ঈদে এক দিনে ঘুরে আসুন ঢাকার আশপাশের কিছু মনোরম জায়গা থেকে
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে অনেকে অনেক জায়গায় ঘুরতে যান। কেউ বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে, কেউ-বা পরিবার নিয়ে। বন্ধু-বান্ধব কিংবা পরিবার- যে কাউকে নিয়েই চাইলে এক দিনে ঘুরে আসতে পারেন ঢাকার আশপাশের কিছু জায়গা থেকে। কোন কোন জায়গায় যাবেন এবং কিভাবে যাবেন, তা জানাতেই এই প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক।
আহসান মঞ্জিল
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের আবাসিক ভবনগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত স্থান আহসান মঞ্জিল। এই ঈদে পরিবারের সদস্যদের নিয়ে নবাবদের আভিজাত্যের ছোঁয়া উপভোগ করার মতো মজা আর হবে না। এই আহসান মঞ্জিলে প্রথম ঢাকা শহরে বৈদ্যুতিক বাতি জ্বলেছিল।
আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব দিকের অংশটি দরবার বা রংমহল এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্দরমহল। দুটি অংশে সংযোগ করা হয়েছে দোতলায়। দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর।
তারপর বুড়িগঙ্গা নদী।
আহসান মঞ্জিল। সংগৃহীত ছবি
প্রতিদিন সকাল সন্ধ্যা ভ্রমণ ও বিনোদনপ্রিয় শত শত মানুষের পদচারণে প্রাণবন্ত হয়ে ওঠে এ চত্বর। দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে। প্রায় পাঁচ একর জমিসহ ঐতিহাসিক এই ভবনটি ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করে।
জাদুঘরের মোট ২৩টি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে।
আরো পড়ুন
সমুদ্রসৈকত ছাড়া কক্সবাজারে আরো যা আছে, পর্ব-১
লালবাগ কেল্লা
মুঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখর থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি। সেই সঙ্গে দেখে আসতে পারেন কেল্লার পাশেই অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহি মসজিদও। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। সম্রাট আওরঙ্গজেবের পুত্র মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ এটি নির্মাণ করেন। পরবর্তীতে তিনি নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় নির্মাণকাজ শুরু করেন। কিন্তু শেষ করতে পারেননি। কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁর কন্যা পরিবীবী মারা যান। এ কারণে তিনি নির্মাণকাজ বন্ধ করে দেন।
লালবাগ কেল্লা। সংগৃহীত ছবি
বলধা গার্ডেন
রাজধানীর ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেনে রয়েছে প্রায় দেড় হাজার প্রজাতির গাছ। এখানে একটি সুন্দর পুকুর আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানে নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে পর্যটকদের জন্য গেস্ট হাউস। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বন বিভাগ নব-উদ্যোগে উদ্যানের উন্নয়ন শুরু করে। ফলে বাগানের হারানো গৌরব অনেকটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। অতঃপর দুটি নতুন গ্রিনহাউস নির্মাণসহ সর্বসাধারণের জন্য বাগানে আধুনিক সুযোগ-সুবিধাও গড়ে ওঠে।
বলধা গার্ডেন দুটি অংশে বিভক্ত। একটি অংশের নাম সাইকী এবং অন্যটি সিবলী। সাইকী অর্থ আত্মা ও সিবলী অর্থ প্রকৃতির দেবী। দুটি শব্দই গ্রিক পৌরাণিক শব্দ। সাইকী অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ, জাতের শাপলায় ভরা অনেকগুলো শাপলা হাউস, বিরল প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, ভূজ্জপত্র গাছ, বিচিত্র বকুল, আমাজান লিলি, সুড়ঙ্গসহ একটি ছায়াতর ঘর।
আরো পড়ুন
ঢাকার কাছেই ঈশা খাঁর জঙ্গলবাড়ি, ঘুরে আসুন এক দিনেই
বুড়িগঙ্গা ইকোপার্ক
শান বাঁধানো নদীর ঘাটে নৌকা বাঁধা দেখতে যেতে হবে বুড়িগঙ্গা ইকোপার্কে। মৃদুমন্দ হাওয়া খেতে চাইলে এখানে নৌকায় করে ঘুরতে পারেন। জায়গাটি গাছগাছালিতে ঢাকা। গাছের সারির ফাঁকে পাকা রাস্তা। শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি। বুড়িগঙ্গা পার্ক বা উদ্যান বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি সর্বজনীন স্থান। এই উদ্যানটি ২০১২ সালের অক্টোবরে পাবলিক উদ্যান হিসেবে স্থাপিত হয় যদিও পূর্বে মালবাহী জেটি ছিল।
ঐতিহ্যবাহী পানাম নগর
ঢাকা হতে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত সোনারগাঁয়ে অবস্থিত এই পানাম নগর। পানাম নগরকে চার শত বছরের প্রাচীন বাংলাদেশের নগরভিত্তিক একটি প্রাচীন নগরীর মডেল হিসেবে বিবেচনা করা হয়। এর প্রাচীনত্ব আরো গভীর হতে পারে। ফার্সি শব্দ পাইনাম থেকে পানাম শব্দটি এসেছে। অর্থ আশ্রয়। ধারণা করা যেতে পারে ঐতিহাসিক সড়কে-ই-আযম গ্রান্ড ট্রাংক রোডের সমাপ্তি এ পানাম নগরেই হয়েছিল। সে সুবাদে পানাম নগরী সরকার-ই-সোনারগাঁওয়ের পরগনার হেড কোয়ার্টার হিসেবেও বিবেচিত।
পানাম নগর। সংগৃহীত ছবি
পানামের প্রাচীনত্ব বহন করে ট্রেজারার হাউস, সেতু, কস্পানির কুঠি এবং প্রাচীন বনেদি ইমারতসমূহ। সোনারগাঁয়ের নান্দনিক চারু ও কারু শিল্পের জন্যে বিখ্যাত মসলিনের আড়ং ছিল পানাম নগর। পানাম নগরের বিভাশিত বর্ণাঢ্য-ইমারতসমূহ সাক্ষ্য দেয় একসময় সোনারগাঁয়ের অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল।
আরো পড়ুন
সাগরের মাঝে এক টুকরো স্বর্গ নিঝুম দ্বীপ, যেভাবে যাবেন
লোকজ শিল্পসমৃদ্ধ নান্দনিক ফুল, লতাপাতাসংবলিত দেয়াল, চিত্রিত চারুতায় ভরপুর মায়াবি নাচঘরকে কেন্দ্র করে লোকজ গানের আসর বসত। মায়াবি পর্দা দুলে ওঠার মতো মসলিনের পর্দা ঋতুভিত্তিক বিভিন্ন পূজা উৎসবে মুখর নগরী আবহমান বাঙালির লোকাচার, জীবনাচার, আবহমান জীবন সংস্কৃতির এক জীবন্ত দলিল ছিল পানাম নগর।
পানাম নগর। সংগৃহীত ছবি
লোকজ উপাদানের মোটিভসংবলিত একচালা দোচালা ছনের ঘরের মডেলসংবলিত ইমারত, বঙ্গীয় ‘একচালা দোচালা গৃহায়ণ’ সংস্কৃতির আদল রূপে সুদূঢ় দিল্লিতে সমাদৃত হয়েছিল। এ থেকে ধারণা করা যায়, প্রাচীন এ সোনারগাঁয়ের ছনে ছাওয়া কুঁড়েঘরের আদলই মোগল শিল্পকলাকে উৎসাহিত করেছিল। এসবেরই বহিঃপ্রকাশ ঘটেছিল সোনারগাঁয়ের পৃথিবীখ্যাত নান্দনিক চারু ও কারুশিল্পের জন্য।
জিন্দা পার্ক
গন্তব্য যদি হয় খানিকটা দূরে, আর হাতে যদি থাকে সারা দিনের সময়, তাহলে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের জিন্দা পার্ক থেকে। ঢাকাতে সময় কাটানোর মতো অনেক পার্ক আছে। ঢাকার যানযট, কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে হলে ঘুড়ে আসা উচিত জিন্দা পার্ক থেকে।
আরো পড়ুন
অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপ মনপুরা, যেভাবে যাবেন
অসাধারণ স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে। পার্কটি কোনো সরকারি উদ্যাগের ফসল নয়। আবার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণও নয়। পার্কটি তৈরি হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের প্রাণান্ত অংশগ্রহণের মাধ্যমে।
এলাকার ৫০০০ সদস্য নিয়ে ‘অগ্রপথিক পল্লী সমিতি’ ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি। এ রকম মহাউদ্দেশ্য, এত লোকের সক্রিয় অংশগ্রহণ এবং ত্যাগ স্বীকারের উদাহরণ খুব কমই দেখা যায়। অপস ক্যাবিনেট, অপস সংসদ এবং অপস কমিশন নামে পার্কটিতে ৩টি পরিচালনা পর্ষদ রয়েছে। বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রামও বলা হয়।
জিন্দা পার্ক। সংগৃহীত ছবি
জিন্দা পার্কের অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রায় ১০০ বিঘা জায়গাজুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেঁস্তোরাও। ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশি গাছগাছালি আছে পার্কটিতে। গাছের এই সমারোহের পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখি। শীতল আবেশ এনেছে ৫টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।
ফ্যামিলি পিকনিকের জন্য জিন্দা পার্ক এখন বেশ পরিচিত জায়গা। কাঠের ব্রিজ পার হয়ে দিঘির মাঝামাঝি তৈরি করা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা পানিতে পা ডুবিয়ে বসে থাকার সময়গুলো দারুণ উপভোগ করবেন। জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজন ১০০ টাকা। ৫ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকেট ৫০ টাকা। তবে খাবার নিয়ে প্রবেশ করলে টিকিটের মূল্য হবে ১২৫টাকা। এ ছাড়া লাইব্রেরিতে প্রবেশমূল্য ২৫ টাকা এবং পুকুরে নৌকায় ঘুরে বেড়াতে খরচ পড়বে ৩০ মিনিট ২০০ টাকা।
জিন্দা পার্ক। সংগৃহীত ছবি
কিভাবে যাবেন জিন্দা পার্ক
ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব ৩৭ কিলোমিটার। কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা বা অটো পাবেন। বাইপাসে নেমে ডিরেকশন অনুযায়ী হেটেই পৌঁছাতে পারবেন পার্কের গেট পর্যন্ত। তবে রিকশায়ও যেতে পারেন।
আরো পড়ুন
ট্রেকিং, হাইকিং ও ক্যাম্পিংয়ে সাপের কামড় থেকে দূরে থাকবেন যেভাবে
ঈদের সময়ে ঢাকার এসব জায়গায় পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরে আসতে পারেন। ঈদের ছুটিও কাটবে, মনও ভালো হবে।
ঈদ ছুটিতে ঘুরে আসুন দেশের অন্যতম প্রাচীন দ্বীপ সন্দ্বীপ থেকে
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ সন্দ্বীপ। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। দেশের অত্যন্ত প্রাচীন এই দ্বীপ প্রায় ৫ লাখের মতো মানুষ বাস করে। দ্বীপটি ৫০ কিলোমিটার দীর্ঘ এবং ৫ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত।
দ্বীপের প্রত্যেকটি জায়গা দেখার মতো। ফসল ভরা মাঠ, সবুজ প্রকৃতি, হাট-বাজার সব কিছুই প্রকৃতির মতোই সুন্দর। দ্বীপের উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত ঘুরে দেখতে পারেন অনায়াসে। দ্বীপের উত্তরে তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ।
সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে নির্মিত হয়েছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি। জেটির দুই পাশের ল্যাম্পপোস্টের আলোর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। সাগরের গর্জনের শব্দের সঙ্গে সঙ্গে সাগরের শীতল হাওয়া আপনাকে এনে দিবে অনাবিল প্রশান্তি। এই জেটির দুই পাশে রয়েছে ম্যানগ্রোভ বন, যা জেটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।
সংগৃহীত ছবি
সমুদ্রসৈকত
সৈকতটি সন্দ্বীপের রহমতপুরে ইউনিয়নে অবস্থিত।
স্থানীয়দের কাছে এটি রহমতপুর পুরাতন স্টিমারঘাট নামে পরিচিত। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা সৈকতের প্রান্ত জুড়ে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। এই সমুদ্র সৈকতে আপনি দেখতে পাবেন সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। সৈকতটি ভ্রমণ পিপাসুদের তীর্থস্থানে পরিনত হয়েছে, যা ক্যাম্পিংয়ের টেন্টপিচের জন্যে আদর্শ। সমুদ্র সৈকতটির দৈঘ্য প্রায় ১০ কিলোমিটার।
আরো পড়ুন
খেজুর থেকে দূরে থাকবেন যারা
সবুজ চর
নাম শুনেই হয়তো অনেকটা অনুমান করতে পারছেন, কেন এই জাইগাটির নাম সবুজচর। স্থানীয় অনেকে এই স্থানটিকে গ্রিনল্যান্ডও বলে। এই স্থানটি সন্দ্বীপের দীঘাপাড় ইউনিয়নে অবস্থিত। প্রকৃতির শান্ত স্নিগ্ধরূপ, সবুজ ঘাসের গালিচায় মোড়ানো এই চরটি। যতদূর চোখ যাবে সবুজ আর সবুজের নয়নাভিরাম দৃশ্য আপনাকে উৎফুল্ল করবে।
সংগৃহীত ছবি
এই চরে রয়েছে ম্যানগ্রোভ বন এবং এই বনে রয়েছে বক, চিল, মাছরাঙা, বালিহাঁস, ময়না, টিয়া, ঘুঘুসহ আরো অনেক রকম পাখি। শীতকালে অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে এই গ্রীনল্যান্ডটি। ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি দিয়ে সন্দ্বীপ কমপ্লেক্স থেকে ৩০-৪০ মিনিটে মধ্যে পৌঁছে যাবেন সবুজ চর।
আরো পড়ুন
চুল আঁচড়ানোর যেসব ভুল বাড়িয়ে দেয় চুল পড়া
ভ্রমণের সেরা সময়
সন্দ্বীপ ভ্রমণ করার জন্য যদিও শীতকালকে সবচেয়ে উপযুক্ত ধরা হয়, তবে আপনি চাই বর্ষা ছাড়া অন্য যেকোনো ঘুরতে যেত পারেন। এ সময় আপনি চাইলে ক্যাম্পিং করতে পারবেন সেখানে।
খাবারের সুবিধা
সন্দ্বীপের স্থানীয় খাবার হোটেলে সাধারণ সকল খাবার পাবেন এবং খাবারের মানও স্বাভাবিক মানের হবে। এ ছাড়া ইন্ডিয়ান, চাইনিজসহ অনেকে ধরনের খাবারের রেস্টুরেন্ট পাবেন। শিবের হাট এলাকায় গেলে পাবেন প্রায় ৮০ বছরের ঐতিহ্য বিনয় সাহার ছানা মিষ্টি।
কিভাবে যাবেন
ঢাকা থেকে স্টীমারে সন্দ্বীপ যেতে চাইলে প্রথমেই যেতে হবে সদরঘাট। সপ্তাহে তিন দিন এই সার্ভিস থাকে, যা সকাল ৯ টায় সদরঘাট ছেড়ে যায় সন্দ্বীপের উদ্দেশে।
আরো পড়ুন
সমুদ্রসৈকত ছাড়া কক্সবাজারে আরো যা আছে, পর্ব-১
সড়ক পথে যেতে চাইলে
সড়ক পথে যেতে চাইলে দেশের যেকোনো প্রান্ত হতে চট্টগ্রামগামী বাসে করে চলে যান সীতাকুণ্ডের কুমিরা স্টিমার ঘাট। সেখান থেকে ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা করে চলে যাবেন স্টিমার ঘাটে। এই ঘাটের নাম কুমিরা-গুপ্তছরা ঘাট। এই প্রান্তে কুমিরা এবং অপর পাশে সন্দ্বীপের গুপ্তছরা।
কুমিরা থেকে সন্দ্বীপ যাওয়ার পথে পাবেন স্পীডবোট, ট্রলার এবং সি-ট্রাক। ট্রলার জোয়ারের সময় ছাড়ে, আর সি-ট্রাক বেলা বারোটার দিকে। তাই সবচেয়ে ভালো অপশন স্পীডবোট। তাই সেখানে পৌঁছেই কাউন্টারে গিয়ে নাম লিখিয়ে সিরিয়াল নিয়ে নেবেন। ওপারে পৌঁছে গুপ্তছরা ঘাট থেকে এনাম নাহার (মূল শহর) পর্যন্ত সিএনজি অটোরিকশা পাবেন। এ ছাড়া সরাসরি পশ্চিমপাড় ঘাট চলে গেলেও পারেন।
আরো পড়ুন
ঈদে এক দিনে ঘুরে আসুন ঢাকার আশপাশের কিছু মনোরম জায়গা থেকে
তবে সম্প্রতি চট্টগ্রাম-সন্দ্বীপ রুটি ফেরি চলাচল শুরু হয়েছে। চট্টগ্রামের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে গুপ্তছরা ফেরিঘাট পর্যন্ত যায় এই ফেরি। দিনে দুই আসা যাওয়া করে এই ফেরি। সময় লাগে প্রায় দেড় ঘণ্টার মতো। এ যাত্রায় ভাড়া পড়তে পারে ৮০-১০০টাকা। তবে ফেরির রুটটি নতুন হওয়ায় এখনো সময় নির্ধারণ করা হয়নি। তাই আপাতত অন্যপথে যাওয়াই ভালো হবে। তবে আশা করা যায় খুব শীঘ্রই পথটি এ পথে চলাচল করা মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
থাকার ব্যবস্থা
সন্দ্বীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে হোটেল নিয়ে নিন। এনাম নাহারে বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে। এ ছাড়া উপজেলা পরিষদের ডাকবাংলোতে থাকা যেতে পারে। এজন্য যোগাযোগ করতে হবে উপজেলা পরিষদে।
সংগৃহীত ছবি
ক্যাম্পিং সুবিধা
যারা ক্যাম্পিং করতে চান তারা সন্দ্বীপ টাউন কমপ্লেক্সে পৌঁছে সরাসরি চলে যান দ্বীপের পশ্চিমে একেবারেই নদীর কিনার ঘেঁষে রহমতপুর বিচ। এক্ষেত্রে স্থানীয়দের সাহায্য নিতে পারেন। উপযুক্ত জায়গা নির্বাচন করে তাবু করে নিন। রাতের মিটিমিটি আলো, খোলা আকাশের নিচে নদীর কলকল ধ্বনি ঘন কুয়াশায় কয়েকটি রাত পার করে দিতে পারবেন একেবারেই অনায়াসে। এ ছাড়া কবির কফি হাউজ তো আছেই। যে কাউকে জিজ্ঞেস করলেই কবির কফি হাউজের দেখা মিলবে।
ঈদের টানা ছুটিতে পাহাড়ি জেলা বান্দরবানে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার পর্যটকের ভিড় জমেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিপূর্ণ পরিবেশে ভ্রমণপিপাসুদের ঢল নামায় হোটেল-মোটেলের বুকিং ১০০% পূরণ হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতের ভিসা জটিলতাকে কারণ হিসেবে দেখছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা।
'বাংলার দার্জিলিং' খ্যাত নীলগিরি, চিম্বুক আর মেঘলায় পর্যটকদের আনাগোনা চলছে অবিরাম। গত কয়েক বছর সশস্ত্র গোষ্ঠীর অস্থিরতায় পর্যটন ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান শান্ত পরিস্থিতিতে ফিরেছে জেলার স্বাভাবিক গতি।
ঢাকার মোহুয়া রহমান বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আগেও এসেছি, এবারও ছুটে এলাম।
' সাইফুল ইসলামের মতে, পাহাড়ের হিমেল বাতাসে মনে হয় সব উড়িয়ে নিয়ে যাবে! মেঘলায় ঘুরতে আসা ইভা রহমান বলেন, '২ দিনের ট্রিপে এসে মুগ্ধ।'
গত বছর কুকিচিনের অস্থিরতায় ক্ষতি হলেও এবার ঈদে বুকিং ধরা দিয়েছে রেকর্ড পরিমাণে। হোটেল গার্ডেন সিটির মালিক জাফর উল্লাহ জানান, ২৫টি রুম আগাম বুক হয়েছে। আরণ্যক হোটেলের জসিম উদ্দিন বলেন, 'পর্যটকদের নিরাপত্তা ও আরামের ব্যবস্থা নিশ্চিত করেছি।
'
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি ভাড়া রোধে মোবাইল টিম কাজ করছে। বিদেশী পর্যটকদের জন্য অনলাইন সেবাও চালু রয়েছে। তিনি বলেন, 'এবারের ঈদে পর্যটকরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।'
হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানান, ৬ হাজার পর্যটকের ধারণক্ষমতা সম্পূর্ণ ভরা রয়েছে।
গত বছরের লোকসান পুষিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।
সমুদ্রের কথা মনে পড়লে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি, যা আছড়ে পড়ে সৈকতে। তবে কখনো কি ভেবেছেন কালো বালির সৈকত সম্পর্কে?
কালো বালির সৈকতগুলো এমন জায়গা, যেখানে বালির রঙ সাধারণত কালো বা ধূসর হয়ে থাকে। এগুলো বিশেষভাবে আগ্নেয়গিরির লাভা বা তুষারের অবশিষ্ট অংশ থেকে তৈরি হয়। সমুদ্রের নীল পানি কালো বালির উপর আছড়ে পড়লে তখন সাদা-কালোর এক অদ্ভুত ক্যানভাস সৃষ্টি হয়।
এখানে ছোট ছোট শিলাখণ্ড ও বড় ব্যাসল্ট রক পাওয়া যায়। গোধূলির নরম আলো এই সৈকতগুলোর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। হাওয়াই, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়ার কালো বালির সৈকতগুলো বেশ জনপ্রিয়। চলুন, জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত কালো বালির সৈকত সম্পর্কে।
পুনালুউ সমুদ্র সৈকত, হাওয়াই
হাওয়াইয়ের দক্ষিণ উপকূলে অবস্থিত পুনালুউ বিচ কালো বালির জন্য বিখ্যাত। এটি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়েছে এবং এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিয়েছে। সৈকতটি তার শান্ত পরিবেশ ও বিশাল ঢেউয়ের জন্য জনপ্রিয়। এখানে পর্যটকরা সাঁতার কাটার জন্য আসেন।
কালো তিমি ও সি টার্টলও দেখা যায় পুনালুউ সমুদ্র সৈকতে।
রেইনিসফিয়ারা সমুদ্র সৈকত, আইসল্যান্ড
আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত রেইনিসফিয়ারা সমুদ্র সৈকত একটি অসাধারণ কালো বালির সৈকত। যা আগ্নেয়গিরির লাভা প্রবাহের কারণে তৈরি হয়েছে। এখানে বিশাল আগ্নেয়গিরির পাথর ও নানা আকৃতির শিলা দেখতে পাওয়া যায়। এই সৈকতটি পেঙ্গুইন ও অন্যান্য প্রজাতির পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত।
লাভা সমুদ্র সৈকত, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার লাভা সমুদ্র সৈকত বালি দ্বীপের উত্তরে অবস্থিত। যেখানে আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ থেকে তৈরি হওয়া কালো বালির দৃশ্য অসাধারণ। সৈকতের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য এখানে আসা পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।
সান্তিয়াগো সমুদ্র সৈকত, চিলি
চিলির সান্তিয়াগো কেন্দ্রীয় উপকূলে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত। সৈকতের আশেপাশে রয়েছে কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট ও কফি শপ। যেখানে পর্যটকরা সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে আরাম করতে পারেন।
এই কালো বালির সৈকতগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে।
চট্টগ্রাম শহর থেকে মাত্র এক থেকে দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত পারকি সি-বিচ। একটা সময় সমুদ্রসৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই পারকি সমুদ্রসৈকতও। একদিকে ঝাউবনের সবুজের সমারোহ, আরেক দিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে।
এ ছাড়া সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষেই।
সৈকতের নগরী চট্টগ্রাম অনেক সৈকতের মাঝে এটি আরেকটি প্রাকৃতিক সৈকত। যদিও এখানে যেতে হলে আপনাকে চট্টগ্রাম শহরের কর্ণফুলি নদী পার হয়ে অন্য পারে যেতে হবে। এখানে রয়েছে লাল কাঁকড়া, ঝাউবনসহ অসংখ্য প্রাকৃতিক বৈচিত্র্য।
একটা সময় এই সমুদ্রসৈকতে যাওয়ার রাস্তাটি খুব একটা ভালো ছিল না।
কিন্তু ধীরে ধীরে এখানে ভ্রমণপিপাসুদের আনা-গোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করেছে। এ ছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও। সমুদ্রসৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকানসহ অনেক দোকানপাট।
আরো পড়ুন
ঈদে এক দিনে ঘুরে আসুন ঢাকার আশপাশের কিছু মনোরম জায়গা থেকে
এ ছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পিডবোট, সমুদ্রতীরেই ঘুরে বেড়ানোর জন্য সি-বাইক আর ঘোড়া।
ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা।
পারকি সি-বিচ যাওয়ার উপায়
বোটে যেতে চাইলে চট্টগ্রাম শহরের যেকোনো জায়গা থেকে যেতে হবে পতেঙ্গা ১৫ নম্বর যেটি। এ যাত্রায় যেতে পারেন সিএনজি বা অন্য যেকোনো বাহনে। সেখান থেকে বোটে করে কর্ণফুলী নদী পার হতে হবে। সেখানে অপেক্ষমাণ অটোরিকশা নিয়ে যেতে পারেন পারকি সৈকতে।
একই পথে ফিরে আসতে পারবেন শহরে। শহর থেকে পারকি সৈকতে যেতে মোট সময় লাগবে ঘণ্টাখানেক।
আরেকটি ভিন্ন পথ আছে। সেটি হচ্ছে কর্ণফুলী তৃতীয় সেতু দিয়ে সরাসরি যেতে পারবেন পারকি সৈকতে। তবে সে ক্ষেত্রে সময় ও অর্থ দুই বেশি যাবে। এর জন্য চট্টগ্রাম শহরের যেকোনো স্থান থেকেই বাস অথবা টেম্পোতে করে চট্টগ্রাম শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতুর কাছে যেতে পারেন। সেখানে গেলেই আপনি বটতলী মোহসেন আউলিয়ার মাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া বাস দাঁড়িয়ে থাকতে দেখবেন। তবে খেয়াল রাখবেন, ভুলে যেন বাস কন্ডাক্টরের বৈলতলী উচ্চারণের সঙ্গে বটতলীকে গুলিয়ে ফেলবেন না। দুটি কিন্তু দুই জায়গা।
আরো পড়ুন
সমুদ্রসৈকত ছাড়া কক্সবাজারে আরো যা আছে, পর্ব-৩
পারকি বিচে যেতে হলে আপনাকে বটতলী মোহসেন আউলিয়া মাজারগামী বাসে উঠতে হবে। প্রাচীন এই মাজারটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত। বাসে উঠে কন্ডাকটরকে বলতে হবে যেন আপনাকে সেন্টার নামক স্থানে নামিয়ে দেয়। জায়গাটির প্রকৃত নাম মালখান বাজার, তবে এটি সেন্টার নামেই পরিচিত।
সেন্টারে নেমে বিচে যাবার জন্য রিজার্ভ নেওয়ার মতো সিএনজি পাবেন। বিচে যাওয়ার আগে খাবারদাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সেন্টার বাজার কিংবা কিছুটা দূরেই চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার হাউজিং কলোনী সংলগ্ন বাজার থেকে নিয়ে নিতে পারেন। বিচেও কিছু দোকানপাট রয়েছে। তবে তাতে সবকিছু নাও পেতে পারেন, পেলেও দাম কিছুটা বেশি হতে পারে। আর চাইলে চট্টগ্রাম শহর থেকেও সিএন জি রিজার্ভ করে যেতে পারেন।
আরো পড়ুন
অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপ মনপুরা, যেভাবে যাবেন
সমুদ্রসৈকতের কাছেই রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি। যেকোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।