‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।
তবে এই ‘বঙ্গবন্ধু এভিনিউ’ ঢাকার কি না এবং কত নম্বর রোডে ও বাড়িতে এই কার্যালয় তা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে যে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে, তাও ভুল বলে জানা যায়।
গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
দেখা পাইনি। তাঁর দেখা পেলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো।