ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

বরিশালে ঈদের মাঠে ভোটের হাওয়া

আজিম হোসেন, বরিশাল
আজিম হোসেন, বরিশাল
শেয়ার
বরিশালে ঈদের মাঠে ভোটের হাওয়া
সংগৃহীত ছবি

রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান থাকলেও বরিশালে নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ঈদ ঘিরে বরিশাল বিএনপির সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছেন। ঈদে গাড়িবহর নিয়ে বড় শোডাউন, রমজানে ইফতার মাহফিল এবং ঈদ উপহার দেওয়াসহ জনসম্পৃক্ত আরো নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা। ঈদে বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি-জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এক্ষেত্রে অবশ্য বিএনপি নেতারাই রয়েছেন এগিয়ে।

বরিশাল বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ডিসেম্বর এর মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে মনোনয়নপ্রত্যাশী নেতারা। আসন্ন ঈদকে ঘিরে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী নেতারা এলাকায় শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন।

 

আরো পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা নিহত

 

বরিশাল-১ (গোরনদী-আগৈলঝড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। ঈদের আগে তিনি নিজের নিবাচনী এলাকায় অবস্থান নিয়ে সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। সজল বলেন, দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশের আইন-শৃঙ্খলাসহ উন্নয়ন বিঘ্নিত হয়।

এ জন্য আমরা চাচ্ছি ডিসেম্বর এর মধ্যে জাতীয় নির্বাচন হোক। সে লক্ষ্যে কাজ করছি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপারা) আসনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ উদযাপন করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। 

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি স্থানীয়দের নিয়ে কয়েকটি ইফতার মাহফিল ও করেছেন।

 

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনকে টার্গেট করে সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বের সঙ্গে ইফতার মাহফিলের মতো কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, ‘এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে ঈদ ও রমজানের শুভেচ্ছা বিনিময় করছি, এলাকার মানুষরাও আমাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।’

বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার পবিত্র ঈদুল ফিতর এর নামাজ শেষে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ জনসাধারণের সাথে মোলাকাত ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এই আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিন ব্রাউন কম্পাউন্ডে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রত্যেকের সাথে ব্যক্তিগত খোঁজখবর নিয়ে তাদের আপ্যায়ন করেন। তিনিও দলটির মনোনয়ন প্রত্যাশী। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আ্যডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি তার নিজ বাসা ব্রাউন কম্পাউন্ড কুসমালয়ে রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এর সাথে  ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন
একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই : ধর্ম উপদেষ্টা

 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তিনি নিজের নিবাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন। এ সময় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া চেয়েছেন। 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম রমজান ও ঈদে বরিশাল নগরী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সরব রেখেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরিশালের রাজনীতির মাঠে অনুপস্থিত। এরই মধ্যে রমজানজুড়ে ইফতার মাহফিল, জনসংযোগ ও নানান রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলো দল দুটি।

বিএনপির জোরালো দাবি, আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে হবে। সেই হিসেব মাথায় রেখে দলটি এখন পুরোদমে মাঠ গোছাচ্ছে। নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠানের দাবিতে জনমত গঠনের কাজও করছে দলটি। এ উপলক্ষে সারা রমজানজুড়ে দলের নেতারা ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা আয়োজন করছেন ইফতার মাহফিল, জনসংযোগ ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি।

এদিকে, জামায়াতে ইসলামী  চায় বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে বাস্তবে রমজান মাসজুড়ে দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় পুরোদমে ইফতার মাহফিল ও জনসংযোগ চালিয়েছেন। যদিও তারা সংস্কারের পর নির্বাচনের পক্ষে অবস্থান নিচ্ছেন, কিন্তু তাদের কার্যক্রমে নির্বাচনমুখী প্রস্তুতির স্পষ্ট আভাস মিলছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সব নেতাই আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ রয়েছেন কারাগারে। একের পর এক মামলায় পর্যুদস্ত নেতাকর্মীরা এখন নির্বাচনে অংশ নেওয়ার কথা তো ভাবতেই পারছেন না, বরং জীবন রক্ষাই তাদের প্রধান উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ঈদ উপলক্ষেও দলটির কোনো পর্যায়ে কোনো প্রস্তুতি বা সাড়া চোখে পড়েনি।

ঈদ ছুটিতে সম্ভাব্য এমপি প্রার্থী ও তাদের সমর্থকরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে যাচ্ছেন। ঈদের আনন্দঘন সময়কে কাজে লাগিয়ে বেশিরভাগ প্রার্থী জনগণের কাছাকাছি যাচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মাঠে অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন-কেন্দ্রিক কার্যক্রমে এলাকামুখী হওয়ায়, ঈদকে ঘিরে রাজনীতি চাঙা হয়ে উঠেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বিদ্যুতের মিটার চুরির হিড়িক, টাকা দাবি করে চোরের চিরকুট
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে এক রাতেই ২০টি পল্লী বিদ্যুতের সেচ মিটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র মাঠের গভীর নলকূপের মিটার চুরি করে নিয়ে যায়।

চোরেরা চুরি হওয়া মিটার বক্সের পাশে টাকা দাবি করে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে দমদমা গ্রামের গভীর নলকূপের মালিক উজ্জ্বল হোসেন, রেজাউল করিম, আলমগীর হোসেন ও রুহুল আমিন জানান—দমদমা, নাগরকান্দি ও ডেওয়াবাড়ী গ্রামে গভীর নলকূপের প্রায় ২০টি বৈদ্যুতিক সেচ মিটার চুরি হয়। চোরচক্র মিটারগুলো চুরির পর চিরকুটে একটি নম্বর রেখে যায়। মিটারের গ্রাহকরা ওই নম্বরে যোগাযোগ করলে তাদের নিকট থেকে প্রতিটি মিটার ফেরতের জন্য ৭-৮ হাজার করে টাকা দাবি করে।

এ টাকা ওই নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

এ ঘটনায় নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু মুছা সরকার বলেন, মিটার চুরি ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে জামায়াত : শাহজাহান চৌধুরী
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম সম্পর্কে জানা ও জ্ঞানার্জন করা ফরজ। ইসলামের দাওয়াত ব্যাপকভাবে সাধারণ মানুষের নিকট পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।

ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে।’

রবিবার (১৩ এপ্রিল) জামায়াতে ইসলামী বায়েজিদ থানার ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে কাজ করে। এটি একটি সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ দল।

জামায়াতে ইসলামী একাধারে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সংস্কারমূলক দল।’

ঈদ পুনর্মিলনী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, বায়েজিদ থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, জামায়াত নেতা জাফর আলম, সরওয়ার আলম ও ওসমান গণি প্রমুখ।

মন্তব্য

প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার

ববিশাল অফিস
ববিশাল অফিস
শেয়ার
প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকা ও তার বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশালে ছুরিকাঘাতে প্রেমিক মাসুদুর রহমান খুনের অভিযোগে প্রধান অভিযুক্ত প্রেমিকা হালিমা বেগম শান্তা (৩১) ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আরো পড়ুন
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন : ইসলামী আন্দোলন

 

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মাসুদ খুনের ঘটনায় তার ভাইয়ের  করা মামলায় গ্রেপ্তার করে মাসুদের প্রেমিকা ও তার বাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মামলায় মাসুদের ভাই অভিযোগ করেছেন টাকা ছিনিয়ে নিতে প্রেমিকা শান্তা মাসুদকে ছুরিকাঘাত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হালিমা বেগম ওরফে শান্তার সঙ্গে মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা-পয়সা আত্মসাৎ করে আসছেন। ঘটনার দিনও মাসুদের সাথে থাকা টাকা নিতে চেয়েছিলেন শান্তা।

মাসুদ দিতে অস্বীকৃতি জানালে ওই ঘটনা ঘটে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, ২ উপজেলায় ১৪৪ ধারা জারি
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রানীশংকৈল উপজেলায় জমি দখল নিয়ে চলমান বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। পর পর দুটি এলাকায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন উভয় উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় নতুন করে ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় শনিবার রাতে ধর্মগড় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারেও সংঘর্ষ ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এখনো ওই এলাকায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এদিকে টানা সহিংসতার জেরে হরিপুর ও রানীশংকৈলের সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে, বন্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ