ঈদ সিনেমা

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
‘বরবাদ’ দেখতে দর্শকদের ভিড়

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।

সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি। 

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মিশন ইম্পসিবল’ সিরিজের শেষ কিস্তি নিয়ে উন্মাদনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘মিশন ইম্পসিবল’ সিরিজের শেষ কিস্তি নিয়ে উন্মাদনা
সিরিজটির ট্রেলারে টম ক্রুজ

‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বরাবরই। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। সেইসঙ্গে এটি হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজের আট নাম্বার সিনেমা দেখার জন্য।

এবার আসছে সেটিও। আগামী ২৩ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সম্প্রতি উন্মুক্ত হয়েছে ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং’ নামে এ সিনেমার নতুন ট্রেলার। যেখানে টম ক্রুজ একটি ফাইটার জেট থেকে লাফিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে তাকে একটি উলটেপড়া বিমান থেকে ঝুলতে দেখা যায়।

 

জানা গেছে, আইএমএফ এজেন্ট ইথান হান্টের চরিত্রে টম ক্রুজের এটিই শেষ দেখা হতে পারে। কারণ আটটি সিনেমার পর ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের একটি নাটকীয় সমাপ্তি তুলে ধরার ইঙ্গিত আগেই দিয়েছেন অভিনেতা। 

‘দ্য ফাইনাল রেকনিং’-এ ভক্তরা যে ধরনের শ্বাসরুদ্ধকর অ্যাকশন আশা করেছেন, টম ক্রুজ সেটা ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছেন। এ কিস্তিতে রয়েছে একটি ডুবোজাহাজের মধ্যে ভয়ংকর মারামারির দৃশ্য।

দেখা যাবে আরও একটি মারাত্মক স্ট্যান্ট যেখানে তিনি একটি বিমান থেকে ঝুলছেন। 

এ দৃশ্যটির শুটিং কতটা মারাত্মক ও ভয়ংকর ছিল তা নিয়ে এক সাক্ষাৎকারে টম বলেন, ‘যখন আপনার মুখটি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ মাইলেরও বেশি গতিতে ছোটা কোনো যানের (বিমানের) অভিমুখে থাকে, তখন বুঝবেন সময়টা আপনার জন্য কতটা কঠিন। কারণ, তখন আপনি অক্সিজেন পাচ্ছেন না। তাই এ দৃশ্যটির শুটিংয়ের জন্য আমাকে শ্বাস নেওয়ার বিশেষ প্রশিক্ষণ দিতে হয়েছিল।’ 

তিনি বলেন, ‘কাজটি করতে গিয়ে মাঝে মাঝে আমি শারীরিকভাবে অজ্ঞান হয়ে যেতাম; আমি ককপিটে ফিরে যেতে পারতাম না।

’ 

প্রসঙ্গত, ব্রুস গেলারের টেলিভিশন সিরিজ মিশন: ইম্পসিবলের উপর ভিত্তি করে, এটি মিশন: ইম্পসিবল - ডেড রেকনিং পার্ট ওয়ান (২০২৩) এর সরাসরি সিক্যুয়াল এবং সিরিজটির অষ্টম এবং শেষ কিস্তি। 

সিনেমাটির চিত্রনাট্যের পাশাপাশি এটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। এটি প্রযোজনা করেছেন টম ক্রুজ এবং পরিচালক নিজেই। 

মন্তব্য

‘আমি গাড়িতেই ছিলাম’, পথচারী নিহতের ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘আমি গাড়িতেই ছিলাম’, পথচারী নিহতের ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী
ঋ সেন

মদ খেয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ওপার বাংলার ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। বেশকয়েকজন পথচারীকে ধাক্কা দেয় সিদ্ধান্ত দাসের গাড়ি।

আহতদের মধ্যে একজন মারা গেছেন, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উত্তাল গোটা টলিউড। ক্ষোভ প্রকাশ করছেন তারকারাও। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য।

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে সিদ্ধান্তের গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। সেই গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ। কিন্তু দুর্ঘটনার পর তাঁকে আর দেখা যায়নি। সেখানেই তাঁর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এবার এই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী। 

আরো পড়ুন
জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

 

টিভি নাইন বাংলার সঙ্গে অভিনেত্রী ঋ বলেন, “দুর্ভাগ্যবশত আমি ওই গাড়িতেই ছিলাম, যখন ওই দুর্ঘটনা হয়। তবে আমি কোনওরকম নেশা করিনি, কখনও করিও না। আমার গাড়ি ছিল না। গাড়ি চালাতেও পারি না।

তাই আমাকে বাড়ি পৌঁছে দেবে বলেছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে আমি ও শ্রিয়া বসু ছিলাম। ভিক্টোর ড্রাইভার ছিল না। তাই ভিক্টোই গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মাথা কাজ করছিল না। আমায় দেখে স্থানীয় ব্যক্তিরা চিনতে পারে কিনা জানি না, তবে আমাকে উদ্ধার করে বের করে দেন ঘটনাস্থল থেকে। আমার সেরকম কোনও আঘাত লাগেনি, তবে মানসিক ভাবে ট্রমায় আছি এখনও।”

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম (বেহালা) রাহুল দে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। এ ঘটনায় গুরুতর আহত হন ছয়জন। তাদের মধ্যে চারজনকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। গাড়িটির চালকের আসনে ছিলেন সিদ্ধান্ত। এর পরেই গ্রেপ্তার করা হয় সিদ্ধান্তকে। 

শনিবার রাতে একটি পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। তাঁরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌদি’-এর সঙ্গে যুক্ত। সেই ধারাবাহিকের ভাল রেটিং সেলিব্রেট করতেই জমায়েত হন তাঁরা। সেখান থেকে জোকায় একজনের বাড়িতে আসেন। সেখান থেকে একটি গাড়িতে সিদ্ধান্ত, ঋ ও শ্রিয়া বের হন। এরপরই ঠাকুরপুকুরের জনবহুল বাজার এলাকায় বেপরোয়া গাড়ি চালাতে থাকে সিদ্ধান্ত। সেখানেই ঘটে দুর্ঘটনা।

আরো পড়ুন
হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

 

দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দুর্ঘটনার পরও শ্রিয়া এমনই মাতাল ছিলেন যে, সোজা হয়েও দাঁড়াতে পারছেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান তিনি। ভিডিও ভাইরাল হতেই তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। এ ঘটনার বিচার দাবি করছেন খোদ টলিউড তারকারা। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নিরীহ মানুষ মারার মতো ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ। 

মন্তব্য

‘মানসিক হাসপাতালে যেতে রাজি, তবুও বিগ বসে যাব না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘মানসিক হাসপাতালে যেতে রাজি, তবুও বিগ বসে যাব না’
সংগৃহীত ছবি

রাজনৈতিক জোকস বলে কিছুদিন আগেই বিতর্কের মুখে পড়েন কুণাল কামরা।  বুক মাই শো থেকে তাকে ব্ল্যাকলিস্টেড পর্যন্ত করা হয়েছে। এসব বিতর্কের মাঝেই এবার বিগ বসের প্রস্তাব পেলেন জনপ্রিয় এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। 

কুণাল কামরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সেখান থেকেই জানা যাচ্ছে সম্প্রতি এক ব্যক্তি যিনি নিজেকে বিগ বসের কাস্টিং এজেন্ট বলে পরিচয় দিয়েছেন তিনি কুণাল কামরাকে এবারের সালমানের এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

 

নিজেকে কাস্টিং এজেন্ট বলে দাবি করা সেই ব্যক্তি লিখেছেন, ‘আমি এবারের বিগ বসের সিজনের কাস্টিং হ্যান্ডেল করছি। তাই আপনার নাম সেটার জন্য ভাবছি কারণ মানুষের কাছে বিষয়টা আগ্রহের হতে পারে। আমি জানি হতে পারে আপনার র‌্যাডারে বিষয়টা ছিল না বা নেই হয়তো। কিন্তু এই পাগল করা এই প্ল্যাটফর্মে আপনি আপনার নিজের ভাইব দেখাতে পারবেন, আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।

আপনার কি মনে হয়? আমরা কথা বলি এটা নিয়ে?’

এই কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করে কুণাল কামরা সেটার জবাবে লেখেন, ‘আমি এটার থেকে মানসিক হাসপাতালে যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করব।’এই পোস্টের সঙ্গে তিনি সালমান খানের ছবি রাধে থেকে একটি গান জুড়ে দিয়েছিলেন। তবে বিগ বস সিজন ১৯ নাকি বিগ বস ওটিটির প্রস্তাব গিয়েছিল তার কাছে, সেটা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন থেকে একনাথ শিন্ডেসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নানা জোকস বলেছেন, মশকরা করে প্যারোডি গেয়েছেন।

আর তারপরই বিতর্ক জড়িয়ে পড়েন। তার নামে এফআইআর পর্যন্ত দায়ের করা হয়।

মন্তব্য

জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর
হামলাকারী (বাঁয়ে) ও সাইফ আলি খান (ডানে)

জামিন মিলল না বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের। বুধবার মুম্বাই পুলিশ তাঁর বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে পুলিশের জমা দেওয়া এই হাজারপাতা চার্জশিটে। এরপর আসামির জামিন খারিজ করেছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, পুলিশ আদালতে জানিয়েছে যে সাইফের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শরিফুল। তথ্যপ্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। 

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

পুলিশের জমা দেওয়া চার্জশিটে শরিফুলের মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, সব তথ্যপ্রমাণই রয়েছে। তবে শুধুই সাইফের উপর হামলা নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগও উঠেছে।

পুলিশ আদালতে জানিয়েছে, বাংলাদেশি হয়ে কেন ভারতে অবৈধভাবে বাস করছেন অভিযুক্ত? পুলিশের দাবি ছিল, অভিযুক্তের পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই তাকে জামিন দেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত জামিন আবেদন খারিজ করেন আদালত।

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বাই পুলিশ।

তাদের দাবি, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। 

সাইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তার নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন।

জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ