দিনাজপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনি এ তথ্য জানান। তিনি জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২৮০টি কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা।
পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন। অনুপস্থিত থাকে ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী।
আরো পড়ুন
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি
এর মধ্যে রংপুর জেলায় ২০৬ জন, গাইবান্ধা জেলায় ২০৩ জন, নীলফামারী জেলায় ১৪৩ জন, তুড়িগ্রাম জেরায় ১৫২ জন, লালমনিরহাট জেলায় ৯৯ জন, দিনাজপুর জেরায় ২৭০ জন, ঠাকুরগাঁও জেলায় ১৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শতকরা অনুপস্থিতির হার ০.৮০ শতাংশ।
কোনো বহিষ্কার নেই।