দাউদকান্দিতে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দাউদকান্দিতে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে ঘটনাটি ঘটে।

পরদিন বুধবার (২ এপ্রিল) রাতে ধর্ষক আল আমিনকে আটক করে থানায় নেওয়া হয়। ধৃত আসামীর চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লায় জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার শিশুটিকে উদ্ধার করে বুধবার (২ এপ্রিল) রাতে মডেল থানায় নিয়ে আসে,পরে পুলিশের সহযোগিতা চাইলে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)সহ একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের বিরুদ্ধে অভিযুক্ত আল আমিন( ২০) নামের এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে।

শিশুটির মা জানান, ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি।

পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে জানায়, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারি, ওই ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ওইদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না। তবে স্থানীয় আরো অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আগে থেকেই অভিযোগকারীর পারিবারিক একটি ঝামেলা ছিল। অভিযুক্ত আল-আমিন এর আগেও অনেকের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা ঘটিয়েছে।

এদিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) পাঠানো হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘শিশুকে ধর্ষণের দায়ে গতকাল বুধবার দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুটির মা একটি মামলা দায়ের করেন।

তা ছাড়া ধৃত আসামিকে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

গোয়ালন্দে মাইক্রোবাসের চাপায় প্রতিবন্ধী নারী নিহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
গোয়ালন্দে মাইক্রোবাসের চাপায় প্রতিবন্ধী নারী নিহত
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পার হতে গিয়ে চলন্ত মাইক্রোবাসের চাপায় শাবানা আক্তার (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী নারী নিহত ও পিংকি আক্তার নামে অপর এক কিশোরী আহত হয়েছেন। 

নিহত বাকপ্রতিবন্ধী শাবানা স্থানীয় দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন মোল্লারপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী গহের আলী প্রামানিকের স্ত্রী। 

আরো পড়ুন
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

 

রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত পিংকিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ ও চালককে আটক করেছে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


 

মন্তব্য

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি
ছবি : কালের কণ্ঠ

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। 

কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়িতে গিয়ে সাঈদের পরিবারের সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান বিচারপতি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

দুধকুমার নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
দুধকুমার নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্ধুদের সঙ্গে দুধকুমার নদে গোসল করতে নেমে সাজিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকার দুধকুমার নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাজিম (১৪) পৌরসভার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, রবিবার দুপুরে সাজিম তার তিন বন্ধুসহ দুধকুমারে গোসল করতে নামে।

এ সময় স্রোতস্বিনী দুধকুমার তারা সাঁতার দিয়ে পাড়ি দেয়। এরপর ওপাড়েই বসে থাকে একজন। ফের এপাড়ের উদ্দেশ্যে সাঁতার দেয় তিনজন। এর মধ্যে দুইজন সাঁতার দিয়ে কিনারে উঠতে পারলেও স্রোতের টানে ডুবে যায় সাজিম।
তখন থেকেই সে নিখোঁজ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘রংপুর থেকে ডুবুরি দল আসছে। তারপর তারা উদ্ধার অভিযান শুরু করবেন।’

সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি জানান, সাজিমের সাথে গোসল করতে আসা বন্ধুদের একজন তাকে ফোন করে জানায় তার ছেলের নিখোঁজের বিষয়টি।

তখন থেকেই তিনি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছেন নদের কিনারে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিখোঁজ কিশোরের উদ্ধার অভিযান চলছে।

ঘটনার পর থেকেই স্থানীয়রা ঝাকিজাল, কাঁকড়া জালসহ বিভিন্ন জাল দিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

মন্তব্য

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

আরো পড়ুন
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন

তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ