ঢাকা, মঙ্গলবার ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২, ০৭ জিলকদ ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২, ০৭ জিলকদ ১৪৪৬

ম্যাচ ঘিরে পুরনো সন্দেহ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ম্যাচ ঘিরে পুরনো সন্দেহ
গতকাল গুলশানের বিপক্ষে শাইনপুকুরের দুই ব্যাটারের স্টাম্পিং আউট বেশ আলোচনার খোরাক হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গতকালের তিন ম্যাচে জয় পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান এবং গুলশান ক্রিকেট ক্লাব। তবে আবাহনী-মোহামেডানের জয় ছাপিয়ে আলোচনার খোরাক হয়েছে শাইনপুকুরের বিপক্ষে গুলশানের ম্যাচটি।

সন্দেহের তীর এই ম্যাচের দুটি স্টাম্পিং ঘিরে। স্টাম্পিংয়ের শিকার দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির।

ব্যাটার রহিম বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন। তবে ম্যাচ ঘিরে পুরনো সন্দেহসিঙ্গল বের করার জন্য রহিম ক্রিজ ছেড়ে যতটুকু বের হয়ে এসেছিলেন, সন্দেহটা সেখানে। তাঁর সতীর্থ মিনহাজুলের আউটের ধরন আরো বিস্ময় ছড়িয়েছে নেটিজেনদের মাঝে। অফ স্পিনার নাঈম ইসলামের ওয়াইড বলটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মিনহাজুল।
তবে বল অফ স্টাম্পের অনেক বাইরে থাকায় কোনো শট খেলেননি তিনি। শুধু তা-ই নয়, নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে বিরত থেকে ব্যাট ক্রিজের ভেতরে না ঢুকিয়ে সরিয়ে ফেলেন। ওই সময় হাঁটু গেড়ে যেন তিনি নিজের আউট হওয়া দেখছিলেন মিনহাজুল!  প্রথমবারের চেষ্টায় স্টাম্প ভাঙতে না পারা গুলশানের উইকেটরক্ষক আলিফ হোসেন দ্বিতীয়বারে সফল হন। ওই সময় জয়ের জন্য ১ উইকেট হাতে রেখে ৪২ বলে শাইনপুকুরের দরকার ছিল ৭ রান।
মিনহাজুল আউট হলে গুলশান ম্যাচ জেতে ৫ রানে। মিনহাজুলের আউটের ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, সত্যি লজ্জা! একই অভিব্যক্তি প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

ম্যাচ ঘিরে পুরনো সন্দেহসন্দেহ জোরালো করছে পয়েন্ট টেবিলে দুই দলের সমীকরণ। তলানিতে থাকা শাইনপুকুরের রেলিগেশনে পড়া প্রায় নিশ্চিত। অন্যদিকে সুপার লিগের লড়াইয়ে থাকতে দুর্বল শাইনপুকুরের বিপক্ষে জয়টি গুরুত্বপূর্ণ ছিল গুলশানের জন্য।

যদিও এ বিষয়ে কোনো অভিযোগ পাননি টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য ও এই ম্যাচের রেফারি সেলিম শাহে, আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো দল বা ক্রিকেটার অভিযোগ করেনি। যদি আসে সেটা নিশ্চয়ই প্রক্রিয়া অনুসরণ করে যাচাই-বাছাই করা হবে। তার আগ পর্যন্ত আমার দিক থেকে কিছু বলা কঠিন। বিষয়টি নিয়ে অবগত না থাকার কথা জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

এ দুই ঘটনা নিয়ে ফিসফাসের মাঝে একপ্রকার বোমা ফাটিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মোস্তাকিম। আনোয়ারুলের অভিযোগ, আমাদের অফিশিয়ালরা একরকম নির্দেশনা দিয়েছে। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অল আউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেতিবাচক ক্রিকেট খেলেছে। তাঁর কাছে আরো অভিযোগ আসা নিয়ে আনোয়ারুল বলছিলেন, আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কিভাবে। কিন্তু এ রকম নেতিবাচক খেলা কেন?

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

লা লিগা, জিরোনা-মায়োরকা

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

প্রিমিয়ার লিগ

ক্রিস্টাল প্যালেস-নটিংহাম

সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 চেলসি-লিভারপুল

পুনঃপ্রচার, সকাল ৮টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি, অ্যাপ ও ইউটিউব

ক্রিকেট

বাংলাদেশ -নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডে

সরাসরি, সকাল ৯-৩০ মিনিট

আইপিএল, হায়দরাবাদ-দিল্লি

সরাসরি, রাত ৮টা

পিএসএল, মুলতান-পেশোয়ার

সরাসরি, রাত ৯টা

 

মন্তব্য

যুব দলেও থাকছেন প্রবাসী ফুটবলার

শেয়ার
যুব দলেও থাকছেন প্রবাসী ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা, যশোর ঘুরে বিকেএসপিতে কাল শেষ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। নিবিড় প্রশিক্ষণ শেষে এবার মাঠে প্রমাণের পালা বাংলাদেশের যুবাদের। ক্যাম্পের শুরু থেকেই দলে ছিলেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন, ইতালির আব্দুল কাদির ও যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব। তিন প্রবাসী ফুটবলারই চূড়ান্ত দলে থাকছেন কি না সেটা জানা যাবে আজ।

তবে প্রবাসী যে থাকছেন সেটা নিশ্চিত করেছেন এই দলের কোচ গোলাম রব্বানী, ‘প্রবাসী ফুটবলার থাকবে। তবে কতজন সেটা কালকে (আজ) সকালে চূড়ান্ত করব।’

ভারতের অরুণাচলে আগামী ৯ মে শুরু হচ্ছে যুব সাফ চ্যাম্পিয়নশিপ। তিন ভাগে হওয়া প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।

যশোরে নির্বিঘ্নে অনুশীলন করেছি। সুন্দর পরিবেশ, সত্যিকার অর্থে ফুটবলের জন্য দারুণ একটা জায়গা। বিকেএসপিতে এসেছি। এখানে আজ (গতকাল) প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং আমরা ২-০ গোলে জিতেছি।

 

 

 

মন্তব্য

নুরুলের কাছে শেখার দিন শেষ

শেয়ার
নুরুলের কাছে শেখার দিন শেষ

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের পাশাপাশি ব্যস্ত সূচির মধ্যে পড়েছে আশপাশে থাকা দলগুলোও, যার একটি ‘এ’ দল। আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ততা। সিলেটে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ম্যাচের এক দিন আগে গতকাল অধিনায়কের নাম জানায় বিসিবি।

নুরুলের কাছে শেখার দিন শেষতিন ম্যাচের ওয়ানডে সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। জাতীয় দলের বাইরে হলেও সিরিজটিকে শেখার মঞ্চ হিসেবে দেখতে নারাজ এই উইকেটকিপার ব্যাপার। নুরুল বলছিলেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না (শেখার মঞ্চ)। অবশ্যই এটা একটা সুযোগ।

আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি।
সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কিভাবে জিততে পারি।’ সেরাটা দেওয়ার লক্ষ্যের কথাও উঠে এসেছে নুরুলের কথায়, ‘যে পরিস্থিতিই থাকুক না কেন, মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে।’ এর মধ্যে গতকাল দুটি চার দিনের ম্যাচের দলও ঘোষণা করেছে বিসিবি।
ওয়ানডের মতো ১৫ সদস্যের দলটির দায়িত্বভার দেওয়া হয়েছে নুরুলের কাঁধে।

চার দিনের ম্যাচের দল : নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন, অমিত হাসান, নুরুল হাসান সোহান, হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, এনামুল হক এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ