জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার দিবাগত রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। তাদের সবার মুখেই হাসি।

পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।

তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!’

আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি আট বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদ্‌যাপনের। গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে যান।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের
সংগৃহীত ছবি

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এলেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। 

শনিবার (১২) এপ্রিল একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় অবস্থান করছেন।

এদিকে  শুক্রবার (১১ মার্চ) গাজী নাসির উদ্দীন ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখেছেন। এই পোস্টের পর থেকে কাদেরের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন
ঢাকার রাস্তায় দেখা মিলল ফিলিস্তিনের আহত শিশুদের

ঢাকার রাস্তায় দেখা মিলল ফিলিস্তিনের আহত শিশুদের

 

এর মধ্যেই ওবায়দুল কাদেরকে কলকাতার রাস্তায় দেখা গেছে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে ‘নর্থ সিটি’ নামে একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওয়াবদুল কাদেরের আলোচিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

‘নর্থ সিটি’ নামের একটি হাসপাতাল নিয়ে অনুসন্ধানে জানা গেছে, কলকাতার বাগমারী রোডে এমন একটি হাসপাতাল রয়েছে। গুগলে পাওয়া ওই হাসপাতালের একাধিক ছবির (১, ২) সঙ্গে আলোচিত ছবির তুলনা করলে, গঠনগত দিক থেকে বেশ কিছু পার্থক্য চোখে পড়ে।

প্রথমত, বাগমারী রোডে অবস্থিত ‘নর্থ সিটি’ হাসপাতালের সামনের অংশে পাঁচটি জানালা রয়েছে।

কিন্তু আলোচিত ছবিতে শুধু চারটি জানালা দেখা যায়।

দ্বিতীয়ত, বাগমারী রোডের ওই হাসপাতালের প্রবেশপথের ডান পাশে থাকা নীল রঙের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘নর্থ সিটি ডায়গনস্টিক সেন্টার’। সাইনবোর্ডটির এক পাশে কয়েকজন মানুষের ছবিও দেখা যায়। কিন্তু আলোচিত ছবিতে শুধু ‘নর্থ সিটি ইমেজিং সেন্টার’ লেখা রয়েছে, সেখানে মানুষের কোনো ছবিও নেই।
তৃতীয়ত, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্সে হাসপাতালের নামের পাশাপাশি ঠিকানা ও জরুরি ফোন নম্বর উল্লেখ আছে।

কিন্তু আলোচিত ছবির অ্যাম্বুল্যান্সে কেবল হাসপাতালের নাম লেখা রয়েছে।

এসব অসামঞ্জস্যতার পাশাপাশি ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার আরো কিছু লক্ষণও চোখে পড়ে। যেমন, ছবিতে ওবায়দুল কাদেরকে কটির কলার টেনে মুখ ঢাকতে দেখা যায়। তবে সাধারণত কটির কাপড় মুখ ঢাকার মতো যথেষ্ট বড় বা নমনীয় হয় না। পেছনের ভবনের রং ও গঠন অস্বাভাবিকভাবে মসৃণ ও নিখুঁত। জানালাগুলোর মধ্যেও অতিরিক্ত প্রতিসাম্য লক্ষ করা যায়। এমনকি ছবিতে দেখা রাস্তাটিও অস্বাভাবিকভাবে মসৃণ, দেখতে অনেকটা কার্টুন চিত্রের মতো।

বিষয়টি আরো নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফরম সাইট ইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

মন্তব্য

হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল শিশুর পরিচয় ও প্রকৃত ঘটনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাতকড়া পরিহিত শিশুর ছবি ভাইরাল, জানা গেল শিশুর পরিচয় ও প্রকৃত ঘটনা
সংগৃহীত ছবি

সম্প্রতি ৫-৬ বছরের একটি শিশুর হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। ছবিটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা।

শনিবার ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া। ছবিটির বর্ণনায় তিনি লিখেছেন, ‘এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।

একই ছবি শেয়ার করতে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিশিয়াল ফেসবুক পেজে। যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে, ‘শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?’

আরো পড়ুন
অধস্তন আদালত পর্যবেক্ষণের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

 

অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করছেন, একটি শিশুকে আটকের পর তার হাতে হাতকড়া পড়ানো হয়েছে।

তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানা গেছে, বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শিশুটির হাতে খেলনা হাতকড়া পড়িয়ে সেটিকে বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে একটি গোষ্ঠী।

রিউমর স্ক্যানার তার প্রতিবেদনে জানায়, ভাইরাল ছবি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনার। ছবিটি সর্বপ্রথম তিনি ‘আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা’ ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন। যা পরবর্তীতে বাস্তব দাবিতে প্রচার করা হয়।

অর্থাৎ একটি শিশুর খেলার ছবি ফেসবুকে ‘সত্য’ দাবিতে প্রচার করছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

যা সম্পূন্ন উদ্দেশ্যপ্রণোদিত।

প্রাসঙ্গিক
মন্তব্য

ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। 

গাজী নাসির উদ্দীন ফেসবুক পোস্টে লিখেছেন, তাঁর এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান।

পোস্টে নাসির উদ্দীন লিখেছেন, “ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘণ্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল।
আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।”

তিনি আরো লেখেন, “আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার’। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, এ নিয়ে নানা প্রশ্ন উঠে জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরো মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন।

মন্তব্য

এসএসসি পরীক্ষার প্রশ্নে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, যা বলছে সংস্থাটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এসএসসি পরীক্ষার প্রশ্নে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’, যা বলছে সংস্থাটি
ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৫। এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে উঠে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম।

আজ শুক্রবার ফেসবুকে করা এক পোস্টে এ তথ্য জানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। পোস্টে পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নের ছবিও যুক্ত করা হয়।

পোস্টে বলা হয়, এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন-বিষয়ক প্রশ্ন এসেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য এক তৃপ্তিদায়ক অর্জন।

ওই পোস্টে আরো বলা হয়েছে, মহান আল্লাহর অনুগ্রহ, দেশবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এই আনন্দঘন মুহূর্তে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা আরো একবার কৃতজ্ঞতা জানাই।

তাতে লেখা আছে, উদ্দীপক-(ii) : ২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য ‘আসসুন্নাহ’ ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে সব মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন।

(ক) গজনী মামুদ কে? (খ) ‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’-পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে? (গ) উদ্দীপক (i) এ ‘মানুষ’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব‍্যাখ্যা কর। (ঘ) উদ্দীপক (ii)-এর চেয়ারম্যানের কর্মকাণ্ডে ‘মানুষ’ কবিতার মর্মবাণী প্রতিফলিত হয়েছে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।

মন্তব্য

সর্বশেষ সংবাদ