ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের পাশাপাশি ব্যস্ত সূচির মধ্যে পড়েছে আশপাশে থাকা দলগুলোও, যার একটি ‘এ’ দল। আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ততা। সিলেটে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ম্যাচের এক দিন আগে গতকাল অধিনায়কের নাম জানায় বিসিবি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। জাতীয় দলের বাইরে হলেও সিরিজটিকে শেখার মঞ্চ হিসেবে দেখতে নারাজ এই উইকেটকিপার ব্যাপার। নুরুল বলছিলেন, ‘দেখুন আমার কাছে ব্যাপারটা এমন না (শেখার মঞ্চ)। অবশ্যই এটা একটা সুযোগ।
আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কিভাবে জিততে পারি।’ সেরাটা দেওয়ার লক্ষ্যের কথাও উঠে এসেছে নুরুলের কথায়, ‘যে পরিস্থিতিই থাকুক না কেন, মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে।’ এর মধ্যে গতকাল দুটি চার দিনের ম্যাচের দলও ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের মতো ১৫ সদস্যের দলটির দায়িত্বভার দেওয়া হয়েছে নুরুলের কাঁধে।
চার দিনের ম্যাচের দল : নাঈম শেখ, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন, অমিত হাসান, নুরুল হাসান সোহান, হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, এনামুল হক এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।