ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

বগুড়ার শেরপুরে জামায়াতকর্মী হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ার শেরপুরে জামায়াতকর্মী হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন নামে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম মো. গোলাম আজম (২৮)। তিনি কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি গ্রামের সহিদুল ইসলাম প্রামাণিকের ছেলে।

পাশাপাশি একই ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এর আগে নিহতের বাবা শাহজাহান আলী বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে কাবিল উদ্দিনকে (৩৯) মুঠোফোনে পার্শ্ববর্তী গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ি গ্রামস্থ একটি বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়।

এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা কাবিল উদ্দিনের হাত-পা বেঁধে ফেলেন। সেইসঙ্গে বাড়ির পাশের একটি মাঠে নিয়ে বেধড়ক পেটায়। এতে রক্তাক্ত জখম হন কাবিল। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন রাতে থানায় একটি হত্যা মামলা করা হয়।

কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। এভাবে তাকে খুন করা হবে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় গ্রামবাসী। তাদের দাবি, প্রতিবেশী সজিবের পরকীয়ার ঘটনা জেনে যাওয়া এবং বাধা দেওয়ার জের ধরেই কাবিল উদ্দিনকে খুন করা হয়। 

আফছার আলী, আব্দুল হাইসহ একাধিক ব্যক্তি বলেন, কাবিল উদ্দিন সাধারণ এবং নিরীহ একজন মানুষ।

তার কোনো শক্র ছিল না। তিনি সবসময় মানুষকে ভালো কাজের জন্য আহ্বান জানাতেন। সেটিই তার কাল হলো। বেশ কিছুদিন আগে তার প্রতিবেশী বেল্লাল হোসেন বিদেশে যান। আর এই সুযোগ নেন বেল্লালের ছোট ভাই সজিব। সে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ঘটনাটি জানার পর তাদের দুজনকেই ভালো হওয়ার উপদেশ দেন কাবিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সজিব ও তার লোকজন। এমনকি পরিকল্পনা মাফিক মুঠোফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করা হলো বলে জানান তারা। 

নিহত কাবিল উদ্দিনের স্ত্রী শাপলা খাতুন বলেন, তার স্বামীর কোনো দোষ ছিল না। তাই যারাই তার স্বামীকে খুন করেছে, তাদের বিচার ও ফাঁসি দেওয়ার দাবি করেন তিনি।

উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রেজাউল করিম বাবলু বলেন, নিহত কাবিল উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী। এভাবে তাকে খুন করা হবে তা মেনে নিতে পারছি না। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত গোলাম আজম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনা সম্পর্কে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবারই দুপুরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাধবপুরের তেলমাছড়ায় পানি সংকটে বন্যপ্রাণী
মাধবপুরে তেলমাছড়া পাহাড়ে পানির সন্ধানে ঘুরছে বন্য শূকর ও বিভিন্ন বন্যপ্রাণী। ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুরে তেলমাছড়ার বিস্তীর্ণ পাহাড় অঞ্চলে বন্যপ্রাণীদের প্রচণ্ড পানি সংকটে দেখা দিয়েছে। ফলে বন্যপ্রাণী বিশেষ করে বন্যশূকরসহ বানর, মায়া হরিণ ও সজারু ইত্যাদি প্রাণী বিট কর্মকর্তা কার্যালয়ের সামনে রাখা পানির কৃত্রিম বেসিন পর্যন্ত চলে আসছে। তৃষ্ণার্ত হয়ে অনেক প্রাণী লোকালয়ে গিয়ে শিকারিদের কবলেও পড়ার খবরও রয়েছে। 

গতকাল শনিবার (২৬ এপ্রিল) ক্যামেরায় ধরা পড়েছে একদল বনো শূকর বাচ্চাসহ পানি পানের দৃশ্য।

তারা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে দূর থেকে সেই ভিডিও ধারণ করা হয়।

আরো পড়ুন
ওজন কমাতে কয়েকটি স্বাস্থ্যকর খাবার

ওজন কমাতে কয়েকটি স্বাস্থ্যকর খাবার

 

আরো দেখা যায়, অনেকটা জীবন বাঁচানোর স্বার্থে ঝুঁকি নিয়ে বন্য শূকর বাচ্চা কাচ্চাসহ পানি পান করতে আসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার। শাহজানপুর ইউনিয়নের তেলমাছড়ার বিটের বন জঙ্গলে বহু বন্যপ্রাণীর বসবাস।

এ ছাড়া এই অঞ্চলটি সাতছড়ি জাতীয় উদ্যানেরও ঘেঁষা হওয়ায় সেখানে বন্যপ্রাণীদের আনাগোনা বেশি। সেজন্য সেখানে গ্রীষ্মকালে পানির চরম সংকর দেখা দেয়।

বন্যপ্রাণী সংরক্ষণের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বলছেন, কি পরিমাণ তৃষ্ণার্ত হলে বন্যপ্রাণীরা লোকালয়ের কাছে ব্যস্ততম রাস্তার পাশে থাকা কোনো কৃত্রিম পানির বেসিনে পানি খেতে আসে তা আমাদের বুঝতে হবে। এর ফলে বন্যপ্রাণীর নিরাপদ চলাফেরা ও প্রজননে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

অনতিবিলম্বে বনের ভেতরে নীরব জায়গায় একটি পুকুর খনন করা জরুরী।

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

 

বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে তেলমাছড়া বিটের সাদিকুর রহমান নামে এক কর্মচারী। তিনি বলেন, ‘সব সময় বিশেষ করে বন্য। শূকরের দল এখানে পানি খেতে আসে। ইতিমধ্যে এখানে বন্য প্রাণীদের পানি সংকট সমস্যা নিরসনে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা স্যারের উদ্যোগে কৃত্রিম পুকুর সৃষ্টির তৈরি করার পরিকল্পনাও চলছে।

সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু বন্য শূকরই নয় মায়া হরিণ, বানর, সজারু ও এমনকি সাপও পানির পানের জন্য আমাদের তৈরি করা কৃত্রিম বেসিনে আসছে। সাতছড়ি ঘেঁষা ওই স্থানে আমরা বনের ভেতরে নীরব স্থানে পুকুর তৈরির উদ্যোগও দ্রুত নিচ্ছি।’

মন্তব্য

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য

চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে সড়কের পাশে পড়ে ছিল শিশুর মরদেহ
সংগৃহীত ছবি

পাবনার চাটমোহরে সড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।

আরো পড়ুন

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল সে। পরে আজ রবিবার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের জানান, রাতে হয়ত ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই তার মৃত্যু।

আরো পড়ুন

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি

 

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাত বলে তার বাবা-মা জানিয়েছেন। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: কালের কণ্ঠ

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের ১ কিমি পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।

আরো পড়ুন
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ৬৭ খাল এখন নিশ্চিহ্ন

 

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। আজ রবিবার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়  ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ