বাঁশের সাঁকো থেকে নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
শেয়ার
বাঁশের সাঁকো থেকে নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় উৎস অধিকারী (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার নারিকলেবাড়িয়া এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের উজ্জ্বল অধিকারীর ছেলে ও নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত উৎস অধিকারীর জ্যাঠা (চাচা) উত্তম অধিকারী জানান, তার ভাই উজ্জ্বল অধিকারী নারিকেলবাড়িয়া বাজারে স্বর্ণের দোকানে কাজ করেন।

তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটি বড়। ছেলেটি ছোট। তিনি মেয়েটির বিয়ে দিয়েছেন।
ছেলেটি নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। 

আরো পড়ুন
ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের প্রভাব বাংলাদেশেও পড়ছে : দেবপ্রিয়

ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের প্রভাব বাংলাদেশেও পড়ছে : দেবপ্রিয়

 

আজ বুধবার দুপর ১২টার দিকে উৎস দুই শিশুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর উঠে। এক পর্যায়ে সে সাঁকো থেকে ঝাঁপ দিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যায়।

তার সাথে থাকা শিশুদের চিৎকারে পাশের নামযজ্ঞ স্থল থেকে মানুষ ছুটে এসে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। দুপুর সোয়া ১টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুলছাত্র উৎস অধিকারী মারা গেছে। ধারণা করা হচ্ছে, পানির চাপে শিশুটি বুকে আঘাত পেয়ে মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি সংবাদদাতা
হিলি সংবাদদাতা
শেয়ার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ টানা ৯ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) হিলি স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে গেল ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ রবিবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

প্রাসঙ্গিক
মন্তব্য
গোপালগঞ্জ

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন। নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামে। ওই গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী তিনি।

রবিবার (৬ এপ্রিল) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

 

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

 

ঘোনাপাড়া হাইওয়ে থানার থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠনের নেতা শোভন ও জয় খান গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার ক্যাশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয়খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে।

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য
হবিগঞ্জ

ঈদের জামাত নিয়ে মতবিরোধ, ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঈদের জামাত নিয়ে মতবিরোধ, ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
প্রধান আসামি কাজী মুজাহিদ। ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি কাজী মুজাহিদকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রবিবার (৬ এপ্রিল) রাত সোয়া ২টায় ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মুজাহিদ নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে। নিহত কাইয়ুম সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

আরো পড়ুন

টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

টিকটক করতে গিয়ে ছয় বছরের শিশুর মৃত্যু

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন প্রত্যেক বছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গার ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।

গত ২৮ মার্চ রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত পড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার মুরব্বিয়ান সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন।

আরো পড়ুন
রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে দখল

রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে দখল

 

এ সময় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শেষে মুরব্বিয়ান মসজিদ থেকে বের হয়ে আসার সময় মসজিদের সামনে মোজাহিদ কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন কাইয়ুমের স্ত্রী মিনা বেগম ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ