বেতাগী পৌর শহরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
বেতাগী পৌর শহরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ মানুষ
বেতাগী বাস স্ট্যান্ডের পূর্বপাশে পল্লীবিদ্যুৎ আঞ্চলিক উপকেন্দ্রের সামনের চিত্র। ছবি : কালের কণ্ঠ

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহরের যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। পৌর শহরের প্রবেশদ্বারে, বাস স্ট্যান্ডে, লঞ্চঘাট এলাকাসহ শহরের ২০-২৫টি গুরুত্বপূর্ণ স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে। দুর্গন্ধে মানুষ ও পথচারীরা অতিষ্ঠ।

এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার পৌর কর্তৃপক্ষকে বলার পড়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ।

বেতাগী পৌরসভা ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৩১ মে ‘খ’ শ্রেণি এবং ২০১৯ সালের ২ জুলাই ‘ক’ শ্রেণি বা প্রথম শ্রেণি পৌরসভায় উন্নতি হয় বেতাগী পৌরসভার আয়তন ৭ দশমিক ৭২ বর্গ কিলোমিটার। বেতাগী পৌরসভায় মোট জনসংখ্যা ১২ হাজার ৭৮৬ জন।

আধুনিক নাগরিক সুবিধা পেতে, ছেলে-মেয়েদের ভালো পড়ালেখা করাতে গ্রাম থেকে লোকজন বাসাবাড়ি ভাড়া নিয়ে শহরে অবস্থান করছেন। বর্তমানে শহরে ৩০ হাজারের বেশি লোকজন বসবাস করছেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

 

সরেজমিনে দেখা গেছে, পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছরেও গড়ে ওঠেনি আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।

পৌরসভার প্রবেশদ্বারে, বাস স্ট্যান্ডের পূর্বপাড় পল্লীবিদ্যুৎ আঞ্চলিক অফিসের সামনে, কালিবাড়ি এলাকার বিষখালী নদীর পাড়, লঞ্চঘাট এলাকা, হাসপাতাল গেট এলাকা, উপজেলা পরিষদ এলাকা, সবজিবাজার, মাছের বাজার, ভূমিসংলগ্ন এলাকাসহ শহরের ২০-২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যানবাহনের চালক-যাত্রীরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাকে কাপড় চেপে যাচ্ছে। পথচারীরা এসব এলাকায় এক মিনিটের জন্যও দাঁড়ান না। ময়লার মধ্যে পড়ে আছে গরু ছাগলের মরদেহ। এর মধ্যেই টোকাইরা ময়লা থেকে তাদের কাঙ্ক্ষিত জিনিস খুঁজছে।

পৌর শহরেরঅটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘আমি এ সড়কে গাড়ি চালাই। দুর্গন্ধে অবস্থা ভয়াবহ। যাত্রীরা উঠতে চান না।’

বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী নাঈম হোসেন জানান, শহরে ঢোকার মূল রাস্তা বাস স্ট্যান্ড এলাকায় এমন ভাগাড় সত্যি অশোভন।

আরো পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

 

বাস স্ট্যান্ডের ময়লার ভাগাড়ের বিপরীত পাশে মুমি মনোহরি দোকানদার সুলতান আহমেদ বলেন, ‘ময়লার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। এখানের অনেকেই শ্বাসকষ্টে ভুগছি। বারবার বলার পরেও পৌরসভা কর্তৃপক্ষ ময়লা অপসরণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

সুলতান আহমেদের মতো ময়লার ভাগাড়ের সামনের একাধিক দোকানদারের দাবি, পৌর অপসরণে পৌরসভা কর্তৃপক্ষ তেমন কোনো জেরালো পদক্ষেপ নিচ্ছে না।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল বলেন, ‘খোলা ময়লা-আবর্জনা থেকে রোগ-জীবাণু বাতাসের মাধ্যমে মানুষ-পাখির মধ্যে ছড়িয়ে পড়ছে। এতে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসে বিভিন্ন জটিল রোগ হতে পারে।’

বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হয়েছে। শিগগিরই ময়লা অপসরণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।’

আরো পড়ুন
ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

 
মন্তব্য

সম্পর্কিত খবর

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মাতুব্বর (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকায় বুধবার (২ এপ্রিল) বিকালে এ দিকে দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার মোস্তাক মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল মাতুব্বর মোটরসাইকেল নিয়ে উপজেলার চন্দ্রপাড়া থেকে পুলিয়া বাজারের দিয়ে যাচ্ছিল।

এ সময় পথিমধ্যে কোষাভাঙ্গা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব খোকন বলেন, ‘নিহত রাসেল নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যূবরণ করেন।

এ ঘটনায় কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য

ইজারাদারের ওপর হামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ইজারাদারের ওপর হামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরের জয়দিয়া বাওড়ের ইজারাদারের ওপর হামলার ঘটনায় এক বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার লক্ষীকুণ্ডু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাফদারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, নারায়ণপুর গ্রামের সমির হোসেন ও চান্দা ইসলাম।

এদিকে, বুধবার সকালে তাদের ছাড়াতে থানা চত্বরে অবস্থান নেন ওই এলাকার কয়েকশ নারী-পুরুষ।

পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

আরো পড়ুন
শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

 

জানা যায়, বাওড় মৎসজীবী আন্দোলনের ব্যানারে বাওড়ের ইজারা বাতিল ও বাওড় ফেরতের দাবিতে দুই বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছিলেন হালদার সম্প্রদায়ের মানুষেরা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে কোটচাঁদপুর জয়দিয়া বাওড় পাড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা। 

এ সময় বাওড়ের ইজারাদার ও তার লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা মিছিল সহকারে হামলা চালান ইজারাদারের ওপর। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন বাওড়ের ইজারাদারের কার্যালয়, খাবার রাখার গোডাউন ও মাছ ধরার নৌকা। 

ওই ঘটনায় গুরুতর আহত হন ইজারাদার রঞ্জিত হালদার। পরে তিনি কোটচাঁদপুর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কোটচাঁদপুর মডেল থানার থানার ওসি কবির হোসেন মাতুব্বর কালের কণ্ঠকে বলেন, ‘বাওড়ের ইজারাদারের ওপর হামলা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

গোপালগঞ্জে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন মারা গেছে। বুধবার (২ এপ্রিল) ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৭ জন আহত হন। 

নিহতরা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বরের ছেলে মারুফ হোসেন মাতুব্বর (১৮) এবং কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।

 আহতদের টু‌ঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো পড়ুন
কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু

কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মোটরসাইকেলেযোগে মারুফ তার এক বন্ধুকে নিয়ে পাড়ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

তিনি আরো জানান, মোটরসাইকেল ও মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৯ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন মোহাননেত মারা যায়। মারুফের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরো পড়ুন
ঈদের দিন শিশু ধর্ষণের অভিযোগে বাড়িতে আগুন, আটক ২

ঈদের দিন শিশু ধর্ষণের অভিযোগে বাড়িতে আগুন, আটক ২

মন্তব্য

লোহাগাড়ায় দুর্ঘটনা : আহত শিশু আরাধ্যসহ ৩ জনের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
লোহাগাড়ায় দুর্ঘটনা : আহত শিশু আরাধ্যসহ ৩ জনের বিষয়ে যা জানা গেল
ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক শিশুসহ তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে প্রেমা এনি নামে এক তরুণী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ছাড়া ৭ বছরের এক শিশুকন্যা ও অপর এক যুবকের শারীরিক অবস্থা ভালো নয়।

তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনজনই শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানান। 

আহতদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন আজ বুধবার (২ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘শিশুটির মস্তিষ্কে আঘাত আছে। এক নারীকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরেকজন (যুবক) অর্থোপেডিক ওয়ার্ডে ভর্ভি আছে। তিনজনের অবস্থা খারাপ। এখনো কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’

হাসপাতালের ২৮ নং নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ৭ বছরের শিশু আরাধ্য বিশ্বাস এখনো জানে না দুর্ঘটনায় তার প্রিয় মা-বাবা আর বেঁচে নেই।

আরো পড়ুন
সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

 

জানা যায়, দুর্ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রানী মারা গেছেন। তাদের মেয়ে দুর্ঘটনায় আহত আরাধ্য হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। ভর্তির পর থেমে থেমে নিজের ও মা এবং বাবার নাম বলতে পারলেও জানে না তারা বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার মা-বাবাসহ ১০ জনকে। 

চমেক হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ রাত পৌনে ৯টার দিকে কালের কণ্ঠকে বলেন, আইসিইউতে ভর্তির পর থেকে ২২ বছর বয়সী তরুণী লাইফ সাপোর্টে আছে।

তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশে ফ্র্যাকচার হয়েছে। শারীরিক অবস্থা ভালো নয়।

আরো পড়ুন
লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

 

বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দুপুরে চমেক হাসপাতালে আনা হয় তাদের। এর মধ্যে শিশু ও তরুণীকে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি বিভাগে ও যুবককে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ