<p><strong>ব্যান্ডেজ</strong></p> <p>ছোট বা মাঝারি কাটা-ছেঁড়ার চিকিৎসায় ব্যান্ডেজ অত্যন্ত কার্যকর। ব্যান্ড এইডের পাশাপাশি সঙ্গে রাখুন মেডিক্যাল গজ ও টেপ।</p> <p><strong>ইনস্ট্যান্ট আইস প্যাক</strong></p> <p>দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে, ব্যথা প্রশমনে আইস প্যাকের জুড়ি নেই।</p> <p><strong>প্রয়োজনীয় ওষুধ</strong></p> <p>নিজের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সঙ্গে রাখুন ব্যথানাশক, বমি নিরোধক, মাথা ব্যথা ও পেটের অসুখের ওষুধ। ওরাল স্যালাইনও রাখা উচিত।</p> <p><strong>তুলা ও অ্যালকোহল প্যাড</strong></p> <p>আঘাতের স্থান পরিষ্কার করা ও গজের সঙ্গে মিলিয়ে ব্যান্ডেজ করার জন্য মেডিক্যাল গ্রেড তুলা রাখুন। চামড়া দ্রুত জীবাণুমুক্ত করার জন্য অ্যালকোহল প্যাড খুবই কাজের।</p> <p><strong>অ্যান্টিসেপটিক ও পোড়ার ওষুধ</strong></p> <p>অ্যান্টিসেপটিক সলিউশনের ছোট বোতল সঙ্গে রাখুন। পোড়ার ক্ষত চিকিৎসায় ব্যবহৃত মলমও রাখা উচিত।</p>