ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ফজলে এলাহী, রাঙামাটি
ফজলে এলাহী, রাঙামাটি
শেয়ার
ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

হ্রদ-পাহাড়ের জেলা পার্বত্য রাঙামাটি। রূপবতী এই শহরের রূপ দেখতে সারা বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙামাটিতে। এবারের ঈদের লম্বা ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাঙামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ পাহাড়ের শহর এই শহরে ছুটে এসেছেন হাজারো পর্যটক।

ঈদের দ্বিতীয় দিন থেকেই ‘সিম্বল অব রাঙামাটি’খ্যাত ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকে দলে দলে পর্যটকরা ভ্রমণ করছেন বিনোদনের জনপ্রিয় এই স্থানে। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সাথে দল বেঁধে। ঝুলন্ত সেতু ঘুরে-ফিরে আনন্দ উপভোগ করছেন।

আবার কেউ কেউ স্মৃতিমানসে ধরে রাখার লক্ষ্যে সেলফিবন্দি হচ্ছেন। 

শুধু ঝুলন্ত সেতুতেই তাদের ভ্রমণ সীমাবদ্ধ নয়। পর্যটন নৌ ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌ বিহারও ঘুরছেন পর্যটকরা। হ্রদ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যান্ত্রিক জীবনের এক ঘেঁয়েমি দূর করছেন অনেকে।

 

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা বেলাল হোসেন বলেন, আমরা বন্ধুরা মিলে রাঙামাটিতে বেড়াতে এসেছি। এর আগেও এসেছিলাম। রাঙামাটির রূপ দেখে আমরা মুগ্ধ, তাই বারবার আসা। 

ঢাকা থেকে আসা আব্দুর রহমান বলেন, আমরা রাঙামাটিতে এসেই ইতিমধ্যেই আরণ্যক, পলওয়েল পার্ক এই জায়গাগুলো ঘোরা শেষ। এবার কাপ্তাই হ্রদে ভ্রমণে যাচ্ছি।

হ্রদের সৌন্দর্য আমাদের সত্যিই বিমোহিত করেছে।

কাপ্তাই হ্রদে নৌবিহারে চলাচলকারী নৌযানগুলোর চালকদের অন্যতম নেতা রমজান আলী বলেন, ঈদের দিন পর্যটকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ থেকে পর্যটক সমাগম বেড়েছে। সকাল থেকে আমাদের অনেকগুলো বোট পর্যটকদের নিয়ে সুবলংসহ অন্যান্য স্পটগুলোর উদ্দেশে ছেড়ে গেছে। আশা করছি, আগামীকাল থেকে পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে।

ঝুলন্ত সেতুর পাশপাশি পলওয়েল পার্কসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকের সরব পদচারণা। পর্যটকরা পার্কের ভেতরে থাকা বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন। ছোট ছেলেমেয়েরা টয় ট্রেন ও দোলনাতে চড়ে ঘুড়ে বেড়াচ্ছেন। পলওয়েল পার্কের মিনি ঝুলন্ত সেতুতেও কেউ কেউ হেঁটে বেড়াচ্ছেন। হ্রদের শান্ত জল ও সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত পর্যটকরা।

মায়াবী রিসোর্টের ব্যবস্থাপক মিঠুন ত্রিপুরা বলছেন, ঈদের ছুটিতে বেশ পর্যটক হবে। আমরা আগেই ধারণা করেছিলাম। বেশ ভালোই বুকিং হচ্ছে রিসোর্টগুলোতে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘আজ প্রায় ৩ থেকে ৪ হাজার পর্যটক ঝুলন্ত সেতুতে ভ্রমণ করেছেন। এ ছাড়া অন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সরব উপস্থিতি রয়েছে। বর্তমানে আমাদের হোটেল মোটেলগুলোতে ৬০ শতাংশ বুকিং রয়েছে। আাগামী ৩ তারিখ থেকে শতভাগ বুকিং রয়েছে। আশা করছি, এই মৌসুমে আমাদের বেশ ভালো একটা ব্যবসা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে : প্রেসসচিব

 

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন শফিউল্লাহ। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হন। একপর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারীর ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

মন্তব্য

স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুরে নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশা করে বাড়ি ফেরায় পরিবারে অশান্তি লেগেই থাকত।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেশা করে বাড়ি ফিরলে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রল বের করে নিজবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তার বাড়ির তিনটি ঘরে থাকা আসবাপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরো পড়ুন
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

 

খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, নেশাগ্রস্থ আমিনুল ইসলামকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঘার ইউনিয়ন বিএনপি সভাপতিকে অব্যাহতি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঘার ইউনিয়ন বিএনপি সভাপতিকে অব্যাহতি
ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে,দলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে ও প্রাথমিক সদস্য পদ হতে কেন অব্যাহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব বাঘা উপজেলা বিএনপির কাছে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আশরাফ আলী মলিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম

    স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে পুলিশ সদস্যসহ ৫ জনকে কুপিয়ে জখম
আহত পুলিশ সদস্য সাদ্দাম। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে ছুটিতে আসা এক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে‌ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় নারীসহ আরো ৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহতদের অভিযোগ, লাকসাম উপজেলার উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক ও তরুণ এই হামলা চালিয়েছেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, বেশ কিছুদিন আগে ওই গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একই গ্রামের বেলাল মেম্বারের বাড়ির পাশে একটি ব্যানার টানান। দুদিন আগে শিশুরা খেলার ছলে ঢিল ছুঁড়লে টানানো ব্যানারটি ছিঁড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন। পরে মধ্যরাতের দিকে এমরানসহ ২০/২৫ জন পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের বাড়ির সামনে জড়ো হয়ে হই-হুল্লোড় শুরু করেন।

এ সময় পুলিশ সদস্য সাদ্দাম মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে ঘরে ফিরছিলেন। যুবক ও তরুণদের হই-হুল্লোড় দেখে তিনি মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো তাদের দিকে ফিরিয়ে জানতে চান, কি হয়েছে? এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান উত্তেজিত হয়ে আলো বন্ধ করতে বলেন এবং অকথ্য ভাষায় গাল-মন্দ করেন। এ সময় ওই পুলিশ সদস্য তাদের এতো রাতে বাড়ির সামনে হই-হুল্লোড় না করতে বারণ করে ঘরে চলে যান।

এর কিছুক্ষণ পর এমরান দলবলসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

পুলিশ সদস্য সাদ্দামসহ ঘরে থাকা তার মা, ভাইসহ অন্যান্যদের বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সাদ্দাম ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। সেখানেও দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ সময় বাড়ির অন্যান্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয়।

আহত পুলিশ সদস্য সাদ্দাম হোসেনসহ আহত অন্যান্যদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরই মধ্যে ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য সাদ্দাম ফেনী জেলার দাগনভূঁইয়া থানায় কর্মরত। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটিতে বাড়ি এসেছেন।

লাকসাম থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গভীর রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, ঘটনাটি শোনার পর তিনি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। এ মুহূর্তে তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেনকে এলাকায় না পাওয়ায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ