৩ এজেন্ডা নিয়ে এগোচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩ এজেন্ডা নিয়ে এগোচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম
সংগৃহীত ছবি

তিনটি এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করা প্রধান এজেন্ডা বলে জানান তিনি।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে।’

তিনি বলেন, ‘এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ পালন করছেন দেশবাসী।

আশা করছি, এই সম্প্রীতি সারা বছর বহাল থাকবে। অনেক শহীদ পরিবার তাদের সদস্যদের ছাড়া ঈদ পালন করছে, যা তাদের জন্য খুব কষ্টের। আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘এবারের ঈদ রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ।

আমরা তিনটি এজেন্ডা—বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি। দোষীদের বিচার নিশ্চিত করা এর মধ্যে প্রধান। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। আমরা সারা দেশ সফর করব এবং সাংগঠনিক কার্যক্রম বেগবান করব। আমাদের যে তিনটি এজেন্ডা সেটি বাস্তবায়নে জনমত তৈরি করব।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় : আবু হানিফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় : আবু হানিফ
সংগৃহীত ছবি

কোনো ব্যক্তি মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—সংবিধানে এমন বিধান রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বুধবার রাতে তিনি এ তথ্য জানান। 

আবু হানিফ বলেন, ‘কোনো ব্যক্তি মোট দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া দলের লিখিত মতামতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

’ 

তিনি বলেন, ‘লিখিত মতামতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপান্তরিত করা এবং সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধানসহ সব সংস্কারকাজ সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘সংসদীয় আসনে প্রার্থীর বয়সসীমা ২৫-এর পরিবর্তে ২৩ বছর করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ।’

আরো পড়ুন
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন ইউএনও

নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন ইউএনও

 
প্রাসঙ্গিক
মন্তব্য

দলীয় কর্মীকে হত্যায় জামায়াতের প্রতিবাদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দলীয় কর্মীকে হত্যায় জামায়াতের প্রতিবাদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় জামায়াতকর্মী কাবিল উদ্দিনকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জামায়াতকর্মী কাবিল উদ্দিনকে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নিহত জামায়াতকর্মী কাবিল উদ্দিনের পরিবারের লোকেরা জানিয়েছেন যে তাদের এলাকার দুর্বৃত্তদের অন্যায় ও অসৎ কাজে বাধা দেওয়ার কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

জামায়াতকর্মী কাবিল উদ্দিনের হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।’

আরো পড়ুন
দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে : বিডা চেয়ারম্যান

দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে : বিডা চেয়ারম্যান

 

তিনি আরো বলেন, নিহত কাবিল উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমিন।

এদিকে কাবিল উদ্দিন নামের ওই জামায়াতকর্মীকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম গোলাম আজম (২৮)। তিনি কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি গ্রামের সহিদুল ইসলাম প্রামাণিকের ছেলে এবং একই ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এর আগে নিহতের বাবা শাহজাহান আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে।

খুনের শিকার কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। স্থানীয়দের দাবি, প্রতিবেশী সজিবের পরকীয়ার ঘটনা জেনে যাওয়া এবং বাধা দেওয়ার জের ধরেই কাবিল উদ্দিনকে খুন করা হয়।

স্থানীয় বাসিন্দা আফছার আলী, আব্দুল হাইসহ একাধিক ব্যক্তি বলেন, কাবিল উদ্দিন সাধারণ নিরীহ একজন মানুষ। তার কোনো শক্র ছিল না। তিনি সব সময় মানুষকে ভালো কাজের জন্য আহ্বান জানাতেন।

সেটিই তার কাল হলো। বেশ কিছুদিন আগে তার প্রতিবেশী বেল্লাল হোসেন বিদেশে যান। আর এই সুযোগ নেন বেল্লালের ছোট ভাই সজিব। সে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ঘটনাটি জানার পর তাদের দুজনকেই ভালো হওয়ার উপদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সজিব ও তার লোকজন। এমনকি পরিকল্পনা অনুযায়ী মোবাইলে ডেকে নিয়ে তাকে হত্যা করা হলো বলে জানান তারা।

নিহত কাবিল উদ্দিনের স্ত্রী শাপলা খাতুন জানান, তার স্বামীর কোনো দোষ ছিল না। তাই যারাই তার স্বামীকে খুন করেছে, তাদের বিচার ও ফাঁসি দেওয়ার দাবি করেন তিনি।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত গোলাম আজম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ঘটনা সম্পর্কে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার আসামিকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় একমত দুই দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় একমত দুই দল

আওয়ামী লীগের বিচার ও দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিষয়ে একমত পোষণ করেছে হেফাজতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি। বুধবার (৯ এপ্রিল) সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময়সভায় এসব বিষয়ে একমত পোষণ করেন দল দুটির নেতারা।

সভায় হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

আরো পড়ুন
খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

 

এতে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি।

সেগুলো হলো : গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে; বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে; নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে; আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা।

এ ছাড়া মতবিনিময়সভায় সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করে এনসিপি। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলোও উত্থাপন করা হয়।

সভায় হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দিন রব্বানী প্রমুখ।

আর জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ‌ ও সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী, সংগঠক রফিকুল ইসলাম আইনী ও মো. সানাউল্লাহ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘ইসরায়েলের সঙ্গে আ. লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘ইসরায়েলের সঙ্গে আ. লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো’
সংগৃহীত ছবি

‘ইসরায়েলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো’—মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরায়েল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে।’

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, ‘যেভাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে আমরা পতন নামিয়েছি; তেমনি ইসরায়েলি পণ্য বয়কট করব।’

আরো পড়ুন
স্ত্রী নিয়ে দ্বন্দ্বে খুন, চারজনের মৃত্যুদণ্ড

স্ত্রী নিয়ে দ্বন্দ্বে খুন, চারজনের মৃত্যুদণ্ড

 

ডা. আউয়াল বলেন, ‘গাজা ও রাফাকে মুসলিমশূন্য করে দেওয়ার মিশনে নেমেছে ইসরায়েল।

কিন্তু তাদের এই মানবতাবিরোধী মিশনকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সেটিকে সমর্থন করি।’

তিনি আরো বলেন, ‘এই স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরায়েল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে।

তার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান।’

সমাবেশে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তাওহীদুল ইসলাম সৈকত। এ ছাড়া উপস্থিত ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, মো. মহসীন আলী, মাহিরুল ইসলাম মাহির, নয়ন হোসেন, আরিফ হোসেন সৈকত, জিদ্দান আদনান, মোসাদ্দেক হোসেন সৌরভ, রাফিন আহমেদ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ