ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। 

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

 

আরো পড়ুন
মুসলিমদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি : ইফতার অনুষ্ঠানে ট্রাম্প

মুসলিমদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি : ইফতার অনুষ্ঠানে ট্রাম্প

 

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ
সংগৃহীত ছবি

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।’

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল।

এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।’

তিনি বলেন, ‘গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে।

বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।’

মাহফুজ আলম বলেন, ‘গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

মন্তব্য

ভূমিকম্প : বাংলাদেশের ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান মায়ানমারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভূমিকম্প : বাংলাদেশের ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান মায়ানমারে
সংগৃহীত ছবি

মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ থেকে পাঠানো দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ নেপিডোতে পৌঁছেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশ মেনে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ পাঠানো হয়।

দুপুর ২টায় বিমান তিনটি নেপিডো বিমানবন্দরে পৌঁছায়। ত্রাণের মধ্যে রয়েছে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনা খাবার।

সেই সঙ্গে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দলও ছিল। এই মিশনটি তিনটি পরিষেবা—ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের নিয়ে গঠিত রেসকিউ ও মেডিক্যাল টিম নিয়ে গঠিত।

মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসাডর এট লারজ চ তুনের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬.৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।

মন্তব্য

মার্চে কালের কণ্ঠ ডিজিটালে ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্চে কালের কণ্ঠ ডিজিটালে ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট
ছবি : কালের কণ্ঠ

গত মার্চ মাসে বিপুল সাড়া ফেলেছে কালের কণ্ঠ ডিজিটাল। এ মাসে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়ার ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোতে দর্শক-শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট অর্জন করে কালের কণ্ঠ ডিজিটাল এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।

মার্চ মাসজুড়ে কালের কণ্ঠ অনলাইনের কনটেন্ট ছিল বৈচিত্র্যে ভরপুর।

বিশেষত ঈদের ছুটিতে ১০টি বিশেষ সেগমেন্ট—ঈদযাত্রা, ঈদ মোবারক, দেশে দেশে ঈদ, ঐতিহাসিক ঈদ জামাত, মেহমানদারি, ইসলামে ঈদুল ফিতর, রাজনীতিবিদদের ঈদ, তারকাদের ঈদ, তাদেরও ঈদ এবং শহীদ পরিবারে বিষাদের ঈদ—দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

এ ছাড়া কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন, টক শো, ইসলামিক কনটেন্ট, নিয়মিত সংবাদভিত্তিক কনটেন্ট, স্পেশাল রিপোর্ট, জনতার কণ্ঠ, প্রবাসীর কথা, কৃষকের কথা, হেলথ টিপস, কালের কণ্ঠ অনুসন্ধান, করপোরেট শো, বিশ্বাসে মিলায় বন্ধু, ঈদ শো এবং সংবাদ বিশ্লেষণও দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সময়োপযোগী কনটেন্ট ও দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কারণেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে।

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন পরিশ্রমী টিমের সদস্যদের।

তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণেই এই অনন্য অর্জন সম্ভব হয়েছে। বিশেষভাবে, যিনি সব সময় অনুপ্রেরণা দিয়ে গেছেন এবং কালের কণ্ঠ ডিজিটালকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিরলস সহযোগিতা করেছেন—তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তার প্রতি কালের কণ্ঠ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এই অসাধারণ সাফল্যের জন্য কালের কণ্ঠ ডিজিটাল (অনলাইন ও মাল্টিমিডিয়া) টিম সম্মানিত দর্শক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ভবিষ্যতে আরো মানসম্মত কনটেন্ট প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ ডিজিটাল।

মন্তব্য

ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে ঢাকা, মিরপুর ও পোস্তগোলা সেনানিবাসে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবির সেনা সদস্য, বেসামরিক কর্মচারী ও তাদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ মঙ্গলবার ঢাকায় সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার সহধর্মিণী সারাহনাজ কমলিকা জামান উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এ সময় সেনাবাহিনী প্রধান ও তার পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদের আপ্যায়ন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ