গ্রামে গিয়ে দেখা যায়, সদ্য পাকা করা কবরের দেয়ালের নামফলকে লেখা রয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২০ জুলাই ২০২৪ তারিখে যাত্রাবাড়ী শনির আখরা গোবিন্দপুর বাজারে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদ মো. জুবাইদ ইসলামের সমাধিস্থল।’ এই কবরের পাশে এসে প্রত্যেক সকালে মা-বাবা দোয়া পড়েন। ঈদের দিন অধিকাংশ সময় নাসিমা বেগমের সময় কেটেছে ছেলের কবরের পাশে।
বাবা আব্দুল আজিজ কুসুম বলেন, ‘ছেড়াডা হারাইয়া আমগো সব শেষ হয়ে গেছে। ওর টেহাজা দিয়াই আমগো দুইজনের খরচপাতি চলতো।’
ছোট বোন লাইমা বলে, ‘ভাই তো আমার লাইগ্যা নতুন জামা ও সাজনের জিনিস আইনা দিল না। ঈদের আগেই পাঠাইতো। অহন তো ভাই নাই, হের লাইগ্যা আমার ঈদও নাই।’
সম্পর্কিত খবর
ঈদ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে মো. ইদ্রিস শেখের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ জেলা থেকে ২৫টি ঘোড়া নিয়ে প্রতিযোগিরা অংশ নেয়।
ঘোড়দৌড়ে নড়াইলের রবিউল মোল্যার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্যার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্যার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থপুরস্কার তুলে দেন আয়োজকরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ঘোড়ার মালিক নড়াইলের রবিউল মোল্যা (৪৫) বলেন, নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেই। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে।
ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজক মো. ইদ্রিস শেখ বলেন, আধুনিকতার ছোয়ায় আমাদের দেশ থেকে ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এসব খেলাগুলো ধরে রাখা উচিত।
টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।
দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারীর ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে,দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ হতে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব বাঘা উপজেলা বিএনপির কাছে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন।