ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানানোর সময় নিচে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২২) নামে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে : এ্যানি

বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে : এ্যানি

 

নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম ও কসবা উপজেলার তারেক।

তাদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সঙ্গে পেচিয়ে চার জন নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়।

আরো পড়ুন
শহীদ কাউসারের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

শহীদ কাউসারের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

 

আহত বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরো একজন মৃত্যুবরণ করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
কুলাউড়ায় ট্রেন থেকে ১১ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে সেকশনের ভাটেরায় চলন্ত অবস্থায় আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে আখাউড়া- সিলেট রেলপথের ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলস্টেশনের মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে আকস্মিকভাবে পেছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।

পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। 

এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

মন্তব্য

কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর পড়া গাছের নিচে চাপা পড়ে ছকিলা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় রবিবার (১৩ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানায়, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাই থাকতেন ছকিলা বেগম।

ভোর ৫টার দিকে প্রচণ্ড বেগে ঝড় উঠলে ঘরের পাশে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে তার ঘরের ওপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে গেলে পরিবারের লোকজন ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে আশপাশের লোকজন গাছ কেটে সরিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছে।

মন্তব্য

রাজবাড়ীতে আ. লীগের ২০ নেতাকর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে আ. লীগের ২০ নেতাকর্মী কারাগারে
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ ২০ জনকে জেলহাজতে পাঠানো হয়।

আরো পড়ুন
পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার

পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার

আসামিরা সকালে রাজবাড়ী আদালতে হাজির হয়ে জামিন চাইতে যান।

এ সময় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহম্মেদ। 

৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। 

আরো পড়ুন
আবেদের ছেলে সোহানের গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

আবেদের ছেলে সোহানের গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মন্তব্য

হতাহতদের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের নার্সরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
হতাহতদের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের নার্সরা
ছবি: কালের কণ্ঠ

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ফিলিস্তিনের গাজায় যেতে চান সিলেটের ১০০ জন রেজিস্ট্রার নার্স মিডওয়াইফ ও নার্সিং শিক্ষার্থী। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের কাছে তারা স্মারকলিপি দেন। তারা স্বেচ্ছায় বিনামূল্যে এ সেবা দিতে চান বলে জানিয়েছেন।

নার্সরা জানিয়েছেন, গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। এ অবস্থায় মানুষ হিসেবেই আমরা এ উদ্যোগে নিয়েছি। ১০০ জন নার্স ও নার্সিং শিক্ষার্থী ফিলিস্তিন যেতে চাই।

আমরা যেহেতু মেডিক্যাল পারসন, যুদ্ধে অংশ নিতে না পারলেও আহতদের বিনামূল্যে সেবা করতে চাই।

এরই মধ্যে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। প্রত্যেকেই পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এই তালিকায় নাম দিয়েছেন। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।

তারা সরকারের সহযোগিতা পেতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গাজায় তাদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান শিক্ষার্থীরা।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ