বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় মামলা, অজ্ঞাতপরিচয় আসামি ১৫০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় মামলা, অজ্ঞাতপরিচয় আসামি ১৫০
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা মো. জাহাঙ্গীর। শুক্রবার (২৮ মার্চ) রাতে অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলাটি (নং-১৭) করা হয়।

মামলার এজাহারে মো. জাহাঙ্গীর উল্লেখ করেন, জাবেদ চট্টগ্রাম শহরে কাঁচা তরকারির ব্যবসা করতেন। বিয়ের পর তিনি হাটহাজারীতে শ্বশুর বাড়িতে থাকতেন।

গত ১২ দিন পূর্বে ব্যবসায়িক কাজে বারইয়ারহাটে তার বন্ধু মাসুদ ও জাহিদের বাড়িতে আসেন এবং সেখানে অবস্থান করেন। সর্বশেষ গত ২৬ মার্চ সকাল ১০ টায় তিনি জাবেদের নম্বরে কল দিলে তিনি জানান, জোরারগঞ্জে তার বন্ধুর বাড়িতে আছে। পরবর্তীতে ওইদিন দুপুর ১২ টায় একটি নম্বর থেকে জাহাঙ্গীরের নম্বরে কল দিয়ে জানানো হয় দুষ্কৃতিকারীরা জাবেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার লাশ মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

আরো পড়ুন
ইমামের খতম তারাবির সম্মানি ছিনতাই

ইমামের খতম তারাবির সম্মানি ছিনতাই

 

এজহারে আরো উল্লেখ করা হয়, মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিল লিটন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শান্তিরহাট রোডের ভূঁইয়া বাড়ির মৃত কেনু সওদাগরের বাড়ির পশ্চিম পাশের গেইটের সামনে সংঘর্ষের মাঝে জাবেদকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, জাবেদ হত্যার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। এই ঘটনায় শনিবার রাত ৮টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান কাজ’

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান কাজ’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে, ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এ সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করব না।

বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সবার আগে বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

এসময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল।

মন্তব্য

খালে গোসল করতে নেমে শিশু নিখোঁজ, মেলেনি সন্ধান

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
খালে গোসল করতে নেমে শিশু নিখোঁজ, মেলেনি সন্ধান
প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে মালিহা (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি ও মৎস্যজীবী  মো. রাসেলে মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। 

জানা গেছে, বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়।

এ সময় বাবা-মা ও দুই খালা মালিহাকে স্রোতে তলিয়ে যেতে দেখে খালের পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। 

আরো পড়ুন
সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্রের মৃত্যু

 

এ সময় বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ও থানার পুলিশও সেখানে উদ্বার চেষ্টায় তাদের সহায়তা করে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে খালের তীরে মা-বাবা ও স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

 

বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আনোয়ার  হোসেন জানান, ওই শিশুটি খালের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বরিশালে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান করতে পারেননি।

মন্তব্য

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মাতুব্বর (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকায় বুধবার (২ এপ্রিল) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার মোস্তাক মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল মাতুব্বর মোটরসাইকেল নিয়ে উপজেলার চন্দ্রপাড়া থেকে পুলিয়া বাজারের দিয়ে যাচ্ছিল।

এ সময় পথিমধ্যে কোষাভাঙ্গা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব খোকন বলেন, ‘নিহত রাসেল নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য

ইজারাদারের ওপর হামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ইজারাদারের ওপর হামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরের জয়দিয়া বাওড়ের ইজারাদারের ওপর হামলার ঘটনায় এক বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাফদারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, নারায়ণপুর গ্রামের সমির হোসেন ও চান্দা ইসলাম।

এদিকে বুধবার সকালে তাদের ছাড়াতে থানা চত্বরে অবস্থান নেন ওই এলাকার কয়েক শ নারী-পুরুষ।

পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

আরো পড়ুন
শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

 

জানা যায়, বাঁওড় মৎসজীবী আন্দোলনের ব্যানারে বাঁওড়ের ইজারা বাতিল ও বাঁওড় ফেরতের দাবিতে দুই বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছিলেন হালদার সম্প্রদায়ের মানুষেরা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে কোটচাঁদপুর জয়দিয়া বাঁওড়পাড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা। 

এ সময় বাঁওড়ের ইজারাদার ও তার লোকজনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে তারা মিছিল সহকারে হামলা চালান ইজারাদারের ওপর। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন বাঁওড়ের ইজারাদারের কার্যালয়, খাবার রাখার গোডাউন ও মাছ ধরার নৌকা। 

ওই ঘটনায় গুরুতর আহত হন ইজারাদার রঞ্জিত হালদার। পরে তিনি কোটচাঁদপুর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করেন।

কোটচাঁদপুর মডেল থানার থানার ওসি কবির হোসেন মাতুব্বর কালের কণ্ঠকে বলেন, ‘বাঁওড়ের ইজারাদারের ওপর হামলা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ