ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

অসহায় সেজে আশ্রয় নিয়ে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
অসহায় সেজে আশ্রয় নিয়ে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার

অপহরণ হওয়া চার শিশুকে উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী আদুরী বেগম নামে এক নারীকেও আটক করা হয়। পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রাত সাড়ে ১২ টার দিকে রংপুর মেডিক্যালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা থেকে পুলিশ নিজ হেফাজতে রেখেছে।

এই ঘটনায় শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

আরো পড়ুন
১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র

১৪ বছর ধরে বন্ধ ভূমিকম্প পরিমাপক যন্ত্র

 

গ্রেফতার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই ঘটনায় হারাগাছ এলাকায় লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার সংশ্লিষ্টতা আছে কীনা তা খতিয়ে দেখা হবে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতারের পরেই নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে যায়। এরপরে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।

আরো পড়ুন
চেয়ারম্যানের দুর্নীতি, ফেসবুক লাইভে তথ্য দিলেন ইউপি সদস্য

চেয়ারম্যানের দুর্নীতি, ফেসবুক লাইভে তথ্য দিলেন ইউপি সদস্য

 

উদ্ধার হওয়া শিশুরা হলো- মমিনুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইসমাইল, মকবুল হোসেনের ছয় বছর বয়সী ছেলে রিফাত, আখিফুল ইসলামের আট বছর বয়সী মেয়ে আখি মনি ও মমিনুর ইসলামের ১২ বছর বয়সী সন্তান মিনু।

 

মকবুল হোসেন নামে এক অভিভাবক জানান, আদুরী বেগম নামক সেই নারী নিজেকে অসহায় দাবি করে গত বৃহস্পতিবার দিনের বেলা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে বিভিন্ন  বাড়িতে আশ্রয় চায়। পরে আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন আদুরী, শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের পরে ওই ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এর কিছুক্ষণ পর বাচ্চাদের না পেয়ে এলাকায় হৈচৈ পড়ে গেলর  তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।  

রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ভালো খবর হলো নিষ্পাপ এই বাচ্চা গুলোকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করিছি আমরা। মামলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ আনন্দ

ভাড়া মিলনায়তনে চলছে বাংলা সিনেমা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভাড়া মিলনায়তনে চলছে বাংলা সিনেমা

ঈদে সকল শ্রেণির দর্শকদের সুস্থ বিনোদন দিতে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে বাংলা সিনেমা প্রদর্শন করা হচ্ছে। ঈদের দিন থেকে চালানো হচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ভারতের নায়িকা রিদিকা পাল অভিনীত বাংলা ছায়াছবি “বরবাদ”। জনপ্রতি দেড়শত টাকায় টিকেট কেটে সিনেমা দেখছেন দর্শকরা। প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখানো হচ্ছে, ভিড়ও অনেক।

প্রতিদিন বিকেল সাড়ে ৩টা, সাড়ে ৬টা ও রাত্রী সাড়ে ৯টায় ৩টি শো’তে সিনেমা চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার, করা হয়েছে মাইকিং। আগামী ১৫ থেকে ২০দিন এই সিনেমা প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সিনেমা দেখতে আসা দর্শক নাজমুল হাসান, সুমন সেখ, আলী হোসেন ও রুবাইয়া জামান বলেন, প্রদর্শিত ছবিটা অনেক সুন্দর।

সিনেমা হলবিহীন সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে এ ধরনের আয়োজন করায় তারা অনেক খুশি। এ ধরনের বিনোদনের আয়োজন করায় আয়োজকদেরও ধন্যবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি সিরাজগঞ্জ জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো পুনরায় চালুর দাবী জানিয়েছেন আগত দর্শকরা। 

আরো পড়ুন
চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

 

সিনেমার আয়োজক ও চলচিত্র নৃত্যু পরিচালক সাইফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ শহরের চক কোবদাসপাড়ায়।

তিনি চলচিত্র নৃত্যু পরিচালক সমিতির সাবেক সহ-সভাপতি এবং জাসাসের চলচিত্র বিষয়ক সম্পাদক।

সিনেমা চালানোর প্রসঙ্গে তিনি বলেন, ৪০০ সিটের এই মিলনায়তনটি দৈনিক ৫ হাজার ৭৫০ টাকা ভাড়ায় সিনেমা চালানো হচ্ছে। টিকিটের দাম ধরা হয়েছে জনপ্রতি ১৫০ টাকা। প্রতিটি শোতে কিছু সিট খালি থাকলেও মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, যে সব জায়গায় সিনেমা হল বন্ধ রয়েছে, সেই সব অঞ্চলে মিলনায়তন ভাড়া নিয়ে ছবি প্রদর্শনে আইনি কোনো বাধা নেই।

এজন্য মন্ত্রণালয়, সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক ও পরিচালক সমিতি এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পৌরসভার অনুমোদন নেওয়া হয়েছে।

আরো পড়ুন
খেজুর থেকে দূরে থাকবেন যারা

খেজুর থেকে দূরে থাকবেন যারা

 

তিনি আরো বলেন, গত বছরও একই ভাবে সিনেমা চালানো উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিহিংসামূলক কারণে অবৈধভাবে বাধা দেওয়ায় মাত্র ৩দিন চালানোর পর সিনেমা বন্ধ করে দিতে হয়েছিল। এবার আশা করছি ১৫ থেকে ২০ দিন সিনেমা চালাতে পারবো। সুস্থ বিনোদন উপভোগের জন্য অস্থায়ী এই সিনেমা হলে দর্শকদের আসার আহবান জানিয়েছেন এই আয়োজক।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ পৌরবাসীকে সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য দৈনিক ভাড়ার ভিত্তিতে পৌর ভাসানী মিলনায়তনে সিনেমা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মিলনায়তনের সার্বিক নিরাপত্তা দেবে আয়োজকরা। এই ভাবে সিনেমা চলতে পারে কি না সিনেমা সংশ্লিষ্টরা বিষয়টি ভাল বলতে পারবেন, আমরা পৌরবাসীর বিনোদন প্রাপ্তির আশায় অনুমোদন দিয়েছি।

মন্তব্য

চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ

আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা)
আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা)
শেয়ার
চোখের পানিতে কাটল ফয়সালের মায়ের ঈদ
সন্তান ছাড়া ঈদ কাটানোর বর্ণনা দিচ্ছেন মা হাজেরা বেগম। ছবি : কালের কণ্ঠ

আজ মঙ্গলবার দুপুরে ফয়সালের বাড়িতে গিয়ে দেখা গেল, হাজেরা বেগম ঘরে বসে কাঁদছেন। তার কান্নার কারণ, ঘরে কোনো ঈদের আনন্দ নেই। সন্তান ছাড়া কোনো মায়ের ঈদ আনন্দের হতে পারে না। হাজেরা বেগম গণ-অভ্যুত্থানে শহীদ ফয়সালের মা।

তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামে। জেলায় শহীদ পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বাবা সফিকুল ইসলাম।

সাংবাদিকদের দেখে হাজেরা বেগম বলেন, ‘কত মানুষ দেখি, আমার মানিক ফয়সালকে দেখি না। ঈদ কাটল আমার কলিজার টুকরা মানিক ছাড়া চোখের পানিতে।

ঈদের আগে কেনাকাটার জন্য টাকা পাঠিয়ে আর বলল না, মা টাকা পাঠিয়েছি, তোমার, বাবার এবং ফাহাদের জন্য ঈদের নতুন কাপড় কিনে নিও। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে বলল না, মা সেমাই দাও। কী অপরাধ ছিল আমার মানিকের?’

শহীদ ফয়সালের লাশ পায়নি পরিবার। বেওয়ারিশ হিসেবে রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর খুঁড়ে একসঙ্গে ১২০ জনকে দাফন করে দেয়।

সেই আক্ষেপ রয়েছে মায়ের। তিনি বলেন, ‘আমার পুতের লাশটিও পাইনি। মানিকের কবরের পাশে কান্না করার সুযোগও পাচ্ছি না।’

প্রাসঙ্গিক
মন্তব্য

পীরগাছায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পীরগাছায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) কল্যাণী ইউনিয়ন পরিষদের সদস্য নেছার আহম্মেদ মামলাটি করেন। অভিযোগ উঠেছে, নেছারকে দিয়ে মামলাটি করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন ।

আসামিরা হলেন একাত্তর টেলিভিশন ও দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি আব্দুল কুদ্দুস সরকার, দৈনিক নতুন স্বপ্নের বার্তা সম্পাদক হারুন অর রশিদ বাবু এবং সাংবাদিক শাহীন মির্জা সুমন।

এ ছাড়া ভিজিএফ বঞ্চিত আজগার আলী ও শাহজাহান মিয়াকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন
খেজুর থেকে দূরে থাকবেন যারা

খেজুর থেকে দূরে থাকবেন যারা

মামলার এজাহারে বলা হয়েছে, ঈদের আগে কল্যাণী ইউনিয়নে সরকারিভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়। কিন্তু কয়েকজন সাংবাদিক ও স্থানীয় লোকজন শিশু-কিশোরদের ব্যবহার করে একটি ভিডিও ধারণ করেন, যা ইউএনও, ইউনিয়ন পরিষদ প্রশাসক এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে করা হয়েছে। এ ঘটনায় সরকারের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

বাদীর দাবি, তিনি ইউএনও কার্যালয়ে আইনি সহায়তার জন্য যাওয়ার পথে অভিযুক্ত সাংবাদিকরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তার ওপর আক্রমণ চালানো হয়। পরে ইউএনও নাজমুল হক সুমন ও ইউপি প্রশাসক ফারুকুজ্জামান ডাকুয়াকে বিষয়টি অবহিত করে মামলা করা হয়।

আরো পড়ুন
জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে প্রশাসক হিসেবে নিয়োগ পান উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া।

অভিযোগ উঠেছে, তিনি ইউএনওর নাম ব্যবহার করে ভিজিএফের স্লিপ স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভাগ করে দেন। এ ঘটনায় ২৬ মার্চ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউপি সদস্য ও সাংবাদিক শাহীন মির্জা সুমন।

সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার বলেন, ‘ইউএনও সুমন পীরগাছায় যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। আমরা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এমনকি তিনি নিজে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেন।

আমি তথ্য অধিকার আইনে একাধিক ভুয়া প্রকল্পের তথ্য চেয়েছি বলেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের নামে মামলা করেন।'

আরো পড়ুন
ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ইউএনও সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক হারুন অর রশিদ বাবু বলেন, 'সুমনের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ করেছি। সর্বশেষ, কল্যাণী ইউনিয়নে ভিজিএফ বিতরণে অনিয়মের খবর প্রকাশ করি। এই ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা ইউএনও ও ইউপি প্রশাসকের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল বের করে। আমি সেই মিছিলের লাইভ সম্প্রচার করি। এরপরই ইউএনও আমাদের বিরুদ্ধে মামলা করালেন।'

সাংবাদিক শাহীন মির্জা সুমন বলেন, ইউএনও মামলার বাদী করেছেন নেছারকে। আর কথিত সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মুন্সিকে সাক্ষী করা হয়েছে।

আরো পড়ুন
মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু

মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু

ইউপি প্রশাসক ডাকুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া ইউএনও সুমনের সঙ্গেও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পাঁচজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তদন্ত চলছে।

মন্তব্য

বেওয়ারিশদের নিয়েই তাদের ঈদ

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
বেওয়ারিশদের নিয়েই তাদের ঈদ
ছবি: কালের কণ্ঠ

তারা সবাই শিক্ষার্থী। তাই শুক্রবার এলেই তারা বেরিয়ে পড়েন কিছু মানুষের খোঁজে। পথে প্রান্তরে, সড়ক-মহাসড়কে, হাটবাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট এলাকায় ঘুরতে থাকেন সেই সব মানুষের খোঁজে। সমাজে চরম অবহেলায় যাঁদের দিন কাটে, সেই সব মানসিক ভারসাম্যহীন মানুষ খুঁজে বের করেন।

তাদের জীবনের একটি পরম লক্ষ্য হচ্ছে পথের ভারসাম্যহীন মানুষ পথ থেকে তুলে নেওয়া। পরিবার বাস্তুচ্যুত এই মানুষগুলো কারো মমতা পায় না। যে মানুষদের দিকে একবারে বেশি কেউ তাকায় না, যাদেরকে কেউ চায় না, সেইসব ভবঘুরেদের পরম যত্নে ঘরে তুলে নেয়াই তাদের নেশা।

বরিশাল নগরীর উপকণ্ঠ চরবাড়িয়ার ইউনিয়‌নের তালতলীর একটি ভাড়াটিয়া বাসায় তারা গড়ে তুলেছেন আশ্রয়কেন্দ্র।

নাম দিয়েছেন ‘আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম’। করোনার সময় থেকে শুরু হওয়া সেই পরিবারে এখন সদস্য সংখ্যা গি‌য়ে দাঁড়িয়ে‌ছে ১১ জনে। তাদের মধ্যে নয়জন নারী আর দুইজন পুরুষ। যারা তাদের পরিচয় কেউ বলতে পারছেন না।
পারছেন না নিজেদের ক্ষুধার কথা কাউকে বলতে, না পার‌ছেন বেঝা‌তে। কারণ সেই অনুভূ‌তিটুকু তা‌দের নেই।

বিভিন্ন স্থান থেকে ১১ জন বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাদের আশ্রয় তারা দিয়েছেন। কি নেই সেই আশ্রয়কেন্দ্রে। বেওয়ারিশদের মুখে তারা শুধু অন্নই তুলে দেন, তাদের গোসল থেকে শুরু করে চিকিৎসাসেবা সবকিছুই তারা নিশ্চিত করেন।

বেওয়ারিশ বৃদ্ধাদের নিয়ে তারা ঈদ উদযাপন করেছেন। 

নেপথ্যে নায়ক চারজন
এই তারা হচ্ছেন, মো. তাজুল ইসলাম আশ্রাফী, মো. হেদায়েতুল্লাহ, মো. হুজাইফা তামিমী এবং মো. রহমতুল্লাহ। তারা সবাই বরিশাল নগরীর বাজার রোডস্থ জামিয়া আরাবিয়া খাজা মঈদ উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থী। সেখান থেকে হাফেজি পড়া শেষ করেছেন। তা‌দের সহ‌যোগী হ‌য়ে‌ছেন একই মাদ্রাসার আরো ৫ জন। সহ‌যো‌গির তা‌লিকায় আরো র‌য়ে‌ছেন, হাজি ওমর শাহ বটতলা মাদ্রাসার ৩ জন, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার ৩ জন এবং জামিয়া হোসাইনিয়া নথুল্লাবাদ মাদ্রাসার ২ জন শিক্ষার্থী। তারা সবাই বৃদ্ধাশ্রম পরিচালনার কাজে যুক্ত করেছেন। এই ১৭ শিক্ষার্থীর টিউশনির টাকায় পরিচালিত হচ্ছে এই বৃদ্ধাশ্রম। কিন্তু দিনদিন বেওয়ারিশদের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা বৃদ্ধাশ্রমটি পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়েন। তাই আশ্রমটি পরিচালনার এর পর্ষদ বাড়িয়ে ২৭ সদস্য বিশিষ্ট করা হয়। সেখানে দুই গৃহিনীসহ অপর ৮জনই ক্ষুদ্র ব্যবসায়ী। যারা প্রতিষ্ঠানটি চালানোর জন্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বিভিন্ন সংকট মুহূর্তে আশ্রমের পাশে দাঁড়ান।

ঈদ উদযাপন
আশ্রমের ১১জন কারও মা, কারও বাবা। কিন্তু আজ আর কেউ নেই এদের জন্য। কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ছিল, কেউ হারিয়ে ফেলেছে নিজের ঠিকানা। জীবনের এই শেষবেলায় এরা রয়ে গেছে এক অনিশ্চিত আশ্রয়ে, স্মৃতি আর বাস্তবতার দোলাচলে। তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্যই শিক্ষার্থীদের ক্ষুদ্র প্রয়াস। ঈদের দিনে ‘আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম’ শিক্ষার্থীরা আয়োজন করেছিলেন ভালোবাসার এক ঈদ উৎসব। সকাল শুরু হয়েছিল সেমাই-পায়েসের মিষ্টি স্বাদে, দুপুরে ছিল সুস্বাদু তেহারি, আর রাতে গরুর কলিজা ভুনার আয়োজন। কেক কেটে আনন্দ ভাগ করে নেওয়ারও আয়োজন ছিল। শুধু খাবার নয়, ঈদের পূর্ণতা দিতে দাদিদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ সালামি।

ঈদ উৎসবে অংশ নিয়েছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ। তিনি কালের কণ্ঠকে বলেন, বরিশাল বিভাগের কোথায় এই ধরনের বেওয়ারিশদের নিয়ে বৃদ্ধাশ্রম নেই। শিক্ষার্থীরা এটি গড়ে তুলে অনণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা টিউশনির টাকায় আশ্রমটি পরিচালনা করছেন।

তি‌নি আরো ব‌লেন, অবেগ-অনুভূতিহীন ১১জন নারী-পুরুষকে নিয়ে ঈদ উদযাপিত হয়েছে। যাদের নিয়ে এই আয়োজন তারা শুধু খাবারের স্বাদ নিয়েছেন। আর আমরা যারা অংশ নিয়েছি তারা গভীর অনুভূতি হৃদয় দিয়ে অনুধাবন করেছিল। যেটা ভাষায় প্রকাশ করা যাবে না।  

যেভা‌বে পথচলা শুরু
অন্যতম উদ্যোক্তা তাজুল ইসলাম আশ্রাফী কালের কণ্ঠকে বলেন, করোনার কালীন প্রতিদিনই ভবঘুরেদের সাইকেলে করে বরিশালের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করতাম। তখন রাস্তার এই অভিভাবকহীন বৃদ্ধদের মানবেতর অবস্থা দেখে হৃদয় কেঁপে উঠতো। সেখান থেকে প্রথমে পোর্ট রোডের এক আধাভবঘুরে বৃদ্ধকে নিয়ে বিভিন্ন আশ্রমে দেওয়ার জন্য চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন আশ্রমের সীমিত জায়গা বা অন্যান্য সমস্যার কারণে কেউ নিতে রাজি হননি। তখনই চার শিক্ষার্থী সিদ্ধান্ত নেন যে নিজেরাই আশ্রম গড়বেন।

আরেক উদ্যোক্তা হেদায়েতুল্লাহ বলেন, প্রথমে চেষ্টা করেছিলেন এসব অসহায় ব্যক্তিদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্থানান্তর করতে, কিন্তু আমরা ব্যর্থ হই। পরবর্তীতে নিজেরাই উদ্যোগী হয়ে এক ছাদের নিচে এই অজ্ঞাত, অসহায় ও গৃহহীন ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ২০২১ সালের ১০ সেপ্টেম্বর বরিশালের নতুল্লাবাদের হাজেরা খাতুন স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে বৃদ্ধাশ্রমের কার্যক্রম শুরু হয়। কিন্তু বাসা ভাড়া বেশি হওয়া আমরা পরবর্তিতে শহরের উপকণ্ঠ তালতলীতে কম টাকায় বাসা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছি। 

হুজাইফা তামিমী বলেন, নিবাসে একজন নারী রান্না থেকে শুরু করে সকল কাজ করছেন। তাকে মাসে একটি নিদৃষ্ট পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। নিবাসের তিনজন নারী একটি খিটখিটে স্বভাবের। তাদের আমরা প্রতিদিন পর্যায়ক্রমে গোসল করাই। তিনবেলা খাবার ওই নারীই তাদের খাইয়ে দেন। বাসা ভাড়া ছয় হাজার দুইশত টাকা। খাবার খরচ মিলিয়ে কম করে প্রতিমাসে ৩৫ হাজার টাকা খরচ হয়। পরিচালনা পরিষদের সদস্যরা প্রায় ৩০ হাজার টাকা দেন। বাকিটা পরিষদের নিকট আত্মীয়দের কাজ থেকে সংগ্রহ করা হয়। 

তি‌নি আরো ব‌লেন, পলাশপু‌রের অ‌টো‌রিকশা চালক সাইফুল ইসলাম বিনা ভাড়ায় বৃদ্ধ‌দের হাসপাতা‌লে নি‌য়ে গি‌য়ে চি‌কিৎসা ক‌রি‌য়ে আশ্রমে দি‌য়ে যান। 

মো. রহমতুল্লাহ বলেন, বৃদ্ধাশ্রমটি ভাড়াকৃত স্থানে পরিচালিত হচ্ছে। যা আর্থিকভাবে বেশ কঠিন হয়ে পড়েছে। আমাদেরও মতো শিক্ষার্থীদের টিফিনের টাকার পাশাপা‌শি সীমিত ডোনেশনের মাধ্যমে জোগাড় করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই মহান উদ্যোগে সমাজের সামর্থ্যবান মানুষরা এগিয়ে এলে এই প্রতিষ্ঠানটি আরও সুসংগঠিত ও টেকসই হয়ে উঠবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ