দম্পতিকে হয়রানির অভিযোগে সমন্বয়ক পরিচয়ধারী যুবক গ্রেপ্তার

রাজিবপুর -রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর -রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
দম্পতিকে হয়রানির অভিযোগে সমন্বয়ক পরিচয়ধারী যুবক গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় শ্লীলতাহানি, নারী ও শিশু নির্যাতন, অবৈধ আটক এবং মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে সমন্বয়ক পরিচয়ধারী মেহেদী হাসান নামে এক যুবককে বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকালে রাজিবপুর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর বাবা আব্দুল লতিফ বিশ্বাস। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান সদর ইউনিয়নের মরিচাকান্দী এলাকার আলীর ছেলে।

আরো পড়ুন
নিশো ম্যাজিকে শো বাড়ল দাগি’র

নিশো ম্যাজিকে শো বাড়ল দাগি’র

 

মামলার বাদী এজাহারে জানান, আমার মেয়ে, মেয়ের জামাই, মেয়ের ননদ ও দেবর আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে সন্ধ্যার পর মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। বটতলা এলাকায় পৌঁছলে মেহেদী হাসান, নিশাত, আশা এবং আরো কয়েকজন যুবক তাদের অনুসরণ করতে থাকে। পরে মরিচাকান্দী এলাকায় একটি ব্রিজের ওপর তাদের বহনকারী ইজিবাইকটি গতিরোধ করে তারা। তখন মেহেদী হাসান আমার নাম ধরে চিৎকার করে বলে, ‘বিশ্বাসের মেয়েকে পালিয়ে নিয়ে যাচ্ছ কোথায়!’ তখন আমার মেয়ের জামাই শিহাব পাল্টা জবাব দিয়ে বলে, ‘আমি আমার স্ত্রীকে পালিয়ে নিয়ে যাব কেন! প্রয়োজনে আমার শ্বশুরকে ফোন দিয়ে নিশ্চিত হন।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মেহেদী হাসান রঞ্জু নামের একজনকে কল দিয়ে আরো কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। তখন আমি জানতে চাই, কাকে ডাকছে? উত্তরে মেহেদী বলেন, ‘আমার বড় ভাই, সমন্বয়ক, সে আসছে।’ এরপর আমার মেয়ের জামাই ও তার চাচাতো ভাইদের সঙ্গে মেহেদী হাসান ও তার সহযোগীদের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আমাদের আত্মীয়দের বহনকারী আরেকটি ইজিবাইক সেখানে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পালানোর সময় তারা একটি স্মার্টফোন ফেলে রেখে যায়। এ ঘটনায় আমি চারজনের নাম উল্লেখ করে এবং আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছি। 

আরো পড়ুন
রামগতিতে প্রশান্তির আশায় মেঘনার তীরে ছুটছেন পর্যটকরা

রামগতিতে প্রশান্তির আশায় মেঘনার তীরে ছুটছেন পর্যটকরা

 

আরেক ভুক্তভোগী শিহাব বলেন, ‘আমি, আমার স্ত্রী, আমার চাচাতো ভাই-বোনসহ শ্বশুরবাড়ি থেকে ঈদের দিন সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বটতলা এলাকায় মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক আমাদের ইজিবাইক অনুসরণ করে। পরে মরিচাকান্দী এলাকায় ব্রিজের ওপর গতিরোধ করে বাজে কথা বলতে থাকে।

নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে আমার স্ত্রী ও চাচাতো বোনের শ্লীলতাহানি করে এবং আমাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে আমাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে আমাদের আরো একটি ইজিবাইক আসলে তারা পালিয়ে যায়।’

রাজিবপুর থানার ওসি আতিক হাসান বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলায় নাম উল্লেখ থাকা আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে দেড় কোটি টাকা ব্যয়ে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন নির্মাণ করা হয় ২০১৪ সালে। তবে ভবন হস্তান্তরের ৯ বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও তা চালু করা হয়নি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। 

দামুড়হুদা প্রণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে বিদেশ থেকে আসা পশুপাখি ও প্রাণিজখাদ্যের মাধ্যমে প্রাণী ও মানুষের দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করতে ২০১৪ সালে দর্শনার জয়নগর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ৫ শতাংশ জমির ওপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৯ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন গড়ে তোলা হয়।

২০১৬ সালে  তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা কহিনুর ইসলাম ও দামুড়হুদা উপজেলা প্রণিসম্পদ অফিসার মশিউর রহমানের কাছে ভবনটি বুঝিয়ে দেওয়া হয়। সে সময় ৬ জন জনবল নিয়োগ দেওয়ার কথা থাকলেও ৪ জনকে নিয়োগ দেওয়া হয়। এদের একজন অফিস সহকারী, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন অফিস সহায়ক ও একজন নিরাপত্তা প্রহরী। এদের মধ্যে একজন দর্শনা প্রণিসম্পদ উন্নয়ন কার্যালয়ে ও দুই জন দামুড়হুদা প্রাণিসম্পদ অফিসে কর্মরত আছেন।
স্টেশনটি চালু না থাকায় শুধুমাত্র নৈশ প্রহরী থাকেন স্টেশনটিতে। 

দর্শনা পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান বলেন, বিশ্বের কয়েকটি দেশে বার্ডফ্লু আক্রান্ত হয়ে ব্যাপকহারে পাখি মারা যাচ্ছে। এমন ধরনের ভাইরাস থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইন স্টেশন থেকে অনেক সহায়তা পাওয়া যায়। দর্শনার জয়নগর চেকপোস্টে স্টেশনটি চালু হলে ভারত থেকে আসা পশুখাদ্য পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে।

এতে আমরা কিছুটা নিরাপদ বোধ করতাম। 

প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের সহকারী পরিচালক নিলিমা আক্তার হ্যাপি বলেন, ২০৪১ সালে দেশ বিশ্বের উন্নয়নশীল দেশে উন্নীত হবে, এমন কথা চিন্তা করে সরকার চেকপোস্টে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন নির্মাণ করে। দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে গবাদিপশু না আসলেও প্রাণীজ খাদ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য কোয়ারেন্টাইন স্টেশনটির প্রয়োজন। 

তিনি বলেন, করোনা মহামারীর পর থেকে চেকপোস্টটি জৌলুস হারিয়েছে। আগের মতো সরগরম আর নেই।

কোয়ারেন্টাইন স্টেশনে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি রয়েছে কিন্তু তা ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে। এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লোকবল চাওয়া হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে চালু হবে।

মন্তব্য

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৪

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৪
ছবি : কালের কণ্ঠ

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগ সৌরভের ঘর থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

জানা গেছে, আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত ৪টা থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত চলে এ অভিযান। এ অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

এ ছাড়া গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, নগদ ১২ লাখ ১২ হাজার টাকা এবং তার সহযোগী সোহাগ সৌরভের বাসা থেকে ১৩ লাখ ৯২ হাজার ৫৫৩ টাকা ও চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মো. আরাফাতকে আটক করা হয়।

বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আল মেহেদী (২৮) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মেহেদী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া ইতালি প্রবাসী লান্জু মিয়ার ছেলে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় বেড়াতে যান আল মেহেদী।

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে কালের কণ্ঠকে বলেন, ‘অগ্নিবীণা ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আল মেহেদী নামের একজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

মন্তব্য

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ
প্রতীকী ছবি

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলতলা উপজেলার ১৪ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাজারের চৌরাস্তায় কিছু সময়ের জন্য টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার মোটরসাইকেলে ফুলতলা থেকে বেজেরডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় হেলমেট পরিহিত দুজন ব্যক্তি তার দিকে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

ওসি জানান, তবে বোমাটি তাঁর মোটরসাইকেলের পেছনের দিকের রাস্তায় পড়ে বিস্ফোরণ হয়। আবুল বাশার প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ