স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

পিরোজপুরের স্বরূপকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হৃদয় হালদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত হৃদয় হালদার উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামে রতন হালদারের ছেলে।

ধর্ষণের শিকার ভুক্তভোগীর স্বামী জানান, গত ২১ মার্চ রাতে ভুক্তভোগী ও তার স্বামী ঘুমিয়ে পড়লে ঘরের পেছনে সিঁধ কেটে হৃদয় ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় চুরির বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ দেখে ফেললে তাকে মারধর এবং ভয়ভীতি দেখান। এক পর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন হৃদয়। এ সময় ভুক্তভোগী গৃহবধূর স্বামীর ঘুম ভাঙলে তিনি ডাকচিৎকার দেন।

পরে এলাকাবাসী ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হৃদয় অনবরত জীবননাশের হুমকি দিতে থাকায় বিষয়টি এলাকাবাসীকে জানান ভুক্তভোগীর স্বামী। পরে সোমবার সন্ধ্যায় স্থানীয়রা হৃদয়কে আটক করে গ্রাম পুলিশ দীপেন সরকারকে খবর দেয়। পরে দীপেন সরকার থানায় খবর দিলে পুলিশ হৃদয়কে আটক থানায় নিয়ে যায়।

গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, ‘ভুক্তভোগী পরিবার লোকলজ্জার ভয়ে মামলা করতেও যায়নি। কিন্তু হৃদয় প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিতে থাকায় এলাকাবাসী হৃদয়কে আটক করে আমাকে খবর দিলে আমি থানায় খবর দিই। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।’

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
ছবি: কালের কণ্ঠ

চুরির অপবাদ দিয়ে ছোট ভাই আশরাফুল ইসলামকে মারপিট ও বড় ভাই ছুরমান খানকে (৪৩) মারপিটের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেশী আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা অভিযুক্ত হাকিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চর থানাপাড়া এলাকা থেকে রিকশা চালক ছুরমান খানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন
অধিক ভিউ পেতে সন্তানদের ব্যবহার, সেই ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

অধিক ভিউ পেতে সন্তানদের ব্যবহার, সেই ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

 

নিহত ছুরমান খান কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার আব্দুল কালাম খানের ছেলে।

তিনি এক মেয়ে সন্তানের বাবা। তার ছোট ভাই আশরাফুল ইসলাম (২৫) কুষ্টিয়া শহরের মিশন স্কুলের বিপরীতে প্রতিবেশী হাকিমের দোকানে কাজ করতেন। আটকরা হলেন হাকিম, নিতু ও হাকিমের স্ত্রী। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩১ মার্চ রাতে প্রতিবেশী হাকিমের বাড়িতে চুরি হয়েছে বলে দাবি করে হাকিম তার দোকানের কর্মচারী আশরাফুল ইসলামকে চোর সন্দেহে মঙ্গলবার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন।

এর জের ধরে হাকিম ও তার লোকজন আজ বৃহস্পতিবার সকালে আশরাফুলের বড় ভাই ছুরমানকে মারপিট করে হত্যা করেন। আজ সকালে নিজবাড়ির পাশ থেকে ছুরমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে মর্গে পাঠায়।

আরো পড়ুন
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

 

নিহত ছুরমান খানের বড় ভাই জয়নাল খান বলেন, ‘আমার ছোট ভাই আশরাফুল ইসলাম হাকিমের হালিমের দোকানে কাজ করত। ঈদের দিন রাতে হাকিম দাবি করে তার বাড়িতে চুরি হয়েছে।

সে আশরাফুলকে চুরির মিথ্যা অপবাদ দেয়। এরপর থেকে হাকিম ও তার লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল।’

তিনি আরো বলেন, ‘গত মঙ্গলবার সে বাড়ি থেকে আশরাফুলকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। এরপর আমার আরেক ভাই ছুরমান খান বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়।

হাকিম ও তার লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি এবং আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

নিহতের পরিবারের সদস্যরা বলেন, আশরাফুল ভালো মানুষ। তাকে চুরির মিথ্যা অপবাদ দেন হাকিম ও তার লোকজন। এই ঘটনার প্রতিবাদ করায় ছুরমানকে হত্যা করেছে হাকিম ও তার লোকজন। তাকে বিনা দোষে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।

আরো পড়ুন
বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি মশাররফ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য
খুলনা

বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বাসা থেকে ডেকে নেওয়া হয় যুবককে, লাশ পাওয়া গেল মর্গে

খুলনা জেলার রূপসা সেতু টোল প্লাজার পূর্বদিক থেকে বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম সাদ (২০)। তিনি নগরীর খালিশপুর থানাধীন ঝুড়িভিটা ফকির বাড়ির বাসিন্দা বাবলু ফকিরের ছেলে।

আরো পড়ুন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

 

পুলিশ জানায়, বুধবার (৯ এপ্রিল) রাত ৯ নয়টার দিকে বৈকালী থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

আরো পড়ুন

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

 

পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তারা।

বর্তমানে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
সদরপুর

থামছেই না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দেখার কেও নেই

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
থামছেই না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দেখার কেও নেই
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর সদরপুরে স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিযোগিতা চলছে। স্থানীয় কতিপয় ব্যক্তি বিভিন্ন নদী ও খাল থেকে মাটি-বালি উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। পাশাপাশি চলছে কৃষিজমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসা। এসব অভিযোগ উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত লালমিয়া বেপারীর ছেলে নুরু বেপারীর বিরুদ্ধে।

আরো পড়ুন

সবসময় আমরা চাঁদের এক দিকই দেখি কেন?

সবসময় আমরা চাঁদের এক দিকই দেখি কেন?

 

নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় তিনি এসব অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও দেখার কেও নেই।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি এলালায় সরেজমিনে দেখা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে পাকা সড়কের পাশে বোরিং করে একটি ডোবায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পাকাসড়কের পাশের একটি ডোবা থেকে গত কয়েকদিন থেকে খেজুরতলা এলাকার নুরু বেপারী অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করছেন। ফলে হুমকির মুখে পড়েছে পাকা সড়ক।

আরো পড়ুন

বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

 

দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, ভূমি অফিসের লোক এসে ড্রেজার বন্ধের কথা বললে কয়েকদিন ড্রেজার বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। আমাদের এলাকার লোকজন এসে এটি লাগানোর সময় বাধা দিয়েছিল, কিন্তু এরা শুনেনি। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে প্রতিবছর আমাদের কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে।

ড্রেজার মালিক নুরু বেপারী বলেন, 'আমি দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন চালাচ্ছি। এতে কোনো সমস্যা হচ্ছে না।'

আরো পড়ুন

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

 

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, 'যে এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য
রাজবাড়ী

বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার হাতে পৌরসভার হিসাবরক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ী পৌরসভার হিসাবরক্ষকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল এগারোটায় রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের আয়োজনে মানববন্ধনে অংশ নেন পোরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন
ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের বাণিজ্যে প্রভাব পড়বে না : উপদেষ্টা

ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের বাণিজ্যে প্রভাব পড়বে না : উপদেষ্টা

 

এসময় বক্তারা বলেন, গতকাল সকাল এগারেটার দিকে রাজবাড়ী পৌরসভা কার্যালয়ে আসেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া।

এসময় তিনি পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে ডেকে আনেন হিসাবরক্ষক মো. মোকলেছুর রহমানকে। 

এসময় নির্বাহী কর্মকর্তার উপস্থিতে হিসাবরক্ষক মোকলেছুর রহমানকে কোন কিছু না জিজ্ঞেস করেই অকথ্য ভাষায় বকাবাজি ও মারপিট করেন তিনি। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। মানববন্ধনে সাবেক মেয়র ও বিএনপি নেতার বিচারের দাবি তোলা হয়।

আরো পড়ুন
গাজা গণহত্যা : মার্কিন ও সৌদি দূতাবাসে জবি শিক্ষক–শিক্ষার্থীদের স্মারকলিপি

গাজা গণহত্যা : মার্কিন ও সৌদি দূতাবাসে জবি শিক্ষক–শিক্ষার্থীদের স্মারকলিপি

 

এসময় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, ভুক্তভোগী পৌরসভার হিসাবরক্ষক মো. মোকলেছুর রহমান ও পৌরসভার সহকারী এসেসর ও পৌর কর্মচারী সংসদের আহবায়ক মো. নুরুন্নবীসহ প্রমূখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ