এত দিনে রেকর্ড নিজের করে নিতে পারতেন হ্যারি কেইন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি দেওয়ায় রেকর্ডটা ভাঙা হয়নি ইংল্যান্ডের স্ট্রাইকারের। তবে একজনের বিশ্বাস, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের মালিক অ্যালেন শিয়েরারের রেকর্ড ভেঙে দেবেন কেইন।
সেই বিশ্বাসকারী হচ্ছেন টটেনহামের সাবেক কোচ টিম শেরউড।
ইংল্যান্ডের হয়ে ৩ ম্যাচ খেলা এই সাবেক মিডফিল্ডার জানিয়েছেন, শিয়েরারের রেকর্ড ভাঙতে আবারও প্রিমিয়ার লিগে ফিরবেন কেইন। ৫৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘শিয়েরারের রেকর্ডের দিকে এগিয়ে যেতে পারে কেইন। আমি মনে করি, সে আবারও প্রিমিয়ার লিগে ফিরবে এবং রেকর্ড ভাঙার দিকে তার চোখ থাকবে। সুযোগ থাকলে কেন নয়? একসময় সে ঘরে ফেরার সিদ্ধান্ত নেবে এবং তার জন্য অনেক অফারও থাকবে।’
আরো পড়ুন
টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার
কেইনের আসা একমাত্র শিয়েরার পছন্দ করবে না বলে মনে করেন শেরউড। তিনি বলেছেন, ‘৩৫-৩৬ বছর বয়স পর্যন্ত কেইন খেলবে, এটা নিশ্চিত। তাই সে অনেক সময় পাবে। আমি শুধু ভাবতে পারি তার ফেরাটা যিনি চান না তিনি হচ্ছেন শিয়েরার।
’
আরো পড়ুন
রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি
এখন পর্যন্ত ২৬০ গোল নিয়ে শীর্ষে আছেন শিয়েরার। নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তির পরেই ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন কেইন। ৪৭ গোলের ব্যবধান অবশ্য এত দিনে মিলিয়েই যেতে পারত। কেননা বায়ার্নের হয়ে দুই মৌসুম শেষ হওয়ার আগেই এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৭ গোল করেছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। সে যা-ই হোক দুজনের বাইরে আর একজনেরই প্রিমিয়ার লিগে দুই শ গোলের কীর্তি আছে, তিনি হচ্ছেন ওয়েইন রুনি।
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকারের গোলসংখ্যা ২০৮।
আরো পড়ুন
১২ নম্বরে ১৩ রান করে বিশ্বরেকর্ড পাকিস্তানি স্পিনারের
মজার ছলে অবশ্য একবার শিয়েরার জানিয়েছেনও, যেকোনো মূল্যে নিজের রেকর্ড রক্ষা করতে চান তিনি। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার বলেছিলেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে তার গাড়ি চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’