ঈদ আসে, ঈদ যায়। কিন্তু পনেরো বছর বয়সী রাকিবের জীবনে ঈদের আনন্দ যেন এক অধরা স্বপ্ন। বাবা-মাকে হারানোর পর ঠাকুরগাঁও জেলার শিশু বালক পরিবারে ঠাঁই হয় তার। এখানেই কাটে তার শৈশব ও কৈশোর।
ঈদ আসে, ঈদ যায়। কিন্তু পনেরো বছর বয়সী রাকিবের জীবনে ঈদের আনন্দ যেন এক অধরা স্বপ্ন। বাবা-মাকে হারানোর পর ঠাকুরগাঁও জেলার শিশু বালক পরিবারে ঠাঁই হয় তার। এখানেই কাটে তার শৈশব ও কৈশোর।
রাকিবের মতো এই পরিবারে রয়েছে আরো ৭৫ জন এতিম শিশু। তাদের বেশির ভাগই বাবা-মাকে হারিয়েছে, কেউ হারিয়েছে শেষ আশ্রয়টুকুও।
১২ বছর বয়সী নাসিরও একই গল্প বলে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর এতিমখানাই তার ঠিকানা।
১৩ বছর বয়সী মীমের ঈদ তো আরো নিঃসঙ্গ। বাবা-মায়ের ভালোবাসা কেমন, তা সে জানে না।
১০ বছর বয়সী সাজিদ বাবা-মাকে হারিয়েছে ছয় বছর বয়সে। এরপর সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয় তার। ‘ছোটবেলায় মা নতুন জামা কিনে দিত। এখন তো কেউ নেই। ঈদের দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাই। রাতে যখন সবাই ঘুমায়, মায়ের কথা মনে পড়ে,’ বলতে গিয়ে চোখের কোণে জল জমে তার।
ঠাকুরগাঁও শিশু বালক পরিবারের পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমাদের প্রতিটি শিশুর জীবনে এক গভীর শূন্যতা আছে। ঈদের দিনে আমরা সাধ্যমতো তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। নতুন পোশাক, ভালো খাবার দিই, কিন্তু পরিবারের ভালোবাসার অভাব পূরণ করা সম্ভব নয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাদের ঈদ কিছুটা আনন্দময় হতে পারে।
সম্পর্কিত খবর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সিরাজদিখানের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরো দুজনকে আটক করা হয়।
জানা যায়, আটকদের কাছ থেকে রামদা, ছুরি, চায়নিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।
আরো জানা যায়, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়।
কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার আদালতে চালান করা হয়েছে।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এক ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বিলাসবহুল গাড়ি আর নেতাকর্মীদের মোটসাইকেলের বহর নেওয়ার পরিবর্তে রিকশায় চড়ে নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে।
ঈদের দিনসহ কয়েক দিন ধরে তিনি উপজেলার বিভিন্ন অলিগলিতে রিকশায় ঘুরে জনগণের খোঁজখবর নিয়েছেন।
জহির উদ্দিন স্বপন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে রিকশায় চড়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন, যা জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা আলম বেপারি, খলিলুর রহমান, সামীমসহ অনেকেই বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের চরম সংকটকালেও এই নেতা জনগণের পাশে ছিলেন।
জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে জানান, বিগত ১৫ বছর তাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পর এবারের ঈদে মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। সাধারণ মানুষের সেই আনন্দে তিনিও শামিল হয়েছেন। এবারে প্রান্তিক জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
প্রায় দেড় যুগ পর গৌরনদীর কেন্দ্রীয় ঈদের নামাজের জামাতে অংশ নিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গৌরনদী কলেজসংলগ্ন কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে তিনি নামাজে অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঈদের নামাজে অংশ নেন।
নামাজ শেষে দোয়ায় জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সব শহীদ, ফিলিস্তিনের গাজায় নির্যাতিত নিরীহ মুসলিম, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে পুরো এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানো হয়।
উল্লেখ্য, গত ১৫ বছর গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি নেতাকর্মীদের জন্য রীতিমতো নিষিদ্ধ জনপদে পরিণত হয়েছিল। স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাড়িতে এসে ঈদসহ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হতো।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা লোকমান হোসেন লিবিয়ার জিম্মি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাপলেজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলী জয়নগর গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (২ এপ্রিল) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দালাল দাদন জমাদ্দারের মাধ্যমে লিবিয়াতে জিম্মি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার।
লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম নামের একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।