চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মাহির তাজওয়ার তাজ জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বুধবার বন্ধুর সাথে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করতে বের হয়েছিল তাজ।