২০১৮ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও নির্মাতা তাহিরা কাশ্যপ। বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। পরে সুস্থ হয়ে ওঠেন। সব ঠিকঠাক চলছিল।
২০১৮ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও নির্মাতা তাহিরা কাশ্যপ। বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। পরে সুস্থ হয়ে ওঠেন। সব ঠিকঠাক চলছিল।
সম্পর্কিত খবর
কে এ নিলয়ের ‘বউ’ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি ‘দিওয়ানা’য় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, “ববিকে নিয়ে ‘বউ’ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।
মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ ‘স্পাই হাই’। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।
অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।
ফাউল জামাই
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।
টকিং মুভিজ
বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।