রামুতে গরু চোরাচালান নিয়ে গোলাগুলি, নিহত ১

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার ও রামু প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার ও রামু প্রতিনিধি
শেয়ার
রামুতে গরু চোরাচালান নিয়ে গোলাগুলি, নিহত ১
প্রতীকী ছবি

মায়ানমারের গরু চোরাচালানের বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মো. নবী হোসেন (৪০) কাউয়ারখোপের পশ্চিম গনিয়াকাটা এলাকার মৃত আলী আকবরের ছেলে।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকাল ৫টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উখিয়ারঘোনা রাবার বাগান চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সীমান্ত ফাঁকি দিয়ে মায়ানমার থেকে চোরাচালানে আনা গরুর চালান টানার ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এদিকে পুলিশ বলছে, খুনের ঘটনাটি তদন্তে উঠে আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত মো. নবীর ঘনিষ্ঠজন মো. হানিফ, মো. হাছন, মো. হোছন ও সানী গরু পাস দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে। 

রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে পাচার করে আনা গরুর অবৈধ কারবার চলছে গত কয়েক বছর ধরে।

রামুর সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের পৃষ্ঠপোষকতায় শাহীন ডাকাত গ্রুপের বিশাল বাহিনীর সশস্ত্র সদস্যরা সীমান্ত থেকে গরু পাচারে জড়িত রয়েছে।

মায়ানমারের চোরাই গরু রামু উপজেলার গর্জনিয়া বাজারে বিক্রির জন্য তোলা হয়। এরপর প্রতি গরু পিছু ৮/১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি রশিদ নিয়ে মায়ানমারের গরুকে করা হয় দেশীয় গরু। 

এ কারণে গর্জনিয়া বাজারটির নীলাম ডাক এবার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বাজারটি অন্যান্য বছর ২/৩ কোটি টাকায় নিলাম হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি টাকায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

কালকিনিতে দুর্বৃত্তের কোপে মাছচাষির হাত বিচ্ছিন্ন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
কালকিনিতে দুর্বৃত্তের কোপে মাছচাষির হাত বিচ্ছিন্ন
ইউনুস সরদার। ছবি : সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে এক মাছচাষি ইউনুস সরদার (৪৫)-কে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে তারা। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে।

আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

আরো পড়ুন
৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

 

পুলিশ, আহতের স্বজন ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত মাছচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ইউনুসকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। বাঁধা দিলে মাছচাষির স্ত্রীকে পিটিয়ে আহত করে।

তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে।

তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। রাতের বেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।’

আরো পড়ুন
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

 

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়ে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

আহতের চিকিৎসা হাসপাতালে চলছে। এলাকার আধিপত্য নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পরে বলা যাবে।’

মন্তব্য

৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
৯ বছরেও চালু হয়নি দেড় কোটির কোয়ারেন্টাইন স্টেশন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে দেড় কোটি টাকা ব্যয়ে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন নির্মাণ করা হয় ২০১৪ সালে। তবে ভবন হস্তান্তরের ৯ বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও তা চালু করা হয়নি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। 

দামুড়হুদা প্রণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে বিদেশ থেকে আসা পশুপাখি ও প্রাণিজখাদ্যের মাধ্যমে প্রাণী ও মানুষের দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করতে ২০১৪ সালে দর্শনার জয়নগর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ৫ শতাংশ জমির ওপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৯ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন গড়ে তোলা হয়।

২০১৬ সালে  তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা কহিনুর ইসলাম ও দামুড়হুদা উপজেলা প্রণিসম্পদ অফিসার মশিউর রহমানের কাছে ভবনটি বুঝিয়ে দেওয়া হয়। সে সময় ৬ জন জনবল নিয়োগ দেওয়ার কথা থাকলেও ৪ জনকে নিয়োগ দেওয়া হয়। এদের একজন অফিস সহকারী, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন অফিস সহায়ক ও একজন নিরাপত্তা প্রহরী। এদের মধ্যে একজন দর্শনা প্রণিসম্পদ উন্নয়ন কার্যালয়ে ও দুই জন দামুড়হুদা প্রাণিসম্পদ অফিসে কর্মরত আছেন।
স্টেশনটি চালু না থাকায় শুধুমাত্র নৈশ প্রহরী থাকেন স্টেশনটিতে। 

দর্শনা পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান বলেন, বিশ্বের কয়েকটি দেশে বার্ডফ্লু আক্রান্ত হয়ে ব্যাপকহারে পাখি মারা যাচ্ছে। এমন ধরনের ভাইরাস থেকে রক্ষা পেতে কোয়ারেন্টাইন স্টেশন থেকে অনেক সহায়তা পাওয়া যায়। দর্শনার জয়নগর চেকপোস্টে স্টেশনটি চালু হলে ভারত থেকে আসা পশুখাদ্য পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে।

এতে আমরা কিছুটা নিরাপদ বোধ করতাম। 

প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের সহকারী পরিচালক নিলিমা আক্তার হ্যাপি বলেন, ২০৪১ সালে দেশ বিশ্বের উন্নয়নশীল দেশে উন্নীত হবে, এমন কথা চিন্তা করে সরকার চেকপোস্টে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন নির্মাণ করে। দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে গবাদিপশু না আসলেও প্রাণীজ খাদ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য কোয়ারেন্টাইন স্টেশনটির প্রয়োজন। 

তিনি বলেন, করোনা মহামারীর পর থেকে চেকপোস্টটি জৌলুস হারিয়েছে। আগের মতো সরগরম আর নেই।

কোয়ারেন্টাইন স্টেশনে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি রয়েছে কিন্তু তা ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে। এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লোকবল চাওয়া হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে চালু হবে।

মন্তব্য

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৪

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ৪
ছবি : কালের কণ্ঠ

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগ সৌরভের ঘর থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

জানা গেছে, আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত ৪টা থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত চলে এ অভিযান। এ অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

এ ছাড়া গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, নগদ ১২ লাখ ১২ হাজার টাকা এবং তার সহযোগী সোহাগ সৌরভের বাসা থেকে ১৩ লাখ ৯২ হাজার ৫৫৩ টাকা ও চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মো. আরাফাতকে আটক করা হয়।

বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আল মেহেদী (২৮) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মেহেদী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া ইতালি প্রবাসী লান্জু মিয়ার ছেলে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় বেড়াতে যান আল মেহেদী।

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে কালের কণ্ঠকে বলেন, ‘অগ্নিবীণা ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আল মেহেদী নামের একজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

মন্তব্য

সর্বশেষ সংবাদ