ঈদ উৎসব বিশ্বজুড়ে আনন্দ এবং ভালোবাসার এক অনন্য মুহূর্ত। দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক তারকাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়, এই উপলক্ষে তাদের উত্সাহ এবং ভালোবাসা ফুটে ওঠে। দেশের ফুটবলের হামজা চৌধুরী থেকে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা সবাই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলোও— ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি আলোড়ন তুলে বাংলাদেশ ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা।
এক ভিডিও বার্তায় হামজা ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।
’
আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন রোনালদো। তাইতো জোব্বা পড়ে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক সবাইকে।
আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’
ঈদের শুভেচছা জানিয়েছেন দেশের ক্রিকেটের তরকারাও। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসা রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।