ক্রেতাদের মন জয় করেছে দ্বিতীয় আউটলেট

  • আপন ফ্যামিলি মার্ট
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ক্রেতাদের মন জয় করেছে দ্বিতীয় আউটলেট
বসুন্ধরা আবাসিক এলাকায় আপন ফ্যামিলি মার্টে চলছে কেনাকাটা। গতকাল তোলা ছবি : কালের কণ্ঠ

আসন্ন ঈদকে ঘিরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রেতাদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে আপন ফ্যামিলি মার্ট-এর দ্বিতীয় আউটলেট। সি ব্লকে অবস্থিত এই শপে আধুনিক কেনাকাটার সুবিধা, পরিবারের প্রয়োজনীয় বিশাল পণ্যসম্ভার থাকায় এটি জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল শুক্রবার দেখা গেছে ক্রেতাদের ভিড়।

আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটটিতে বসুন্ধরার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছে।

শপটির অভ্যন্তরীণ সাজসজ্জা ও পণ্য প্রদর্শনের ব্যবস্থা বেশ আধুনিক, যা ক্রেতাদের জন্য সহজ ও উপভোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করছে।

আপন ফ্যামিলি মার্টে তৈজসপত্রসহ পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় সংগ্রহ রয়েছে; ব্যাগসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রীও পাওয়া যাচ্ছে। এ ছাড়া গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমৃদ্ধ সংগ্রহ থাকায় এটি এক ছাদের নিচেই সব কেনাকাটার সুবিধা দিচ্ছে।

কেনাকাটা করতে আসা বসুন্ধরার বাসিন্দা শাখাওয়াত হোসাইন বলেন, পারিবারিক কেনাকাটার জন্য একটা অসাধারণ সুযোগ হয়েছে।

একটা বিশাল আউটলেট হওয়ায় খুব সহজেই সব কেনাকাটা করতে পারছি।

ক্রেতারা বলছে, সবই পাওয়া যাচ্ছে। ঈদের দিনের প্রয়োজনীয় চাল-ডাল, তেল-লবণ, সেমাই, মাছ-মাংসসহ প্রয়োজনীয় সামগ্রী তারা কিনে নিতে পারছে।

আউটলেটটির ফ্লোর অপারেশন ম্যানেজার নাইমুল ইসলাম শাওন কালের কণ্ঠকে বলেন, আমরা সব সময় ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

নতুন আউটলেটেও আমরা গুণগত মান নিশ্চিত রেখে সাশ্রয়ী দামে সেবা দিচ্ছি। ঈদের আনন্দকে আরো উপভোগ্য করতে নতুন নতুন প্রয়োজনীয় পণ্য যুক্ত করছি। দামেও সাশ্রয় পাচ্ছে ক্রেতারা। বাইরে গরুর মাংস ৮৫০ টাকা, আমরা দিচ্ছি ৭৫০ টাকায়। এভাবে সব পণ্যেই ক্রেতার লাভ হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের নিয়মিত পণ্যে ছাড় আছে। যেমন একটি পণ্য কিনলে তার সঙ্গে আরেকটি বা দুটি কিনলে একটি ফ্রি এ রকম ছাড় চলমান। ঈদকে সামনে রেখে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা কাজ করছি। এখন পর্যন্ত ক্রেতাদের সাড়া ভালো। যতই দিন যাচ্ছে ততই ইতিবাচক সাড়া পাচ্ছি। এ ধারা অব্যাহত রাখতে সর্বাক্ষণিক তদারকি করা হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।

খুলনা ৩৮.৪ ডিগ্রি সে.। বরিশাল ৩৬.৫ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.৬ ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৫.০ ডিগ্রি সে.। রাজশাহী ১৯.৬ ডিগ্রি সে.। রংপুর ২৪.০ ডিগ্রি সে.। খুলনা ২৫.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৪ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৩.০ ডিগ্রি সে.। সিলেট ২৪.৮ ডিগ্রি সে.

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন

শেয়ার
চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন
চীন সফর শেষে গত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি : পিআইডি
মন্তব্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

প্রতিদিনের মতো এদিন দুপুরে বাংলাদেশের চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠায়। সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি তিনি শুনেছেন।
আহত সালামকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সারজিস আরো বলেন, চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ