বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৯০টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভার মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তি ও যাচাই-বাছাই করা হয়। জামুকা বলছে, এ সময় সভাগুলোতে ১৮ হাজার ১৬৮ জনকে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। একই সময়ে পাঁচ হাজার ৯৮৭ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশও করা হয়েছে।
তবে এ সময় অমুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখানোর বেশ কিছু অভিযোগও উঠেছে। এসব ঘটনায় উল্লেখযোগ্য শাস্তি না হলেও কারো কারো সনদ বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নতুন করে অমুক্তিযোদ্ধা শনাক্ত এবং মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করার ঘোষণা দেওয়া হয়। সেই লক্ষ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনসহ জামুকা আইন সংশোধন করে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়।
গত ২ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া উন্মুক্ত করা হয় মতামতের জন্য। খসড়া অধ্যাদেশে প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী, পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী দ্বারা নির্যাতিত নারী (বীরাঙ্গনা) এবং বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।
খসড়ায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) ও এমপি (আঞ্চলিক পরিষদের সদস্য) যাঁরা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হয়েছিলেন তাঁদেরসহ বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী ও দূত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ করার প্রস্তাব দেওয়া হয়।
তবে সম্প্রতি এই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
রণাঙ্গনের যোদ্ধা, বীরাঙ্গনা ও ফিল্ড হাসপাতালের চিকিৎসাসেবাদানকারীদের সঙ্গে মুজিবনগর সরকারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তবে অন্যরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবেই থাকবেন।
এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যাঁরা প্রবাসী সরকারে ছিলেন (মুজিবনগর সরকার) তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃত হবেন। তবে এমএনএ-এমপি তো সবাই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁরা সহযোগী হিসেবেই থাকবেন। সরকারটাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবে।
খসড়ার এই জায়গাটা সংশোধন হবে। সরকার যুদ্ধ পরিচালনা করেছে, সরকার তো থাকবেই।’
এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী কালের কণ্ঠকে বলেন, ‘স্বাধীনতার অর্ধশত বছর পরেও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে, জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমার বিবেচনায় সশস্ত্র মুক্তিযোদ্ধার পাশাপাশি বহির্বিশ্বে যাঁরা জনমত তৈরি করেছেন, স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন, মুজিবনগর সরকারের প্রশাসনে যাঁরা ছিলেন, সাংবাদিকসহ যাঁরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাঁদের মধ্যে বিভাজন করাটা উচিত হবে না। এটা করতে গিয়ে আমরা যেন কাউকে অসম্মান না করি। মুক্তিযুদ্ধের সহযোগী বলে মান নির্ণয় বা বিভাজনের পক্ষে নই আমি।’
তবে অমুক্তিযোদ্ধা শনাক্তের ব্যাপারে সরকারের অবস্থানের পক্ষে মত দিয়ে সারওয়ার আলী বলেন, ‘আমি চাই একটা ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিক। বিভিন্ন সময়ে দুর্নীতির মাধ্যমে প্রচুর সংখ্যায় অমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আমি চাই এটি ভালোভাবে যাচাই-বাছাই করা হোক। সরকার যদি এটি করতে পারে, আমি তাদের ধন্যবাদ জানাব।’
অধ্যাদেশ চূড়ান্তের অপেক্ষা, মাঠ পর্যায়ে বাছাই কাজে যুক্ত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ : বর্তমানে জামুকার সদ্যদের নিয়ে গঠিত দুটি উপকমিটি অগ্রাধিকার ভিত্তিতে আদালতের আদেশ ও রিটের বিষয়গুলো নিষ্পত্তি করছে বলে জানিয়েছে জামুকা সূত্র। সেই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ৮৯ হাজার ২৩৫ জনের ডেটাবেইস ও তথ্য যাচাইয়ের কাজ করছে। এরই মধ্যে ৪০ হাজারের মতো তথ্য যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।
জামুকা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জামুকা অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পরেই বড় পরিসরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু করা হবে দেশজুড়ে। এই কাজে মাঠ পর্যায়ে প্রত্যক্ষভাবে যুক্ত করা হবে মুক্তিযোদ্ধা সংসদকে। মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় ও সংসদের নির্বাচনের ধারাও সংশোধনের প্রস্তাব দেওয়া আছে জামুকার খসড়া অধ্যাদেশে। আগামী এপ্রিলের মধ্যেই অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত হতে পারে।
এ বিষয়ে ফারুক-ই-আজম বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় করতে চাই। এর জন্য জামুকা অধ্যাদেশ পাস করতে হবে। এখন সংসদে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। প্রশাসকে কাজ হচ্ছে না। সংসদ গ্রাম পর্যন্ত বিস্তৃত। বিভিন্ন জায়গায় এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যাঁরা রণাঙ্গনের সত্যিকারের মুক্তিযোদ্ধা তাঁদের সম্পৃক্ত করতে হবে। তাঁরাই তো এলাকার মুক্তিযোদ্ধাদের চেনেন জানেন।’
স্বেচ্ছায় গেজেট বাতিলের আবেদন ১০-১২ অমুক্তিযোদ্ধার : গত ডিসেম্বরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছিলেন, কোনো অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলে তাঁকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হতে পারে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই আহ্বানে সাড়া দিয়ে ১০ থেকে ১২ জন অমুক্তিযোদ্ধা এরই মধ্যে নাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বলে কালের কণ্ঠকে জানান উপদেষ্টা। এর আগে জামুকার ৯২তম সভায় যেসব অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় গেজেট ও সনদ বাতিল করতে ইচ্ছুক তাঁদের এ বছরের ২৬ মার্চ পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করা হয়নি।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে ফারুক-ই-আজম বলেন, ‘২৬ মার্চের কথা আমরা আলোচনা করেছি, কিন্তু সময় নির্ধারণ করে দিইনি। এটার একটা সুনির্দিষ্ট তারিখ আমরা দিয়ে দেব যে এত তারিখের ভেতর যদি তাঁরা চলে যান তাহলে তাঁদের বিরুদ্ধে আর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। আমি মনে করছি, এই সুযোগটা দিলে অনেকেই (অমুক্তিযোদ্ধা) সরে যাবেন।’
ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জামায়াতের আমির বলেন, ‘এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশ ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।
দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে।’
জামায়াতের আমির আরো বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি-স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন আমরা তাঁদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
’
জামায়াতের আমির বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে, সে জন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের মধ্যে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর।
মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধ তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং একে অপরের সুখানন্দ ও দুঃখ-কষ্ট ভাগ করে নিই।’
জামায়াতের আমির সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের মধ্যে ঐক্যকে আরো অটুট রাখতে হবে।’
গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
এ সময় আরো বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহসভাপতি মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম, সদস্যসচিব কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুুর রহমান।
জগন্নাথ হলে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধির সামনে মোহন রায়। ছবি : কালের কণ্ঠ
তখনো সূর্যের আলো ফোটেনি। দূর থেকে আসছে কান্নার শব্দ। এ যেন স্বজন হারানোর বেদনা। জগন্নাথ হলের গণসমাধির দিক থেকে আসছে কান্নার আওয়াজ।
কাছে গিয়ে দেখা গেল, ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধি’র নিচে ঘাসের ওপর বসে কাঁদছেন এক ভদ্রলোক। পরনে নীল ফুলহাতা শার্ট, কালো প্যান্ট। একবার হাত দিয়ে গণসমাধি ছুঁয়ে দেখছেন, আরেকবার সবুজ ঘাস। চোখের জল যেন কিছুতেই বাঁধ মানছে না।
মিনিট দুয়েক পর পিঠে হাত দিলাম—‘দাদা কাঁদছেন কেন?’
পেছন ফিরে তাকালেন। শার্টের হাতায় চোখ মুছে বললেন, ‘ভাই, আজ ২৫ মার্চ। দিনটা এলে নিজেকে কিছুতেই স্থির রাখতে পারি না। একাত্তরের এই দিনে এই সবুজ চত্বর রাঙা হয়েছিল আমার স্বজনদের রক্তে।
কত যে লাশ টেনেছিলাম!’
বলতে বলতে গলা ধরে আসে তাঁর। শুধু যে স্বজন বা পরিচিতদের হারিয়েছেন তা নয়, সেদিন নিজেও মরতে মরতে বেঁচে গিয়েছিলেন।
নাম তাঁর মোহন রায়। পেশায় মালি। এখন ঢাকার বাংলামোটরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
থাকেন আজিমপুর। বয়স সত্তরের ঘরে। কিন্তু দেখলে বোঝার উপায় নেই। এই বয়সেও নিয়মিত সাইকেল চালিয়ে যাতায়াত করেন।
২৫ মার্চ জগন্নাথ হল ও তত্সংলগ্ন এলাকায় গণহত্যার শিকার লাশগুলো জগন্নাথ হলের মাঠে জড়ো করার পর সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন মোহন। পায়ে গুলি লাগলেও বেঁচে যান। জীবন-মৃত্যুর সংকটময় সময়ে মানবতার ডাকে সহযোদ্ধাকে বাঁচানোর চেষ্টা করেছেন।
স্কুলে যাওয়া হয়নি : মোহনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। অভাব মোহনদের সংসারে বারো মাসের গল্প। স্কুলে ভর্তি হতে পারেননি। তবে নাম-ঠিকানা লিখতে পারেন। তাঁর বাবা বাসু রাজভর ফজলুল হক হলের মালি ছিলেন। মোহন ঢাকা ক্লাবে টেনিস বয় হিসেবে কাজ করেছেন কয়েক বছর। সেই সুবাদে কাজ চালানোর মতো উর্দু বলতে পারতেন। পরে চাকরি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে।
সেদিন জ্বর ছিল তাঁর : জগন্নাথ হলে রবীন্দ্রভবনের পেছনের পূর্ব পাশটায় ছিল মোহনদের বাসা। একাত্তরে তিনি ২০ বছরের তরুণ। ঢাকার রাজপথ উত্তপ্ত। মোহনরা টের পাচ্ছিলেন বড় কিছু একটা ঘটতে চলেছে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণও শুনেছিলেন রেসকোর্স ময়দানে বসে। ২৫ মার্চ দুপুর থেকেই জ্বর ছিল তাঁর। শরীরটাও ছিল ক্লান্ত। সন্ধ্যার একটু পর ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে গোলাগুলির শব্দে। উঠে দেখেন লাল আলো এবং ধোঁয়া। হলের পাশের মেইন রোডে পাক সেনাদের অনেক গাড়ি। হলের ভেতরে দলে দলে সেনারা প্রবেশ করছে। অনবরত গুলির আওয়াজ। বাড়ির সবাই মিলে চৌকির নিচে আশ্রয় নিলেন। আক্রমণটা শুরু হলো রাত ১২টার দিকে। চারদিকে শুধু ‘বাঁচাও-বাঁচাও’ শব্দ। হানাদারদের একটা গাড়ি তাঁদের বাসার সামনে রাখল। আর্মিরা দরজা খুলতে বলল। বাসু রাজভর উঠে দরজা খুলে দিলেন। ওরা সবাইকে বের হতে বলল। মোহন উর্দুতে বলেছিলেন, ‘হাম লোক কৈ কাছর নেই হ্যায়, হাম লোককা উপর ক্যা জুলুমছে আয়া।’ ওরা বলল, ‘তুম লোক উর্দুমে বাত চিতকে বাতায়া সামাজ মে নেহি তো হাম মেজর সাব কো বোলায়া।’
জি সি দেব পড়ে ছিলেন মেঝেতে : মোহন মাঠে এসে দেখেন, টিনশেডের ছাত্রাবাস, সোনালি ব্যাংক জ্বলছে। মেজরের সামনে থেকে সেনারা মোহনদের ডেকে নিয়ে গেল লাশ টানার জন্য। বাংলা এবং উর্দু বলতে পারে যারা—দুটো দলে ভাগ করল তাদের। দুই গ্রুপ সৈন্য ভার নিল কাজ করানোর। বাংলাভাষী গ্রুপ কাজ শুরু করল হলের ভেতর, আর অন্য গ্রুপকে নিয়ে গেল শিববাড়ীর দিকে।
মোহন বলেন, ‘আমরা সামনে, পেছনে সেনারা। রাইফেল তাক করা—যেন পালাতে না পারি। বুধিরাম, মিস্ত্রি, জহরলালসহ আমার সঙ্গে আরো পাঁচজন ছিল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব। থাকতেন শিববাড়ীসংলগ্ন শিক্ষক কোয়ার্টারে। মোহনরা গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। পাক সেনারা লাথি মেরে ভাঙল। মোহন বলেন, ‘ঘরের ভেতরে আর কেউ ছিল না। বাইরে থেকে জানালা দিয়ে দেব বাবুকে ওরা গুলি করেছে। ঘরে ঢুকে দেখি, দেববাবু মেঝেতে পড়ে আছেন। আমরা তাঁর লাশ টেনে নিয়ে বর্তমান জগন্নাথ হল শহীদ মিনারের কাছে রাখি। রক্তমাখা ভারী শরীর। আনার সময় তাঁর পরনের ধুতিটা খুলে গিয়েছিল। তখন লাশটা মাটিতে রেখে ধুতিটা ঠিক করে দিচ্ছিলাম। এর মধ্যেই ঘাড়ে রাইফেলের বাঁট দিয়ে মারল এক পাক সেনা। গালিও দিল—‘তুম ইয়ে লাশকো কিউ রাখতা হ্যায়, এক সাথমে টেনে চল।’
মধুদা তখনো বেঁচে ছিলেন : চারদিক থেকে লাশ টেনে আনা হচ্ছে। মৃত ভেবে মধুদার লাশ আনতে যখন তাঁর বাসায় গেলেন, তখনো তিনি জীবিত ছিলেন বলে জানালেন মোহন। বললেন, ‘আহত লোকটাকে নিয়ে আসতে হলো সেনাদের হুকুমে। তাঁর দেহটা রাখলাম মাঠে লাশের স্তূপে। রাখার পর গুলি করল সেনারা। গুলি করেই ক্ষান্ত হয়নি, বুট দিয়ে মুখটা থেঁতলে দিল।’
জগন্নাথ হল থেকে যেসব লাশ টেনেছিলেন—ততক্ষণে সবার শরীর শক্ত হয়ে গেছে। উত্তরবাড়ি থেকে, পুকুর পার থেকেও বহু ছাত্রের লাশ এনেছেন। যেসব ছাত্রের সঙ্গে ফুটবল খেলেছেন তাঁদের অনেকের লাশও টানতে হয়েছে।
লাশ টানতে টানতে প্রায় ভোর হয়ে গেল। পরে উর্দু জানা সবাইকে নেওয়া হলো মেজরের কাছে। এদের মধ্যে মোহনের এক স্বজনও ছিলেন। তিনি উর্দুতে পাক সেনাদের সঙ্গে বাতচিত করলেন। অন্যদের কাতর প্রার্থনা। কিন্তু মন গলল না।
মরার মতো পড়ে রইলেন : যারা লাশ টেনেছে, সবাইকে নিয়ে আসা হলো হলের শহীদ মিনারের সামনে। কাঁদতে কাঁদতে প্রাণভিক্ষা চাইছিলেন সবাই। কিন্তু তাঁদের লাইন ধরে দাঁড়াতে বলা হলো। মোহন ছিলেন একেবারে প্রথমে। উর্দুতে নিজেকে বিহারি বলে পরিচয় দিয়ে প্রাণভিক্ষা চাইলেন তিনি। মেজর বলল, ‘ওর লুঙ্গি উঁচিয়ে দেখ’। একজন সৈনিক সজোরে মোহনের গালে থাপ্পড় মারল। ঘুরে কয়েকজনের পেছনে চলে গেলেন তিনি। এরপর লাইনে দাঁড় করানো লোকগুলোকে গুলি করলে গুলিবিদ্ধ লোকগুলো পড়ল মোহনের ওপর। রক্তে গা ভেসে গেল।
মোহন বলেন, ‘ওরা মনে করল আমিও মারা গেছি। তবে কিছু সময় পর আমার পা নড়ে উঠলে পায়ে গুলি করল। গুলি খেয়েও মাটি কামড়ে পড়ে থাকলাম। একটা গুলি ডান পায়ের ঊরুতে এবং অপরটা বাঁ পায়ের হাঁটুর নিচে লাগে।’
অনেকক্ষণ গুলির শব্দ না পেয়ে মোহন চোখ খুলে দেখলেন, পাক সেনাদের দেখা যাচ্ছে না। তাঁর শরীর থেকে রক্ত ঝরছে, পা ফুলে গেছে। কাছেই দেখলেন বুধিরামকে। বোনাই (দুলাইভাই) বলে ডাক দিলেন। পেটে গুলি লেগেছে তাঁর। খুব কষ্টে পেট চেপে ধরে রেখেছেন। বুধিরামের খুব রক্তক্ষরণ হচ্ছিল। তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
আবার হলে ফেরা : স্বাধীন দেশে আবার হলে ফেরেন মোহন। আবার শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বাগানে ফুল ফোটানো। একসময় বিয়েও করেন। ব্যক্তি জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর নিয়েছেন।
২৫ মার্চের সেই বিভীষিকা আর ভুলতে পারেননি। পায়ে এখনো গুলির ক্ষত রয়ে গেছে। সাইকেল চালালে ব্যথামুক্ত থাকেন। হাঁটতে গেলে এখনো ব্যথা পান বলে জানালেন মোহন।
বাংলাদেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রস্তাবনা পাস অস্ট্রেলিয়ার সংসদে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাবনা পাস হয়েছে। দেশটির তিনটি রাজনৈতিক দল—লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা এই বিল প্রস্তাব করেন, যা সংসদে পাস হয়।
গত বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সংসদের অধিবেশনে এই আহ্বান জানানো হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো এবং নির্বাচনী সততা ও জবাবদিহির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তর; জরুরি ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা।
সংসদে লিখিত বক্তব্য দেন এনএসডব্লিউয়ের সদস্য এবিগেইল বয়েড। তিনি বলেন, ‘এই হাউস উল্লেখ করে যে—ক. ২৬ মার্চ ২০২৫ হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস, যা বাংলাদেশের একটি স্বাধীন, সার্বভৌম জাতি হিসেবে ৫৫ বছর পূর্তি এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিনটিকে স্মরণ করে; খ. বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার, ঐক্য, সাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ভবিষ্যতের জন্য সংগ্রামে বাংলাদেশি জনগণের শক্তি ও স্থিতিস্থাপকতা উদযাপন করে; গ. ২৩ মার্চ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লাকেম্বা লাইব্রেরি হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে অনেক সম্প্রদায়ের সদস্য এবং অতিথিরা উপস্থিত ছিলেন, যাঁরা স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একত্র হয়েছিলেন, যা বাংলাদেশ এবং বাংলাদেশি-অস্ট্রেলীয় সম্প্রদায়সহ বিশ্বজুড়ে বাংলাদেশি জনগণের জন্য একটি চিরন্তন গর্বের; ঘ. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাবেক শাসনব্যবস্থার পতনের পর বাংলাদেশের জনগণ গুরুতর চ্যালেঞ্জ, দুর্নীতি, হুমকি এবং অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে। এই সংকটময় সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তারা গণতান্ত্রিক ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং পদ্ধতিগতভাবে দুর্নীতি ভেঙে ফেলা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধার, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই সংসদ গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশি জনগণের চলমান লড়াইয়ের সঙ্গে তার সংহতি নিশ্চিত করে।
’
এবিগেইল বয়েড আরো বলেন, ‘এই সংসদ অস্ট্রেলিয়ান সরকারকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর এবং নির্বাচনী সততা, জবাবদিহি ও শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর এবং নির্বাচনী রোডম্যাপ জরুরি ভিত্তিতে প্রণয়নের জন্য আহ্বান জানাচ্ছে।’