ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রায় ২৫-৩০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। সোমবার (৩১ মার্চ) দক্ষিণ বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে গ্রামের আফজালের ছেলে সাব্বির হোসেন তার পরিত্যক্ত গম ক্ষেতের শুকনা ডালে আগুন দেন। শুষ্ক আবহাওয়ার কারণে সেই আগুন ছড়িয়ে পড়ে।
রানীশংকৈল ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফিরোজ, আব্বাস, গোলাম, কামরুজ্জামানসহ প্রায় ১৫-২০ জন কৃষকের ২৫-৩০ বিঘা জমির গম পুড়ে যায়।
আরো পড়ুন
ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে : কাদের গনি চৌধুরী
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ বলেন, ‘আমরা সারা দিন হাড়ভাঙা খাটুনিতে এই ফসল ফলিয়েছি। কিন্তু এক ভুলে সব শেষ হয়ে গেল।
আমাদের চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল, আমরা অসহায় হয়ে দেখলাম ‘
আরেক কৃষক গোলাম বলেন, ‘আমি সারা দিন মানুষ লাগিয়ে গম কেটেছি। ভেবেছিলাম, ঘরে তুলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারব। কিন্তু সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা কিভাবে বাঁচব?’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, ‘এখানে প্রায় ১০ একর জমির ফসল পুড়ে গেছে।
এই ক্ষতি অপূরণীয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।’
আরো পড়ুন
নরসিংদীতে কথা-কাটাকাটির জেরে ৪ জনকে কুপিয়ে জখম
এই ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের পক্ষে অসম্ভব।
রানীশংকৈল উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকদের পাশে রয়েছি। তাদের সহযোগিতা করা হবে।’
আরো পড়ুন
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি