বোনকে চুলের মুঠি ধরে মারধর, ভাইকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
বোনকে চুলের মুঠি ধরে মারধর, ভাইকে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অটোরিকশায় ভাই-বোনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বোনকে বাঁচাতে ভাই প্রতিহত করায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঈশ্বরগঞ্জের গালাহার এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় আজ মঙ্গলবার (১ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনায় অভিযুক্তরা হচ্ছেন বাদল মিয়া (৪০), নজরুল ইসলাম (২৭), রাসেল মিয়া (২৫), হানিফ মিয়া (৩০)। তাদের সবার বাড়ি ঈশ্বরগঞ্জের করমা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বিপ্লব মিয়া (২৩) গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে অটোরিকশায় ছোট বোনকে (১৩) নিয়ে যাচ্ছিলেন। পথে সশস্ত্র অবস্থায় ৪-৫ জনের একটি দল পথরোধ করে অটোরিকশার সামনে কোপ দেয়।

পরে ভাই-বোনকে টেনেহিঁচড়ে নামায়। ওই সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে বোনকে উঠানোর চেষ্টা করলে ভাই বিপ্লব বাধা দেন। এক পর্যায়ে বিপ্লবকে হকিস্টিক দিয়ে  পেটাতে শুরু করলে বোন চিৎকার শুরু করেন। পরে সন্ত্রাসীরা তার চুলের মুঠি ধরে মারধর শুরু করে।
পরে ভাইকে কয়েকটি কোপ দেয়। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাড়িতে গিয়ে প্রাণে রক্ষা পান বিপ্লব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গেলে আব্দুল খালেক নামে এক ব্যক্তি জানান, বাড়ি থেকে চিৎকার শুনে বের হয়ে দেখতে পান এক যুবক দৌড়ে তার বাড়ির ভেতরে প্রবেশ করছেন। পেছনে অস্ত্র হাতে ধাওয়া করছে কয়েকজন।

ওই সময় চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত স্বজনরা কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার জানান, এ ঘটনায় একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সিলেটে বাসাবাড়িতে হামলা

সাবেক মেয়র ও মহানগর বিএনপি সভাপতির পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সাবেক মেয়র ও মহানগর বিএনপি সভাপতির পাল্টাপাল্টি অভিযোগ
কয়েস লোদী (বাঁয়ে), আনোয়ারুজ্জামান চৌধুরী (ডানে)

সিলেটে আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। 

হামলার ঘটনার পর রাতেই যুক্তরাজ্যে সংবাদ সম্মেলন করে আনোয়ারুজ্জামান অভিযোগ করেন, কয়েস লোদীর প্রকাশ্য মদদে এটি ঘটেছে। পরে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ৪টার দিকে নিজের ফেসবুক পেজে ‘বরখাস্তকৃত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ভিত্তিহীন ও কাণ্ডজ্ঞানহীন অভিযোগ প্রসঙ্গে’ শিরোনামে পোস্টে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘তিনি (আনোয়ারুজ্জামান) নাকি শুনেছেন ২ এপ্রিলের ঘটনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরাসরি মদদ দিয়েছেন। কোনোরূপ তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র শোনা কথার ওপর ভিত্তি করে এরকম ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাকে বিস্মিত করেছে।

গত বুধবার সকালের দিকে নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা। ১৫ থেকে ২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করে। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগানও দিতে শোনা যায় মিছিলকারীদের। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। এ ঘটনায় আলোচনায় আসার পর থেকেই নগরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

আরো পড়ুন
কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফের নির্বাচনী প্রচারণা

কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফের নির্বাচনী প্রচারণা

 

এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের চার নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এসব হামলা ও ভাঙচুরের ঘটনার পর যুক্তরাজ্যে সংবাদ সম্মেলন করেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট একটি দুর্বৃত্ত চক্র তার বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। ৮ মাস পর বুধবার ছাত্রদলের নেতা-কর্মীরা প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালিয়েছে। এতে প্রকাশ্য মদদ দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। 

আওয়ামী লীগের শাসনামলে বিএনপি কিংবা বিরোধীদলীয় কোনো নেতা-কর্মীর বাড়িতে কখনো হামলা-লুটপাট হয়নি উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘বিএনপি-ছাত্রদলের এমন হামলা-ভাঙচুর সিলেটের রাজনৈতিক সম্প্রীতিকে কলুষিত করেছে।’

আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

 

দীর্ঘ সংবাদ সম্মেলনের পর বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট দেন বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

সেখানে তিনি আওয়ামী লীগের বিগত ১৭ বছরের নানা নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গুম, পুলিশি ভোগান্তিসহ নানা ঘটনাপ্রবাহ তুলে ধরেন। সিনিয়র নেতাদের কোমরে দড়ি বেঁধে, শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ ধরে নিয়ে গেছে সেসব ঘটনা তুলে ধরেন। 

তিনি লিখেছেন, ‘বিগত সরকারের নানামুখি নির্যাতন, জেল জুলুম, গুমের রাজনীতি সারা দেশের মতো সিলেটেও অব্যাহত ছিল। আমাদের সবার মনে থাকার কথা, রেজিস্ট্রি মাঠে এসআই তারেক কীভাবে মাথা ফাটিয়েছিল প্রবীণ নেতা মরহুম এম এ হকের, কীভাবে কোমরে রশি বেঁধে টেনে নেওয়া হয়েছিল সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমকে। সেদিন আমার পিঠেও লাঠির প্রচন্ড আঘাত করেছিল আওয়ামী এসআই তারেক। এখনো আমার পিঠে সেই কালো দাগ আছে।’

দলের নেতাদের গুমের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘জননেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনছারকে গুমের মাধ্যমে সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিতে কালিমা লেপন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং গুলি ছোঁড়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসা ভাঙচুর, বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘তারু মিয়া স্টোর’ বারবার ভাঙচুর করেছিল স্বৈরশাসক আওয়ামী লীগ। সিলেট নগরের ৭ ন নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সিলেটে ভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীদের বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে আওয়ামীলীগ নিজেদের ফ্যাসিবাদী চেহারা প্রকাশ করেছে বিগত ১৬ বছর।’

আরো পড়ুন
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

 

তাকে অভিযুক্ত করায় বিস্মিয় প্রকাশ করে কয়েস লোদী লেখেন, ‘আমি মিডিয়ায় দেখেছি, লন্ডনে বসে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন—তিনি নাকি শুনেছেন ২ এপ্রিলের ঘটনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সরাসরি মদদ দিয়েছেন। কোনোরূপ তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র শোনা কথার ওপর ভিত্তি করে এরকম ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাকে বিস্মিত করেছে।’ 

তিনি আরো লিখেছেন, ‘জনাব আনোয়ারুজ্জান চৌধুরী পদচ্যুত হওয়ার পর থেকেই এরকম লাগামহীন অন্তঃসারশূন্য বক্তব্য দিয়ে যাচ্ছেন। সিলেটের রাজনীতিতে নোংরা কালিমা লেপনের চূড়ান্ত আঁচড় দিয়ে সুযোগ বুঝে তিনি পালিয়ে গেছেন।’

আরো পড়ুন
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

 

আনোয়ারুজ্জামানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে কয়েস লোদী লেখেন, ‘মাত্র ৮ মাসের মেয়াদে তিনি সিটি করপোরেশনে দলীয় নেতাকর্মীদের অবৈধ নিয়োগ, টেন্ডারবাজি করে শত কোটি টাকার বাণিজ্য করেছেন। মেয়র কার্যালয়কে অস্ত্রের স্টোররুমে পরিণত করেছিলেন, যার তদন্ত চলমান আছে। একসময় কর্তৃপক্ষ তা জাতির সামনে উপস্থাপন করবেন বলে বিশ্বাস করি।’

মন্তব্য

কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফের নির্বাচনী প্রচারণা

কি‌শোরগঞ্জ প্রতি‌নি‌ধি
কি‌শোরগঞ্জ প্রতি‌নি‌ধি
শেয়ার
কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফের নির্বাচনী প্রচারণা
সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালি‌য়ে‌ছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তি‌নি কি‌শোরগঞ্জ-১ (সদর-‌হো‌সেনপুর) আসন থে‌কে গণ অ‌ধিকার প‌রিষ‌দের ম‌নোনয়ন প্রত‌্যাশী। সেই ল‌ক্ষ্যে মাঠ পর্যা‌য়ে জনমত গঠন কর‌তে দুই উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালা‌চ্ছেন তি‌নি।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সারা‌দিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে তার দ‌লের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ক‌রেন।

একইস‌ঙ্গে নি‌জের প্রার্থিতা বিষ‌য়ে গণসংযোগ করেন এই নেতা। এসময় হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণে শেষে আবু হানিফ বলেন,তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ,দখলদার মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই চলবে। জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে বাংলাদেশে নব্য কো‌নো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না গণঅধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে।
বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান কাঙ্ক্ষিত সংস্কার শেষে যেন নির্বাচন দেওয়া হয়।

গতকাল বুধবার গণ অধিকার পরিষদের এই নেতা কিশোরগঞ্জ সদর উপজেলায়তেও লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

মুন্সীগঞ্জে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া, ১৬ কিশোর আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মুন্সীগঞ্জে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া, ১৬ কিশোর আটক
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সিরাজদিখানের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরো দুজনকে আটক করা হয়।

আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

 

জানা যায়, আটকদের কাছ থেকে রামদা, ছুরি, চায়নিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

আটক কিশোর, যুবকরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধীচক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।

আরো জানা যায়, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়।

এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।

আরো পড়ুন
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

 

কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি।

১৬ জনের মতো আটক হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে।’

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে।

মন্তব্য

সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময়
সংগৃহীত ছবি

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এক ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বিলাসবহুল গাড়ি আর নেতাকর্মীদের মোটসাইকেলের বহর নেওয়ার পরিবর্তে রিকশায় চড়ে নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে।

ঈদের দিনসহ কয়েক দিন ধরে তিনি উপজেলার বিভিন্ন অলিগলিতে রিকশায় ঘুরে জনগণের খোঁজখবর নিয়েছেন।

তার এই সরল ও আন্তরিক আচরণ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে। এ সময় এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

 

জহির উদ্দিন স্বপন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে রিকশায় চড়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন, যা জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা আলম বেপারি, খলিলুর রহমান, সামীমসহ অনেকেই বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের চরম সংকটকালেও এই নেতা জনগণের পাশে ছিলেন।

তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তার রিকশা নিয়ে সফরের সময় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করে এবং ভালোবাসা প্রকাশ করে।
 
সাবেক এমপি জহির উদ্দিন স্বপন তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। তরুণরা তার কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছেন এবং তাদের জন্য তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করেছেন।
তার এই ব্যতিক্রমী রাজনৈতিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো পড়ুন
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

 

জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে জানান, বিগত ১৫ বছর তাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পর এবারের ঈদে মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। সাধারণ মানুষের সেই আনন্দে তিনিও শামিল হয়েছেন। এবারে প্রান্তিক জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ