ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী (একক মানুষ)। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
 
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন।

বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’

তাঁর দেওয়া তথ্য মতে, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।

এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।

মন্তব্য

সম্পর্কিত খবর

জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, পুলিশের গুলি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, পুলিশের গুলি
সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, বুধবার দিবাগত রাত নয়টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলার নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে জাটকা‌ বিরোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন সময়ে মাঝেরচর এলাকায় হঠাৎ অর্ধশত জেলের একটি দল ক‌য়েক‌টি ট্রলার নিয়ে এসে অভিযানিক দলের ওপর হামলা চালায়। হামলায় কোস্টগার্ডের সদস্য এম মনজুরুল আহত হন। 

তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে অভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এই ঘটনার স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কোন ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না।

অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার নীরবতা

নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্য দেওয়ার সময় তার নীরব থাকা নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, ‘গতকাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যখন ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে কথা বলছিলেন, তিনি আবেগে তার গলা ধরে আসা থামাতে পারেননি। প্রায় এক মিনিট তিনি মঞ্চে নীরব দাঁড়িয়ে ছিলেন, তার ভাবনা ও কথা গুছিয়ে নিতে তিনি সময় নিচ্ছিলেন।

তিনি বলেন, ‘পরে আমরা যখন তার বক্তৃতার ভিডিওটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করি, তখন আমাদের প্রেস টিম খেয়াল করল যে সেই এক মিনিটের নীরবতা ভিডিও থেকে নেই। সম্ভবত ভিডিও এডিটর, যিনি বক্তৃতাটি সরাসরি দেখেননি, নীরব অংশটি কেটে দিয়েছেন এবং পুরো বক্তৃতাকে মসৃণ ও ধারাবাহিক করে তুলেছেন।’

‘কিন্তু তিনি জানতেন না যে সেই এক মিনিটের নীরবতাই ছিল বক্তৃতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীতে অনেক কিছু আছে যা ভাষায় প্রকাশ করা যায় না।

নীরবতা এতটাই শক্তিশালী যে মাঝে মাঝে সেটাই একমাত্র ভাষা হয়ে ওঠে কোনো আবেগ প্রকাশের — কোনো ঘটনার গভীর স্মৃতিচারণা কিংবা জীবনের সবচেয়ে কঠিন স্মৃতি মনে পড়ার মুহূর্তে।’

সবশেষে তিনি বলেন, ‘প্রায়ই নীরবতা সোনার চেয়েও দামি। আবার নীরবতা অসহনীয়ও হতে পারে। কিন্তু নীরবতা এমন এক শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে আপনি এমন কিছু প্রকাশ করতে পারেন যা কথায় বলা সম্ভব নয়।

মন্তব্য

একনজরে আজকের কালের কণ্ঠ (১০ এপ্রিল)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

নতুন শুল্ক স্থগিত : ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নতুন শুল্ক স্থগিত : ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প)। আমরা আপনার বাণিজ্যনীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।

এর আগে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কাও করেন রপ্তানিকারকরা।

এতদিন বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ