লা লিগায় শনিবার রাতে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হয়ে গেল ৩৩টি। রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই সবচেয়ে বেশি গোলের তালিকায় ফরাসি তারকা স্পর্শ করলেন তার আদর্শ রোনালদোকে।
রিয়ালের হয়ে নিজেদের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো।
৪৪ ম্যাচে এমবাপ্পের গোলও এখন ৩৩। পর্তুগিজ মহাতারকা অবশ্য ম্যাচ খেলেছিলেন ৩৫টি। এমবাপ্পে তাকে ছুঁলেন ১০ ম্যাচ বেশি খেলে। সামনের ম্যাচগুলো দিয়ে নিশ্চিতভাবেই ‘সিআর সেভেন’কে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে।
স্প্যানিশ ক্লাবটিতে প্রথম মৌসুমে ৩৩ গোল করেছিলেন রুড ফন নিস্টলরয়ও। সাবেক ডাচ তারকা খেলেছিলেন ৪৭ ম্যাচ। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ৩০ গোল করেছিলেন ৪৪ ম্যাচে।
এমবাপেদের ওপরে আছেন অবশ্য এখনও একজন।
চিলির কিংবদন্তি ইবান সামোরানো রিয়ালের জার্সিতে শুরুর মৌসুমে ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে। সামোরানোকেও পেছনে ফেলার সুযোগ আছে এমবাপ্পের। তবে আপাতত রোনালদোকে স্পর্শ করতে পেরেই উচ্ছ্বসিত এমবাপ্পে।
‘এটা খুবই স্পেশাল। রোনালদোর সমান গোল কতে পারা সবসময়ই দারুণ।
আমরা জানি, রেয়াল মাদ্রিদের জন্য রোনালদো কেমন… এবং আমার জন্যও…, সে আমাকে অনেক পরামর্শ দেয়। সে অনেক গোল করেছে। তবে আমাদের শিরোপাও জিততে হবে।।’
রোনালদোর পাশে নাম লেখানোর পর ২৬ বছর বয়সী তারকা জানালেন, প্রিয় নায়কের সঙ্গে তার কথা হয় নিয়মিতই। তবে ব্যক্তিগত এসব অর্জন ছাপিয়ে দলীয় প্রাপ্তির দিকে চোখ তার। ‘আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।’
এই জয়ে পয়েন্টের দিক থেকে বার্সাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সাই। ২৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩, এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্টও ৬৩। গোল ব্যবধানেও অবশ্য রিয়ালের (+৩৩) চেয়ে এগিয়ে আছে বার্সা (+৫১)।