চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
শেয়ার
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহত বিপুল হোসেন সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আয়তাল হোসেনের ছেলে। বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, নিহত বিপুল হোসেনসহ আরো দুজন একটি মোটরসাইকেলে চড়ে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল। তারা পৌর টার্মিনাল এলাকার মুন্না মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় বিপুল। ইজিবাইকে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা অন্য দুজন আহত হয়।

এ দুর্ঘটনায় নিহত বিপুল হোসেনের ভাই বিপ্লব (২২) এবং বিপ্লবের বন্ধু ওয়াসিম (২২) গুরুতর আহত হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহ সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইব্রাহিম রহমান বাবুর পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গতকাল শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, চাল, পেঁয়াজ ও আলু।

আরো পড়ুন
বেতাগী পৌর শহরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

বেতাগী পৌর শহরের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশিদ মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবেদ আলী মণ্ডল প্রমুখ।

মন্তব্য

বেতাগী পৌর শহরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
বেতাগী পৌর শহরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ মানুষ
বেতাগী বাস স্ট্যান্ডের পূর্বপাশে পল্লীবিদ্যুৎ আঞ্চলিক উপকেন্দ্রের সামনের চিত্র। ছবি : কালের কণ্ঠ

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহরের যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। পৌর শহরের প্রবেশদ্বারে, বাস স্ট্যান্ডে, লঞ্চঘাট এলাকাসহ শহরের ২০-২৫টি গুরুত্বপূর্ণ স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে। দুর্গন্ধে মানুষ ও পথচারীরা অতিষ্ঠ।

এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার পৌর কর্তৃপক্ষকে বলার পড়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ।

বেতাগী পৌরসভা ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৩১ মে ‘খ’ শ্রেণি এবং ২০১৯ সালের ২ জুলাই ‘ক’ শ্রেণি বা প্রথম শ্রেণি পৌরসভায় উন্নতি হয় বেতাগী পৌরসভার আয়তন ৭ দশমিক ৭২ বর্গ কিলোমিটার। বেতাগী পৌরসভায় মোট জনসংখ্যা ১২ হাজার ৭৮৬ জন।

আধুনিক নাগরিক সুবিধা পেতে, ছেলে-মেয়েদের ভালো পড়ালেখা করাতে গ্রাম থেকে লোকজন বাসাবাড়ি ভাড়া নিয়ে শহরে অবস্থান করছেন। বর্তমানে শহরে ৩০ হাজারের বেশি লোকজন বসবাস করছেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

 

সরেজমিনে দেখা গেছে, পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছরেও গড়ে ওঠেনি আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।

পৌরসভার প্রবেশদ্বারে, বাস স্ট্যান্ডের পূর্বপাড় পল্লীবিদ্যুৎ আঞ্চলিক অফিসের সামনে, কালিবাড়ি এলাকার বিষখালী নদীর পাড়, লঞ্চঘাট এলাকা, হাসপাতাল গেট এলাকা, উপজেলা পরিষদ এলাকা, সবজিবাজার, মাছের বাজার, ভূমিসংলগ্ন এলাকাসহ শহরের ২০-২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যানবাহনের চালক-যাত্রীরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাকে কাপড় চেপে যাচ্ছে। পথচারীরা এসব এলাকায় এক মিনিটের জন্যও দাঁড়ান না। ময়লার মধ্যে পড়ে আছে গরু ছাগলের মরদেহ। এর মধ্যেই টোকাইরা ময়লা থেকে তাদের কাঙ্ক্ষিত জিনিস খুঁজছে।

পৌর শহরেরঅটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘আমি এ সড়কে গাড়ি চালাই। দুর্গন্ধে অবস্থা ভয়াবহ। যাত্রীরা উঠতে চান না।’

বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী নাঈম হোসেন জানান, শহরে ঢোকার মূল রাস্তা বাস স্ট্যান্ড এলাকায় এমন ভাগাড় সত্যি অশোভন।

আরো পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

 

বাস স্ট্যান্ডের ময়লার ভাগাড়ের বিপরীত পাশে মুমি মনোহরি দোকানদার সুলতান আহমেদ বলেন, ‘ময়লার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। এখানের অনেকেই শ্বাসকষ্টে ভুগছি। বারবার বলার পরেও পৌরসভা কর্তৃপক্ষ ময়লা অপসরণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

সুলতান আহমেদের মতো ময়লার ভাগাড়ের সামনের একাধিক দোকানদারের দাবি, পৌর অপসরণে পৌরসভা কর্তৃপক্ষ তেমন কোনো জেরালো পদক্ষেপ নিচ্ছে না।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল বলেন, ‘খোলা ময়লা-আবর্জনা থেকে রোগ-জীবাণু বাতাসের মাধ্যমে মানুষ-পাখির মধ্যে ছড়িয়ে পড়ছে। এতে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসে বিভিন্ন জটিল রোগ হতে পারে।’

বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হয়েছে। শিগগিরই ময়লা অপসরণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।’

আরো পড়ুন
ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

 
মন্তব্য

রংপুরে ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায়

    ৪ স্তরে নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায়
সংগৃহীত ছবি

বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহগুলো। এবারে রংপুরে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশের মতো পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে রংপুর জেলা ও নগরীতে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রংপুর জেলা ও মহানগরীর মসজিদসহ ঈদগাহ ও মাঠে প্রায় সাড়ে ১৪০০ ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
‘পুরোটাই মনগড়া গল্প’, জামিন চাইলেন সাইফের ওপর হামলাকারী

‘পুরোটাই মনগড়া গল্প’, জামিন চাইলেন সাইফের ওপর হামলাকারী

 

এদিকে, আগামীকাল সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাওলানা কেরামত আলী (র.) মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ, নুরপুর, গনেশপুর ঈদগাহ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, ও কারবালা মাঠে। বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এতে ঈমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও, দামোদরপুর বড় ময়দান, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, সদর উপজেলা পরিষদ ঈদগাহ, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠ, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠ, পশ্চিম নীলকণ্ঠ ঈদগাহ, বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ৩৩টি ওয়ার্ড এবং জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

 

এবার রংপুর জেলার প্রায় সাড়ে ১৪ হাজার মসজিদ ও ঈদগাহ খোলা মাঠে ঈদের নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে ঈদগাহগুলোতে। অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রংপুরের জাতীয় ঈদগাহ হিসেবে পরিচিত কালেক্টরেট ঈদগাহে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মাঠের প্রধান গেটসহ মোট ৩টি গেটে তোরণ নির্মাণের কাজ চলছে। জাতীয় ঈদগাহের মতোই রংপুর নগরীর ও জেলার বিভিন্ন প্রধান ঈদগাহে জামাতের প্রস্তুতি চলছে।

কালেক্টরেট মাঠে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কেউ নামাজ আদায় না করলেও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম,রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিশেষ ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মিজানুর রহমান মিজু জানান, সিটি করপোরেশনের প্রশাসক স্যারের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কয়েকদিন ধরে ঈদগাহের কাজ চলছে। একটু বিলম্ব হলেও সময়মতো সব কাজ শেষ হবে আশা করা হচ্ছে।

আরো পড়ুন
ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান জানান, ঈদের জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার
ছবি: কালের কণ্ঠ

বরগুনার তালতলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত শহীদ মো. বাবুল মিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

আজ রবিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে তামান্না আক্তারের হাতে উপহার ষষষসামগ্রী তুলে দেন ছাত্রদল-যুবদল নেতারা।

আরো পড়ুন
ইসরায়েলি বর্বরতার মধ্যে গাজাবাসীদের আজ বিষণ্ণ ঈদ

ইসরায়েলি বর্বরতার মধ্যে গাজাবাসীদের আজ বিষণ্ণ ঈদ

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম, যুগ্ম-আহ্বায়ক গোলাম সরোয়ার হিরু, বরগুনা জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক সফিকুল ইসলাম রাজু, বরগুনা জেলা জিসাসের ত্রাণ বিষয়ক সম্পাদক মাসরিফুল মিজান প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান অসীম বলেন, ‘জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ বাবুল মিয়ার পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।

আরো পড়ুন
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন

 

এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ