ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

‘জুলাই আন্দোলনের ডিলিট হওয়া তথ্য-প্রমাণাদি পুনরুদ্ধার করা হচ্ছে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘জুলাই আন্দোলনের ডিলিট হওয়া তথ্য-প্রমাণাদি পুনরুদ্ধার করা হচ্ছে’
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত অপরাধের ডিলিট হওয়া তথ্য-প্রমাণাদি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরুদ্ধারে কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানান। 

চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছেন। থানা, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্রাদি পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার-আকৃতি, দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা এগুলো ট্রেস করে পুনরুদ্ধার করতে কাজ করছেন বলে জানান তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, বিভিন্ন ডিজিটাল এভিডেন্স, যেমন- ভিডিও, অডিও, ইন্টারনেট ডাটা ইত্যাদি ডিলিট করা বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিলিট হওয়া সব তথ্য-প্রমাণ রিকভারি করার কাজ করে চলেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এসংক্রান্ত হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে ফুঁসে ওঠে ছাত্রসমাজ। এ আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে হত্যা, গণহত্যা ও  মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় মেহেরাজ রিমান্ডে (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় মেহেরাজ রিমান্ডে (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন আসামি মেহেরাজকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

আরো পড়ুন
শুধু গরমে নয়, সারাবছরই সানস্ক্রিন ব্যবহার করুন

শুধু গরমে নয়, সারাবছরই সানস্ক্রিন ব্যবহার করুন

 

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়।

ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
গত ২১ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে গত ২৩ এপ্রিল আসামি কামাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে জুনায়েদ, সানি ও হৃদয় রিমান্ডে রয়েছে। এছাড়া গ্রেপ্তারের পর ২৪ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাথির হাসান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
 
 

মন্তব্য

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
সংগৃহীত ছবি

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছে ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। আজ বৃহস্পতিবার এ নোটিশ পাঠিয়েছেন তিনি। 

ওই নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা করেন।

কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি দল ২৫ এপ্রিল ঘোষণা করতে যাচ্ছেন। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একই রূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
 

আরো পড়ুন
ডা. জাহাঙ্গীর আলম ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

ডা. জাহাঙ্গীর আলম ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

 

নোটিশে আরো বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। 

এতে বলা হয়, রাজনৈতিক দলগুলো কোনো হাসি-তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

প্রাসঙ্গিক
মন্তব্য

বৈশাখী উৎসবে মাতলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বৈশাখী উৎসবে মাতলেন আইনজীবীরা
সংগৃহীত ছবি

বৈশাখী উৎসবে মেতেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা আইনজীবী সমিতির আয়োজিত অনুষ্ঠাননে অংশ নেন বিচারক, কয়েক শ আইনজীবী ও কোর্টসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা জজ ও জজ হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম ও সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক নূর জাহান বেগমের সঞ্চালনায় ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

মন্তব্য

ছাত্রদল নেতা পারভেজ হত্যায় মাহাথিরের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছাত্রদল নেতা পারভেজ হত্যায় মাহাথিরের দায় স্বীকার
মাহাথির হাসান

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহাথির হাসান দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিন আসামি মাহাথিরকে আদালতে হাজির করা হয়।

এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২৩ এপ্রিল সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
সকালের নাশতায় যে ৬ খাবার খেলে বাড়বে কোলেস্টেরল

সকালের নাশতায় যে ৬ খাবার খেলে বাড়বে কোলেস্টেরল

 

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়।

 

আরো পড়ুন
দেয়াল কেটে সোনার দোকানে চুরি

দেয়াল কেটে সোনার দোকানে চুরি

 

এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। গত ২১ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের মধ্যে ২৩ এপ্রিল কামাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হৃদয় মিয়াজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে জুনায়েদ, সানি ও হৃদয় রিমান্ডে রয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ