অন্তর্বর্তী সরকারের বেশির ভাগ উপদেষ্টাই পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকায় অবস্থান করবেন। এর মধ্যে কেউ কেউ আবার ঢাকায় ঈদের নামাজ পড়ে নিজ এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করবেন। সংশ্লিষ্ট উপদেষ্টার পিএস, জনসংযোগ কর্মকর্তা ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করবেন বলে তাঁর দপ্তর সূত্র জানিয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় ঈদ করবেন।
এ ছাড়া দুর্যোগ ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ অন্য উপদেষ্টারাও ঈদে ঢাকায় অবস্থান করবেন।
জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান কালের কণ্ঠকে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ঈদের নামাজ শেষে নিজ এলাকা মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাবেন। সেখানে তিনি আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম ঢাকায় ঈদ জামাত পড়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে যাবেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাঁর মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকায় ঈদ করবেন বলে নিশ্চিত করেছেন তাঁর পিএস শামছুদ্দিন মাসুম। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ঢাকায় ঈদ করবেন বলে জানিয়েছেন তাঁর মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সালাউদ্দিন।