কুমিল্লায় মধ্যরাতেও কেনাকাটার ধুম

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় মধ্যরাতেও কেনাকাটার ধুম
ছবি: কালের কণ্ঠ

শেষ সময়ে জমে উঠেছে কুমিল্লার ঈদ বাজার। শপিংমল ও ফুটপাতগুলোতে পা ফেলার জায়গা নেই। বিক্রি ভালো হওয়ায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। 

শনিবার রাত ১০টার দিকে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ ঘুরে দেখা গেছে, ফুটপাতের ব্যবসায়ীদের হাক ডাক ও দর কষাকষির মধ্য দিয়েই চলছে কেনাকাটা।

মার্কেটগুলোতে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতাদের ভিড় বেশি। দিনের বেলায় গরমের উত্তাপ ও যানজট থেকে বাঁচতে রাতে ঈদের কেনাকাটা করতে এসেছেন তারা। মা-বাবার হাত ধরে পছন্দের পোশাক কিনতে বাজারে এসেছেন শিশুরাও। বিক্রি ভালো হওয়ায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা।
 

আরো পড়ুন
ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

ছাত্রদলের বাধায় এনসিপির সংবাদ সম্মেলন পণ্ড

কান্দিরপাড়ে ফুটপাতের ব্যবসায়ী সোহেল রানা বলেন, শেষ সময়ে এসে এভাবে ক্রেতা ভিড় হবে ভাবেনি। গত বছরের চেয়ে এবার ভালো বিক্রি হয়েছে। গতকাল রাত ৪টায় বাসায় গিয়েছি। আজ মনে হয়, বাসায় যাওয়া যাবে না।

দিনের চেয়ে রাতে ক্রেতাদের ভিড় বাড়ে। 

রাজগঞ্জের কসমেটিক ব্যবসায়ী মো. হাসান বলেন, দোকানে এখন মেহেদী রঙের চাহিদা বেড়েছে। প্রচুর নারী ক্রেতা আসছেন। এ ছাড়া বিভিন্ন কসমেটিক পণ্য বিক্রি হচ্ছে। সারা রাত দোকান খোলা থাকবে।

 

আরো পড়ুন
রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

কান্দিরপাড়ের আ. রউফ এন্ড সন্সের কাপড় ব্যবসায়ী মো. শিহাব উদ্দিন বলেন, রাত যত বাড়ে ক্রেতার ভিড় তত বাড়তে থাকে। এত ক্রেতা আগে কখনই দেখিনি। কান্দিরপাড় এলাকায় পা ফেলার এক ইঞ্চি জায়গাও নেই। 

চকবাজার থেকে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে আসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. নাছির উদ্দিন। তিনি বলেন, বেতন পাওয়ার পর পরিবার নিয়ে রাতে ঈদের কেনা কাটা করতে এসেছি। কিন্তু কান্দি পাড়ে এত মানুষের ভিড় ঠেলে সামনে যেতে পারছি না। তাই একটু দাঁড়িয়েছি। এখন মনে হচ্ছে দিনের বেলা আসায় উচিত ছিল।        

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুর আলম ভূঁইয়া জানান, রমজানের শুরুতে বড় বড় শপিংমল এগুলোতে ভিড় ছিল। ঈদের শেষ মুহূর্তে এসে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। কান্দিরপাড় এলাকায় মধ্যরাতেও ক্রেতারা কেনাকাটা করছেন। নগরীর ছোট বড় ব্যবসায়ীরাও অনেক খুশি। 

আরো পড়ুন
গাইবান্ধায় এক টাকার বাজার থেকে ঈদ সামগ্রী পেল ২৫০ পরিবার

গাইবান্ধায় এক টাকার বাজার থেকে ঈদ সামগ্রী পেল ২৫০ পরিবার

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন বলেন, ঈদ ঘিরে মার্কেটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বড় বড় শপিংমলগুলোতে বাড়তি পুলিশ সদস্য দেওয়া হয়েছে। ঈদ বাজারে কুমিল্লায় এখনও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপি নেতা সাঈদ সোহরাব

ঢাবির বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে এগিয়ে নেবে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
ঢাবির বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে এগিয়ে নেবে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, গত ১৭ বছর দেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এখন মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।

 

মির্জাপুরের বিভিন্ন গ্রাম থেকে যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে মির্জাপুরের স্বার্থে তাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। মির্জাপুরের উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে ভতিষ্যতে তারাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে। নবীন শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দিয়ে মির্জাপুরসহ সারাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের গোল্ডেন স্পুন নামের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে মির্জাপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম ও শামসুজ্জামান লিটনসহ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সাইদুর রহমান সাঈদ সোহরাব পৌর এলাকার জহুরবাড়ি দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

 

মন্তব্য

নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচ শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচ শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।   

আহতরা হলেন- জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯) তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) তার মেয়ে শাহনা (১০)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

যাত্রা পথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

জানতে চাইলে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ শতাংশ পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, বিষয়টি তার জানা নেই।

 তবে তিনি এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরে জানাবেন।

মন্তব্য

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় স্বর্ণালী বলেন, প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও মারিয়ার মধ্যে।

মারিয়ার বিয়ে হয়ে গেছে।  হঠাৎ সকাল ১১টার সময় খবর পেয়ে রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে দেখতে পাই মারিয়ার সঙ্গে কথোপকথন। রাসেল ও মারিয়ার মধ্যে ঝগড়া চলছিল মনে হয়।
রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে।

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

অপরদিকে প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান কাজ’

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান কাজ’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে, ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এ সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করব না।

বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সবার আগে বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

এসময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ