আসন্ন ঈদকে ঘিরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রেতাদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে ‘আপন ফ্যামিলি মার্ট’-এর দ্বিতীয় আউটলেট। সি ব্লকে অবস্থিত এই শপে আধুনিক কেনাকাটার সুবিধা, পরিবারের প্রয়োজনীয় বিশাল পণ্যসম্ভার থাকায় এটি জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল শুক্রবার দেখা গেছে ক্রেতাদের ভিড়।
আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটটিতে বসুন্ধরার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে।
শপটির অভ্যন্তরীণ সাজসজ্জা ও পণ্য প্রদর্শনের ব্যবস্থা বেশ আধুনিক, যা ক্রেতাদের জন্য সহজ ও উপভোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করছে।
আপন ফ্যামিলি মার্টে তৈজসপত্রসহ পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় সংগ্রহ রয়েছে; ব্যাগসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রীও পাওয়া যাচ্ছে। এ ছাড়া গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমৃদ্ধ সংগ্রহ থাকায় এটি এক ছাদের নিচেই সব কেনাকাটার সুবিধা দিচ্ছে।
কেনাকাটা করতে আসা বসুন্ধরার বাসিন্দা শাখাওয়াত হোসাইন বলেন, ‘পারিবারিক কেনাকাটার জন্য একটা অসাধারণ সুযোগ হয়েছে।
একটা বিশাল আউটলেট হওয়ায় খুব সহজেই সব কেনাকাটা করতে পারছি।’
ক্রেতারা বলছে, সবই পাওয়া যাচ্ছে। ঈদের দিনের প্রয়োজনীয় চাল-ডাল, তেল-লবণ, সেমাই, মাছ-মাংসসহ প্রয়োজনীয় সামগ্রী তারা কিনে নিতে পারছে।
আউটলেটটির ফ্লোর অপারেশন ম্যানেজার নাইমুল ইসলাম শাওন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সব সময় ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
নতুন আউটলেটেও আমরা গুণগত মান নিশ্চিত রেখে সাশ্রয়ী দামে সেবা দিচ্ছি। ঈদের আনন্দকে আরো উপভোগ্য করতে নতুন নতুন প্রয়োজনীয় পণ্য যুক্ত করছি। দামেও সাশ্রয় পাচ্ছে ক্রেতারা। বাইরে গরুর মাংস ৮৫০ টাকা, আমরা দিচ্ছি ৭৫০ টাকায়। এভাবে সব পণ্যেই ক্রেতার লাভ হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের নিয়মিত পণ্যে ছাড় আছে। যেমন একটি পণ্য কিনলে তার সঙ্গে আরেকটি বা দুটি কিনলে একটি ফ্রি এ রকম ছাড় চলমান। ঈদকে সামনে রেখে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা কাজ করছি। এখন পর্যন্ত ক্রেতাদের সাড়া ভালো। যতই দিন যাচ্ছে ততই ইতিবাচক সাড়া পাচ্ছি। এ ধারা অব্যাহত রাখতে সর্বাক্ষণিক তদারকি করা হচ্ছে।’