১৮ হাজার টাকার প্রতিদিনের সুদ ৬০০, দিনমজুরের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৮ হাজার টাকার প্রতিদিনের সুদ ৬০০, দিনমজুরের আত্মহত্যার অভিযোগ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করায় বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে দিন মজুরের বিরুদ্ধে। মৃতের নাম আল-আমিন খান (২৪)।  তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাদপুর গ্রামের রইজ খানের ছেলে আল-আমিন।

বর্তমানে মেরাদিয়া মধ্যপাড়া স্ত্রী ও পাঁচ মাসের কন্যা সন্তান নিয়ে থাকতেন। 

সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বিশ্বাস বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে থেকে গত বুধবার দিবাগত রাত (৩ এপ্রিল) দেড়টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

আরো পড়ুন
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

 

তিনি বলেন,  প্রাথমিক তদন্তে জানা গেছে,  আল-আমিন খান কিছু টাকা ঋণ নিয়েছিলেন।

পাওনাদার ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ২১ মার্চ দিবাগত রাতে বিষ জাতীয় পদার্থ পান করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে আইসিইউর জন্য মালিবাগের একটি হাসপাতাল নিয়ে রাখা হয়। সেখান থেকে সর্ব শেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

মৃতের বাবা রইজ খান বলেন, আমি যতটুকু শুনেছি, আমার ছেলে আল-আমিন তার বর্তমান বসবাসরত এলাকার এক ওষুধ ফামের্সীর দোকানীর কাছ থেকে সুদে ১৮ হাজার নিয়ে ছিল। ওই টাকার মধ্যে তিনি নিজে জন্য ১০ হাজার টাকা, আরেকজনের জন্য ৮ হাজার নিয়েছিল। যার বিনিময়ে প্রতিদিন ৬ শত টাকা করে সুদ দেয়ার কথা ছিল।

এরই মধ্যে যে ছেলে ৮ হাজার টাকা নিয়েছিল, সে পালিয়ে যায়। ওই সব টাকার জন্য পাওনাদার তাকে চাপ প্রয়োগ করায় তিনি বিষ পান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরো পড়ুন
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

 

মৃতের বাবা রইজ আরও বলেন, ছেলে অসুস্থ থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়  দেড় লাখ টাকার বেশি খরচ হয়। যা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। পরে গ্রামের বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে টাকা নিয়ে এসে পরিশোধ করতে হয়েছে। দুই বোন এক ভাইয়ের মধ্যে আল-আমিন ছিল ছোট।

মন্তব্য

সম্পর্কিত খবর

চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে গ্যাসের চুলা জ্বালানো নিয়ে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ শনিবার তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তারা দুইজন বন্ধু। তাদের একজনের নাম তোফাজ্জল, অন্যজন হলেন রিয়াদ। তোফাজ্জল ঢাকায় থাকতেন আর রিয়াদ ঢাকায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

 

আরো পড়ুন
ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

 

পল্লবী থানার এসআই আতিকুর রহমান এ তথ্য জানান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন।

আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া চালক ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন।

আরো পড়ুন
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

 

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেল পল্লবী থানা পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য

রেশ কাটেনি ঈদের ছুটির, এখনো বন্ধ অনেক দোকান-মার্কেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রেশ কাটেনি ঈদের ছুটির, এখনো বন্ধ অনেক দোকান-মার্কেট
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের পঞ্চম দিনেও ঢাকায় পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফেরেনি। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। আবার ঈদের ছুটির শেষ সময়েও দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে কর্মস্থলে ফেরেননি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জনবহুল এলাকার মার্কেট ও শপিং মলগুলোর অনেক দোকানের শাটার নামানো।

খোলা থাকা দোকানগুলোতেও বেচাকেনা কম, বিশেষ করে মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, গাউছিয়া ও মিরপুরের বিভিন্ন মার্কেটে অন্য ছুটির দিনের মতো ভিড় নেই। আবার এলাকা ও পাড়া-মহল্লার অনেক দোকানেও তালা ঝুলছে। খোলা দোকানগুলোতে বিক্রেতাদের অলস সময় কাটাতেও দেখা গেছে।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হয়ে এলেও মানুষের মধ্যে এখনো উত্সবের আমেজ বিরাজ করছে।

দীর্ঘ রোজা ও ঈদের ব্যস্ততা শেষে মানুষ একটু বিশ্রাম নিতে চাইছে। কর্মস্থলে ফেরার বিষয়েও অনেকে দেরি করছেন। সে জন্য এখনো রাজধানীতে ধীরগতি বিরাজ করছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরো কয়েক দিন সময় লাগবে বলে মনে করছেন তাঁরা।

রাজন মাহমুদ নামের এক দোকানি বলেন, ‘ঈদের সময় অনেক ব্যস্ততা যায়। ছুটিতে বাড়ি গিয়েছিলাম, গতকাল (বৃহস্পতিবার) ফিরেছি। আজ (শুক্রবার) দোকান খুলেছি কিন্তু মার্কেটে মানুষের আনাগোনা খুই কম। ফলে বিক্রিও কম। তা ছাড়া এখনো স্টাফরা ফেরেনি।

তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া ক্রেতা এবং শ্রমজীবী মানুষ এখনো ঢাকায় পুরোপুরি না ফেরায় মার্কেট ও ফুটপাতে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ ছাড়া শহরের রাস্তাঘাটেও যানবাহনের চাপ কম। হয়তো আরো কয়েক দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

গাউছিয়া মার্কেটের আরেক বিক্রেতা মাহবুব বলেন, ‘ক্রেতা নেই বললেই চলে। যাঁরা ঢাকায় ফিরেছেন, তাঁরাও কাজ শুরু করেননি পুরোদমে। আরো দু-এক দিন পর হয়তো গতি ফিরবে।’

মন্তব্য

ফ্লাইওভারে প্রাইভেট কার-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে প্রাণ গেল দুই যুবকের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্লাইওভারে প্রাইভেট কার-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে প্রাণ গেল দুই যুবকের
সংগৃহীত ছবি

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

ঢাকা মেডিক্যাল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার ওসি জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া চালক ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ