পীরগঞ্জে আগুনে পুড়ল ২ বসতবাড়ি

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
শেয়ার
পীরগঞ্জে আগুনে পুড়ল ২ বসতবাড়ি
ছবি: কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কুমারপুর গ্রামের আবুল কালাম ও মজনুর মিয়ার বাড়িতে এ আগুন লাগে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দিয়ে সমস্ত বাড়িতে আগুন লেগে টিনের চালা ও টিনের ৪টি ঘর, ৩টি গরু, ১৮টি ছাগল, অর্ধশতাধিক মুরগি ও কবুতর পুড়ে যায়।

এতে ২ পরিবারের ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।

আরো পড়ুন
মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

 

আবুল কালাম বলেন, ‘ঈদের দিন রাতে হঠাৎ আমার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ৪টি ঘর পুড়ে গরু বাছুর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসেছি।

অপর বাড়ির মালিক মজনু মিয়া বলেন, ‘আমাদের চর এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পীরগঞ্জ ও পাশের থানা দিনাজপুর নবাবগঞ্জের ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছনোর আগেই সব পুড়ে শেষ হয়।’

আরো পড়ুন
ত্বকের যত্নে চিয়া সিড কতটা উপকারী

ত্বকের যত্নে চিয়া সিড কতটা উপকারী

 

ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ‘আমার ইউনিয়নে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মুখোমুখি সংঘর্ষে বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, অতঃপর...

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
মুখোমুখি সংঘর্ষে বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, অতঃপর...
ছবি: কালের কণ্ঠ

বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহতা হলেন—জাবেদ (২৭) ও রাফি (২৬)।

আরো পড়ুন
ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২

ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনান ট্রাভেলস নামের একটি বাস চাপাইনবাবগঞ্জ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি সামনে দিয়ে বাসটির নিচে ঢুকে যায়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি আটক করে থানায় নিয়ে গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। আহতদের বাড়ি ফরিদপুরে।
তারা কুয়াকাটা ঘুরতে এসে ছিলেন।

আরো পড়ুন
৩৫০ বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাক মন্ত্রিসভার

৩৫০ বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাক মন্ত্রিসভার

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য

মান্দায় লুটপাট-বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৯

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
মান্দায় লুটপাট-বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৯
ছবি: কালের কণ্ঠ

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের পর আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আতাউর রহমান (৬০)। তিনি বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের লোকজনের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরো পড়ুন
বাবার মৃত্যুর এক সপ্তাহের পর ছেলের খুন

বাবার মৃত্যুর এক সপ্তাহের পর ছেলের খুন

 

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- তুহিন আলী (৪০), বুলবুল আহমেদ সুমন (৩২), মাইনুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৯), পিয়াস আহমেদ (১৯), ফিরোজ হোসেন (২৬), আবু সাইদ মণ্ডল (৪৫), বিদ্যুৎ হোসেন গাইন (৩৬) ও এমাজ উদ্দিন মণ্ডল (৫৫)।

ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে।

হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

আরো পড়ুন
গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

 

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯জনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

রামগতিতে রাস্তায় প্রভাবশালীদের বেড়া, অবরুদ্ধ ১৩ পরিবার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতিতে রাস্তায় প্রভাবশালীদের বেড়া, অবরুদ্ধ ১৩ পরিবার
রামগতিতে রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন প্রভাবশালীরা

লক্ষ্মীপুরের রামগতিতে চলাচলের একটি রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করায় ১৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরআলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর সেকান্তর গ্রামের আজাদ মেম্বারের বাড়ির পাশে হেকিমের বাড়িতে। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ পরিবার অবরুদ্ধ রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ঘটনার জন্য দায়ী করেছে ওই বাড়ির প্রভাবশালী নুর আলমের ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ারসহ চার ভাইকে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হেকিমের বাড়ির নুর আলমের ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ারের সাথে একই বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলের নুরুল আমিনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে নুর আলমের চার ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ার মিলে গতকাল বুধবার সকালে বাড়ির রাস্তার দুটি স্থানে মাটি গর্ত করে গাছের ডাল পুঁতে কাঠ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে বুধবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার ১৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ১৩ পরিবারের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধাসহ প্রায় ৮০ জন মানুষ বেকায়দায় পড়ে।

অবরুদ্ধ পরিবারের সদস্যরা জানিয়েছে, বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার, আনোয়ারসহ চার ভাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। যখন যে দল ক্ষমতায় আসে, সে দলের লোক পরিচয় দিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এ ছাড়া বহিরাগত ক্যাডার ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখেন তারা। ৩০ বছরের ব্যবহারিত রাস্তাটি এখন তারা সম্পূর্ণ গায়ে জোরে বন্ধ করে রেখেছেন।

ভুক্তভোগী নুরুল আমিন বলেন, রাস্তার দুটি স্থান বন্ধ করে দেওয়ায় মানুষের পাশাপাশি প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করা যাচ্ছে না। তারা দেশের আইন-কানুন কিছুই মানেন না এবং সামাজিকভাবে কাউকে তোয়াক্কাও করছেন না।

অভিযুক্ত বেলাল ড্রাইভার বলেন, ‘এ ঘটনার আগে একবার আমাদের মালামাল নিয়ে গাড়ি এলে নুরুল আমিন তার জায়গা দিয়ে গাড়ি ঢুকতে দেননি। তাই আমরা বাধ্য হয়ে এবার পথ বন্ধ করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘যতই বিরোধ থাকুক, মানুষের চলাচলের পথ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি।

খোঁজ খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

বাবার মৃত্যুর এক সপ্তাহের পর ছেলে খুন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শেয়ার
বাবার মৃত্যুর এক সপ্তাহের পর ছেলে খুন
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদেপল্লীতে তালাব হোসেন (৩২) নামের এক যুবককে পেটে রড ঢ়ুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক রুবেলকে পুলিশ আটক করেছে। 

স্থানীয়রা জানায়, তালাব হোসেনের সাথে প্রতিবেশী রুবেলের মধ্যে বিরোধ ছিল।

এক সপ্তাহ আগে তালাব হোসেনের বাবা আয়ুব হোসেন মারা যান। তালাব হোসেন এলাকায় থাকেন না। বাবা মারা যাওয়ায় এসেছিলেন। বৃহস্পতিবার সকালে তার চলে যাওয়ার কথা ছিল।
তালাব তার শ্বশুরবাড়িতে ঘুমিয়েছিলেন। এ সময় রুবেল বানর বাধা রড দিয়ে পেটে একাধিক আঘাত করে এবং পেটে রড ঢ়ুকিয়ে দেন। তখন জামাইকে বাঁচাতে এলে ছবেদ আলীকেও পিটিয়ে আহত করা করে। প্রতিবেশীরা রাতেই তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তালাবকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিল করলেন সুপ্রিম কোর্ট

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ