কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

আরো পড়ুন
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন

তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাণীশংকৈলে ৭৮০ পিস ট্যাপেনটাডোলসহ যুবক গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শেয়ার
রাণীশংকৈলে ৭৮০ পিস ট্যাপেনটাডোলসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে মাদক কারবারি শহিদুল হককে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছে নিষিদ্ধ ৭৮০ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডোল ট্যাবলেট পাওয়া যায়। 

আরো পড়ুন
গতকালের কর্মসূচি নিয়ে যা বললেন আজহারি

গতকালের কর্মসূচি নিয়ে যা বললেন আজহারি

 

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারি রশিদুলকে ৭৮০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রবিবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। 
 

মন্তব্য
বিরামপুর

কাঁচামালসহ ২১ লাখ টাকার চোলাই মদ জব্দ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
কাঁচামালসহ ২১ লাখ টাকার চোলাই মদ জব্দ
সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরামপুর থানা সংলগ্ন পাহান পট্টি এলাকায় চোলাই মদ তৈরির কাঁচামাল মজুদ ও চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় পাহান পট্টি আদিবাসী এলাকার কয়েকটি বাড়িতে অভিযানে চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত চোলাই মদ, বোতলজাত চোলাই মদ ও চিরোজপাতার গুঁড়াসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন
জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান : তারেক রহমান

জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান : তারেক রহমান

 

অভিযানে পাহান পট্টি আদিবাসীপাড়ার কয়েকটি বাড়ি থেকে ৪০ বস্তা চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা, প্রস্তুতকৃত চোলাই মদ ২২ লিটার, যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫ পিস, যার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকাসহ চিরোজপাতার গুঁড়া ৪০ কেজি, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা। 

অভিযানে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকসহ সঙ্গীয় ফোর্স।

আরো পড়ুন
চৈত্রের শেষ প্রহরে খনার মেলার উদ্বোধন কেন্দুয়ায়

চৈত্রের শেষ প্রহরে খনার মেলার উদ্বোধন কেন্দুয়ায়

 

পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ওই থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর এক মাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছিল।'

মন্তব্য

বিদেশে নয় ভাগ্য বদলেছে দেশে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিদেশে নয় ভাগ্য বদলেছে দেশে

২০১৪ সালে ওমানে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে এক বছরের মাথায় দেশে ফিরে আসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছিদ্দিকুর রহমান। পরের বছর ভাগ্য ফেরাতে যান মালদ্বীপে। সেখানেও বেশি সুবিধা না করতে পেরে, দেশে এসে করতেছেন কৃষি কাজ। এতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে ছিদ্দিকের।

২০০ শতাংশ জমিতে করলা, টমেটো, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, লাউ ও আলু চাষ করেন ছিদ্দিকুর রহমান। এসব জমিতে প্রায় বারো মাসেই হয় সবজি চাষ। এসব সবজি গ্রামের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে। এতে বছরে তার আয় প্রায় দুই লক্ষ টাকা।

 

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

কুমিল্লায় শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

কুমিল্লা (উত্তর) ও মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) ও মুরাদনগর প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি হাজী ইদ্রিসকে গ্রেপ্তারের প্রতিবাদে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ  বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লাহসহ আন্ত জেলার সব রুটের বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করছে কুমিল্লার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখা। পরে দুপুরে শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সকালের রাস্তায় বের হয়ে গন্তব্যের বাস না পেয়ে আটোরিকশা-ভ্যানে রওনা দিতে হয়েছে তাদের। এর আগে গত শনিবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। 

আরো পড়ুন
চৈত্রের শেষ প্রহরে খনার মেলার উদ্বোধন কেন্দুয়ায়

চৈত্রের শেষ প্রহরে খনার মেলার উদ্বোধন কেন্দুয়ায়

 

গ্রেপ্তারের বিষয়টি পরিবহন শ্রমিকদের মাঝে জানাজানি হলে শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।

কুমিল্লার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ভিপি সেলিম বলেন, ‌‌‘কোম্পানীগঞ্জ বাজারের যানজট নিরসনে বাস-মালিক সমিতি বিভিন্ন পয়েন্টে কিছু শ্রমিক নিয়োগ দেয়। যার খরচ বাস মালিক সমিতি বহন করে থাকেন। দায়িত্বে থাকা লাইনম্যান আবুল কালামকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশে দেওয়া হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের ওপর মিথ্যা মামলা দায়ের করা হয়।

সেই মামলায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমিকরা সকল প্রকার বাস বন্ধ রেখে ধর্মঘট করছে। যদি অনতিবিলম্বে পুলিশি হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারদের মুক্তি দেওয়া না হয় আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ