হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে কষ্টের ফসল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে কষ্টের ফসল
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের ফুলবাড়ীতে শাক-সবজি সংরক্ষণে কোনো হিমাগার নেই। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। কষ্ট করে উৎপাদন করা সবজি তোলার সঙ্গে সঙ্গে নামমাত্র দামে বিক্রি করতে হচ্ছে। না হলে ফসল পচে নষ্ট হচ্ছে।

 

বর্তমানে টমেটো বাজারজাতকরণের শেষ সময় চলছে। বাজারে পাইকারি মূল্য প্রকার ভেদে প্রতিকেজি ৫-৭ টাকা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৯-১০ টাকায়। মজুরি ও পরিবহন খরচ না উঠায় চাষিরা খেত থেকে টমেটো তুলতে চাইছেন না।

ফলে খেতেই টমেটো নষ্ট হচ্ছে। কিন্তু মাসখানেক পরই সেই টমেটো ৫০-৬০ টাকা কেজি দামে বিক্রি হবে।

আরো পড়ুন
যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানায়, উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতকালীন শাক-সবজি এক হাজার ৭৫০ হেক্টর এবং গ্রীষ্মকালীন শাক-সবজি ৮৪০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ১০৮ হেক্টর জমিতে টমেটো, ১১০ হেক্টরে মরিচ, ৩৮ হেক্টরে শসা এবং ২০ হেক্টর জমিতে খিরা চাষাবাদ হয়েছে।

তবে গ্রাফটিং পদ্ধতিতে কেউ কেউ বারো মাসও টমেটো চাষাবাদ করছেন।

দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সবজি চাষি পরীক্ষিত চন্দ্র রায় ও মনোরঞ্জন রায় বলেন, স্থানীয় বেপারীরা ফুলবাড়ীর পাইকারি সবজি বাজার থেকে স্বল্প দামে কৃষকের শস্য কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বেশি দামে বিক্রি করছেন। এতে স্থানীয় কৃষকরা লাভবান না হলেও লাভবান হচ্ছে ওইসব সবজি বেপারীরা। কৃষকের ভাগ্যের উন্নয়নে স্থানীয়ভাবে এখানে শুধু শাক-সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন করা হলে কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি সংরক্ষণ করে লাভবান হতেন।

উপজেলার শিবনগর ইউনিয়নের বুজরুক সমশেরনগর গ্রামের শাক-সবজি চাষি রুবেল বাবু ও জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে ফসলের মাঠে কৃষকের অনেক টমেটো রয়ে গেছে।

বাজারে দাম কমে গেছে। ক্ষেত থেকে টমেটো তোলার মজুরি ও পরিবহন ব্যয় না উঠার কারণে মাঠেই কষ্টের ফসল পচে নষ্ট হচ্ছে। 

আরো পড়ুন
ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার

ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার

ফুলবাড়ী সবজি বাজারের আড়তদার অজয় দত্ত ও মিহির দত্ত বলেন, এক মাস ধরে আড়তে টমেটো বিক্রি হচ্ছে প্রকার ভেদে কেজি ৭-৮ টাকায়। গত সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে ৫-৭ টাকায়। বাজারে টমেটোর দাম এতটাই কমে গেছে যার কারণে কৃষকরা ক্ষেতের টমেটো তুলতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তবে যারা আগাম টমেটো চাষ করেছিলেন তারা লাভবান হয়েছেন।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল বাতেন ও মোস্তাফিজার রহমান বলেন, আগে বিভিন্ন এলাকার পাইকাররা টমেটো নিতে খেতে এলেও এখন কোনো পাইকার আসছেন না। আগের মতো টমেটোর চাহিদা এখনও নেই। টমেটো উত্তোলন, গাড়িভাড়া দিয়ে বাজারে নিয়ে ৫-৬ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। এ ক্ষেত্রে দেখা যায়, বিক্রির চেয়ে খরচ বেশি। তাই আর খেতে থাকা টমেটো তুলছে না, এতে ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে গাছের টমেটো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এটি একটি পচনশীল ফসল, তা ছাড়া এখন অন্যান্য সবজিও বাজারে থাকা এবং এ বছর উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা দাম পাচ্ছে না। তবে যারা আগাম টমেটো চাষ করেছেন তারা আশানুরূপ লাভ করেছেন। তবে ফুলবাড়ীতে একটি শাক-সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা গেলে শুধু ফুলবাড়ী নয়, এ অঞ্চলের অন্যান্য উপজেলার কৃষকরাও এর সুফল ভোগ করতে পারবেন।

আরো পড়ুন
ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল এসআই কবীরের, ফিরলেন লাশ হয়ে

ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল এসআই কবীরের, ফিরলেন লাশ হয়ে

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যার অভিযোগ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

ঢাকার সাভারে ঈদের রাতে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার সদর থানা এলাকার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস যাবৎ সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করতেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি কল আসে। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে, রুবেলকে গুলি করেছে, সে বাঁশপট্টি এলাকায় পড়ে আছে।

পরে আমরা সেখান থেকে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্ণব বলেন, ‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’

মন্তব্য

রাকিব-সাজিদদের জীবনে নেই ঈদের আনন্দ

আরিফ হাসান, ঠাকুরগাঁও
আরিফ হাসান, ঠাকুরগাঁও
শেয়ার
রাকিব-সাজিদদের জীবনে নেই ঈদের আনন্দ
ছবি : কালের কণ্ঠ

ঈদ আসে, ঈদ যায়। কিন্তু পনেরো বছর বয়সী রাকিবের জীবনে ঈদের আনন্দ যেন এক অধরা স্বপ্ন। বাবা-মাকে হারানোর পর ঠাকুরগাঁও জেলার শিশু বালক পরিবারে ঠাঁই হয় তার। এখানেই কাটে তার শৈশব ও কৈশোর।

ঈদের নতুন পোশাক, আত্মীয়ের বাসায় মেহমান হয়ে যাওয়া, বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়—এসব তার জীবনে নেই। ঈদের দিনটিও আর দশটা সাধারণ দিনের মতোই কাটে।

রাকিবের মতো এই পরিবারে রয়েছে আরো ৭৫ জন এতিম শিশু। তাদের বেশির ভাগই বাবা-মাকে হারিয়েছে, কেউ হারিয়েছে শেষ আশ্রয়টুকুও।

পরিবারের সঙ্গে ঈদের খুশি কেমন হয়, তা তাদের অজানা। একাকিত্ব যেন তাদের নিত্যসঙ্গী।

আরো পড়ুন
ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত করব : দেলাওয়ার হোসেন

ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত করব : দেলাওয়ার হোসেন

 

১২ বছর বয়সী নাসিরও একই গল্প বলে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর এতিমখানাই তার ঠিকানা।

ঈদের সকালে অন্যদের সঙ্গে নামাজে যায়, কিন্তু মন খারাপ হয়ে থাকে। নতুন জামা পায়, কিন্তু কার জন্য সাজবে? কেউ নেই আদর করে বলবে, ‘তুমি কত সুন্দর লাগছো!’ মেহমান আসবে না, মিষ্টি মুখ করাবে না। শুধু টিভির পর্দায় অন্যদের আনন্দ দেখে তার দিন কাটে।

১৩ বছর বয়সী মীমের ঈদ তো আরো নিঃসঙ্গ। বাবা-মায়ের ভালোবাসা কেমন, তা সে জানে না।

এতিমখানায় বেড়ে ওঠা। ঈদের দিন তার কাছে সাধারণ দিনের মতোই। খাওয়া, ঘুম, টিভি দেখা আর একাকিত্বে ডুবে থাকা। অন্য শিশুদের হাসিমুখ দেখে তার মনে প্রশ্ন জাগে, ‘আমার কি কেউ নেই?’

আরো পড়ুন
মায়ানমারে সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা

মায়ানমারে সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা

 

১০ বছর বয়সী সাজিদ বাবা-মাকে হারিয়েছে ছয় বছর বয়সে। এরপর সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় তার। ‘ছোটবেলায় মা নতুন জামা কিনে দিত। এখন তো কেউ নেই। ঈদের দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাই। রাতে যখন সবাই ঘুমায়, মায়ের কথা মনে পড়ে,’ বলতে গিয়ে চোখের কোণে জল জমে তার।

ঠাকুরগাঁও শিশু বালক পরিবারের পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমাদের প্রতিটি শিশুর জীবনে এক গভীর শূন্যতা আছে। ঈদের দিনে আমরা সাধ্যমতো তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। নতুন পোশাক, ভালো খাবার দিই, কিন্তু পরিবারের ভালোবাসার অভাব পূরণ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাদের ঈদ কিছুটা আনন্দময় হতে পারে।

মন্তব্য

পরিবারহীন ঈদ, নাছিরদের আনন্দহীন উৎসব

আরিফ হাসান, ঠাকুরগাঁও
আরিফ হাসান, ঠাকুরগাঁও
শেয়ার
পরিবারহীন ঈদ, নাছিরদের আনন্দহীন উৎসব
ছবি : কালের কণ্ঠ

ঈদ আসে, ঈদ যায়। কিন্তু ১৫ বছর বয়সী রাকিবের জীবনে ঈদের আনন্দ যেন এক অধরা স্বপ্ন। বাবা-মাকে হারানোর পর ঠাকুরগাঁও জেলার শিশু বালক পরিবারে ঠাঁই হয় তার। এখানেই কাটে তার শৈশব ও কৈশোর।

ঈদের নতুন পোশাক, আত্মীয়ের বাসায় মেহমান হয়ে যাওয়া, বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়—এসব তার জীবনে নেই। ঈদের দিনটিও আর দশটা সাধারণ দিনের মতোই কাটে।

রাকিবের মতো এই পরিবারে রয়েছে আরো ৭৫ জন এতিম শিশু। তাদের বেশির ভাগই বাবা-মাকে হারিয়েছে, কেউ হারিয়েছে শেষ আশ্রয়টুকুও।

পরিবারের সঙ্গে ঈদের খুশি কেমন হয়, তা তাদের অজানা। একাকিত্ব যেন তাদের নিত্যসঙ্গী।

১২ বছর বয়সী নাসিরও একই গল্প বলে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর এতিমখানাই তার ঠিকানা।

ঈদের সকালে অন্যদের সঙ্গে নামাজে যায়, কিন্তু মন খারাপ হয়ে থাকে। নতুন জামা পায়, কিন্তু কার জন্য সাজবে? কেউ নেই আদর করে বলবে, ‘তোমাকে কত সুন্দর লাগছে!’ মেহমান আসবে না, মিষ্টি মুখ করাবে না। শুধু টিভির পর্দায় অন্যদের আনন্দ দেখে তার দিন কাটে।

১৩ বছর বয়সী মীমের ঈদ তো আরো নিঃসঙ্গ। বাবা-মায়ের ভালোবাসা কেমন, তা সে জানে না।

এতিমখানায় বেড়ে ওঠা। ঈদের দিন তার কাছে সাধারণ দিনের মতোই। খাওয়া, ঘুম, টিভি দেখা আর একাকিত্বে ডুবে থাকা। অন্য শিশুদের হাসিমুখ দেখে তার মনে প্রশ্ন জাগে, ‘আমার কি কেউ নেই?’

১০ বছর বয়সী সাজিদ বাবা-মাকে হারিয়েছে ৬ বছর বয়সে। এরপর সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় তার। ‘ছোটবেলায় মা নতুন জামা কিনে দিত। এখন তো কেউ নেই। ঈদের দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাই। রাতে যখন সবাই ঘুমায়, মায়ের কথা মনে পড়ে’ বলতে গিয়ে চোখের কোণে জল জমে তার।

ঠাকুরগাঁও শিশু বালক পরিবারের পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমাদের প্রতিটি শিশুর জীবনে এক গভীর শূন্যতা আছে। ঈদের দিনে আমরা সাধ্যমতো তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। নতুন পোশাক, ভালো খাবার দিই, কিন্তু পরিবারের ভালোবাসার অভাব পূরণ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাদের ঈদ কিছুটা আনন্দময় হতে পারে।’

মন্তব্য

ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত করব : দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত করব : দেলাওয়ার হোসেন
ছবি : কালের কণ্ঠ

ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে কৃষি ইনস্টিটিউট, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেন।

গতকাল সোমবার (৩১ মার্চ) ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
যেসব এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

যেসব এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

 

মোহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, ‘উত্তরবঙ্গের কৃষকরা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু তারা ন্যায্যমূল্য পান না।

যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, গবেষণা হবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো হবে। ঠাকুরগাঁওয়ে কোনো মেডিক্যাল কলেজ নেই। এখানকার মানুষ চিকিৎসার জন্য দিনাজপুর কিংবা রংপুরে যেতে বাধ্য হয়।
অনেক সময় দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসা না পাওয়ায় জীবন হারাতে হয়। আমাদের সরকার ক্ষমতায় গেলে এই জেলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষ সহজেই উন্নত চিকিৎসা পেতে পারেন।’

তিনি আরো বলেন, ‘আমি শুনেছি, ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল, কিন্তু তা আটকে আছে। কী কারণে এটি বাস্তবায়িত হচ্ছে না, তা আমাদের জানা নেই।

তবে আমরা সরকার গঠন করলে খুব দ্রুত এই বিশ্ববিদ্যালয় চালু করব, যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দূরে যেতে বাধ্য না হন।’

জামায়াত নেতা অভিযোগ জানিয়ে বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে বিমানবন্দরটি ছিল, তা আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় প্রেসক্রিপশনে এটি বন্ধ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অথচ এই বিমানবন্দরটি চালু হলে ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং এটি পুরো উত্তরবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা ক্ষমতায় গেলে এই বিমানবন্দর পুনরায় চালু করব।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির প্রসঙ্গ টেনে মোহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, ‘আমি বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে এখানে চাঁদাবাজি চলছে। অথচ যারা ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা দখলদারি কিংবা চাঁদাবাজির জন্য প্রাণ দেননি। তারা চেয়েছিলেন একটি সুন্দর ও স্বাধীন বাংলাদেশ। আমরা ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত করব।’

আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ ১৭ বছর পর স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করেছি উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে আমাদের ঈদের নামাজ পড়ার সুযোগ ছিল না। কিন্তু এখন আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি। আমরা যখন বাংলাদেশে ঈদ উদযাপন করছি, তখন ফিলিস্তিনি ভাইয়েরা না খেয়ে দিন কাটাচ্ছেন, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো ঈদ নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি তাদের ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ