টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানাকে পিটিয়ে আহত করা হয়েছে। জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া রেলগেট বাজারে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া, জমি দখল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি আব্দুল মান্নান রানা স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেন। সমাবেশের আগে ও পরে কয়েকটি স্থানে জমি দখলের চেষ্টা চালায় স্থানীয় একটি প্রভাবশালী মহল। আব্দুল মান্নান রানা নিরীহ মানুষের পক্ষ নিয়ে জমি দখলের প্রতিবাদ করেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন মহলটির সদস্যরা।
মান্নানের ওপর হামলা চালাতে সুযোগ খুঁজতে থাকেন তারা। শনিবার দুপুরে আব্দুল মান্নান রেল ক্রসিং এলাকায় ব্যক্তিগত অফিসে বসেছিলেন। এ সময় স্বল্প মহেড়া গ্রামের মহসিন মিয়ার ছেলে পাপন মিয়া, আজমত মিয়ার ছেলে আলিফ মিয়া, আবু মিয়ার ছেলে যুবরাজ মিয়া ওই অফিসে গিয়ে মান্নানের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লোহার পাইপ ও রড দিয়ে মান্নানকে পিটিয়ে আহত করে। এ সময় মান্নান দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
আব্দুল মান্নান রানা বলেন, জমি দখল ও মাদকের বিরুদ্ধে কথা বলায় তার ওপর অতর্কিত হামলা করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অভিযুক্ত আলিফ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা ৫ আগস্টের পর থেকে মাটি কাটাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন অত্যাচারী মানুষ। এ ছাড়া তিনি আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ জন্য তার ওপর হামলা চালানো হয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।