শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিইউতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিইউতে
সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত শিশু আরাধ্য বিশ্বাস এখনও শঙ্কামুক্ত হয়নি। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। 

আরো পড়ুন
পঞ্চগড়ে নতুন ইকো পার্কে মুখরিত পরিবেশ

পঞ্চগড়ে নতুন ইকো পার্কে মুখরিত পরিবেশ

 

চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় শিশু আরাধ্যর দুই পা ভেঙে গেছে। মাথায় বড় ধরনের আঘাত পেয়েছে।

সাতদিন পর পরবর্তী অবস্থা জানা যাবে। এখন পর্যবেক্ষণে আছে।

আরাধ্যর কাকা অসিত কুমার বাড়ই বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরাধ্যকে আইসিইউতে নেওয়া হয়। চট্টগ্রামেই আপাতত তার চিকিৎসা চলবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরো পড়ুন
‘ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

‘ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

 

গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনায় দুই দম্পতিসহ ১০ জন নিহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আরাধ্যর বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল। এই দুর্ঘটনায় রফিকুল ইসলাম ও লুৎফুন নাহার দম্পতি এবং তাদের দুই মেয়ে আনিশা আক্তার (১৪) ও লিয়ানা (৮) ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহত হয়ে আইসিইউতে নেওয়া হয়েছে বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমাকে (১৮)।

প্রেমার ছোট মামি জেসমিন রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে এখনও প্রেমা কোনো সাড়া দেয়নি। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতিও নেই। চিকিৎসকরা দোয়া করতে বলেছেন।

 
 

মন্তব্য

সম্পর্কিত খবর

হাত ভাঙার ভুয়া এক্স-রে রিপোর্ট দিয়ে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
হাত ভাঙার ভুয়া এক্স-রে রিপোর্ট দিয়ে মামলা
ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরে এক নারীর হাত ভাঙার ভুয়া মেডিকেল রিপোর্ট দেখিয়ে হত্যাচেষ্টার মামলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ শিক্ষক খোকন আলমসহ ৪ জন আসামি এখন পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগ, বাদী রুবিনা ইয়াছমিন জমি বিরোধের জেরে অন্য একজনের এক্স-রে রিপোর্ট নকল করে এই মামলা করেছেন।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবিনা ও আসামিদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ২৫ মার্চ রুবিনার বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে খোকন আলম (দালাল বাজার ডিগ্রি কলেজের প্রভাষক), হারুনুর রশিদ, সাহমুন রশিদ রনি ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার সপক্ষে জমা দেওয়া ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রিপোর্টটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম ও কম্পিউটার অপারেটর নন্দ দুলাল সরকার লিখিতভাবে স্বীকার করেছেন, রুবিনার নামে কোনো এক্স-রে করা হয়নি।

লিপি আক্তার নামে এক রোগীর রিপোর্টের নাম পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে।

নন্দ দুলাল বলেন, রুবিনার সঙ্গে আসা ব্যক্তি আমাকে বিভ্রান্ত করে অন্য রোগীর রিপোর্ট নিয়ে যায়।

তবে রুবিনা দাবি করেন, তার হাত ভেঙেছে এবং রিপোর্টটি সঠিক।

মামলার আসামি খোকন আলমের স্ত্রী দিল আফরোজা (এক স্কুলের শিক্ষিকা) বলেন, এই মিথ্যা মামলায় আমাদের পরিবারের ঈদ নষ্ট হয়েছে।

ঈদের দিন ঘরে চুলাও জ্বলেনি।

তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কীভাবে একটি ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে মামলা দায়ের করা সম্ভব হলো? স্থানীয়রা আশঙ্কা করছেন, জমি বিরোধের জেরে এই ষড়যন্ত্র করা হয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধারাবাহিক অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৬ এপ্রিল) সকালে ১১ ব্যাটলিয়ান বিজিবি'র নিয়মিত টহল দল জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা এসব গরু জব্দ করেন।

বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশে জারুলিয়াছড়ি বিওপির জোয়ানরা সীমান্তের সড়ক সংলগ্ন হাতিরডিভা নামক স্থান থেকে এসব বার্মিজ গরু জব্দ করে।

আরো পড়ুন
বিদেশে ব্যর্থ, কৃষিতে সফল— ছিদ্দিকের উজ্জ্বল প্রত্যাবর্তন

বিদেশে ব্যর্থ, কৃষিতে সফল— ছিদ্দিকের উজ্জ্বল প্রত্যাবর্তন

 

এ বিষয়ে ১১ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোনো ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

তবে তিনি এ অভিযান চলমান থাকবে বলে জানান। 

উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে নিলাম দেওয়া হবে আজ কালের মধ্যে।

মন্তব্য

বিদেশে ব্যর্থ, কৃষিতে সফল— ছিদ্দিকের উজ্জ্বল প্রত্যাবর্তন

শাহীন আলম, কুমিল্লা (উত্তর)
শাহীন আলম, কুমিল্লা (উত্তর)
শেয়ার
বিদেশে ব্যর্থ, কৃষিতে সফল— ছিদ্দিকের উজ্জ্বল প্রত্যাবর্তন
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার দেবিদ্বারে প্রবাস জীবনে ব্যর্থ হয়ে কৃষিকাজে সাফল্য পেয়েছেন ছিদ্দিকুর রহমান। ২০০ শতক জমিতে করলা, টমেটো, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ ও লাউ চাষ করে বছরে প্রায় দুই লাখ টাকা আয় করেন তিনি।

২০১৪ সালে ওমানে গিয়ে কাজ না পেয়ে দেশে ফিরে আসেন ছিদ্দিক। পরের বছর মালদ্বীপে গেলেও সেখানে সুবিধা করতে না পেরে পৈত্রিক পেশা কৃষিকাজে মন দেন।

বাবা জুলফু মিয়া ও ভাই রনি মিয়ার সহযোগিতায় তিনি এখন সফল একজন কৃষক।

সম্প্রতি কুরুইন গ্রামে গিয়ে দেখা যায়, ছিদ্দিক ও তার পরিবার জমি থেকে করলা, টমেটো ও আলু সংগ্রহ করছেন। স্থানীয় নিমসার বাজার ও হাটে এসব সবজি বিক্রি হয়। 

করলার বাম্পার ফলন হয়েছে।

পাইকারি ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বলেন ছিদ্দিক। তিনি জানান, ২০ শতক জমিতে করলা চাষে ১৮-২০ হাজার টাকা খরচ হয়েছে, যা থেকে ৮০-৯০ হাজার টাকা লাভের আশা করছেন।

ছিদ্দিকের ভাষ্যে, বিদেশ থেকে ফিরে কৃষিকাজ শুরু করে আজ স্বাবলম্বী হয়েছি। এখন বাড়ির জন্য সবজি কিনতে হয় না।

তবে তিনি সার, বীজ ও কিটনাশকের দাম বৃদ্ধিকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

ছিদ্দিকের ভাই রনি মিয়া জানান, এলাকার ৫০-৬০ জন কৃষক প্রতিবছর শীত মৌসুমে লক্ষাধিক টাকা আয় করেন। দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, মোহনপুর একটি কৃষিনির্ভর এলাকা। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।

ছিদ্দিকের গল্প প্রমাণ করে, পরাজয়কে জয়ে রূপান্তর করা সম্ভব।

প্রবাসে ব্যর্থ হয়েও তিনি কৃষিকাজে নিজের ও সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন।

মন্তব্য
ফটিকছড়ি

ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের দায়ের কোপে গুরুতর আহত মা জুলেখা খাতুনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন।

মৃত জুলেখা খাতুন (৬০) ভূজপুর ইউনিয়নের ভোঁলা গাজী বাড়ির আলী আহমদের স্ত্রী।

আরো পড়ুন

৯ দিন বন্ধের পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

৯ দিন বন্ধের পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

 

উল্লেখ্য, গত ৩ এপ্রিল তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে। তাকে রক্ষা করতে গিয়ে দায়ের কোপে মা জুলেখা খাতুন গুরুতর আহত হন। এ সময় আহত হন ছোট ভাই মাসুমও।

আরো পড়ুন

‘আমার কাছে ক্ষমা চাইতে হবে’, ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গে আইরিনের হুঁশিয়ারি

‘আমার কাছে ক্ষমা চাইতে হবে’, ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গে আইরিনের হুঁশিয়ারি

 

গত শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়।

এর তিন দিনের মাথায় আজ রবিবার আহত মা জুলেখা খাতুনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ