পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছে। এ ছাড়া কয়েক স্থানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন সহোদর নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন সহোদর হলো মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। এ তিন ভাই মঠবাড়িয়ার পাথরঘাটায় আত্মীয় বাড়িতে যাচ্ছিল।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসচালক ও হেল্পারকে আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করেছে।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় যূথী আক্তার (২০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এ সময় নিহতের স্বামী শরিফ হোসেনসহ আরো তিনজন আহত হয়। শুক্রবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় দ্রুতগামী শাহী পরিবহন ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, দুর্ঘটনায় হাসপাতালে পাঁচজনকে আনা হয়। এর মধ্যে একজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
সুনামগঞ্জ : ঢাকা থেকে ঈদ করতে মা-বাবার সঙ্গে বাড়িতে নেমেই লাশ হলো আট বছরের শিশু সুমাইয়া। গতকাল সকালে ঢাকার বাস নূর পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সুমাইয়া আক্তার। নিহত শিশু সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরেজের সামনে গতকাল যাত্রীবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হয়। নিহত মুসা মিয়া (২০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
চাটমোহর : পাবনার চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় লাতিব হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে ও স্থানীয় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গতকাল দুপুরে রামনগর বাজার এলাকায় মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাটি টানা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লাতিবের মোটরসাইকেলের। এতে লাতিবের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাতিব মারা যায়।