গত মার্চ মাসে বিপুল সাড়া ফেলেছে কালের কণ্ঠ ডিজিটাল। এ মাসে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়ার ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোতে দর্শক-শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট অর্জন করে কালের কণ্ঠ ডিজিটাল এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।
মার্চ মাসজুড়ে কালের কণ্ঠ অনলাইনের কনটেন্ট ছিল বৈচিত্র্যে ভরপুর।
বিশেষত ঈদের ছুটিতে ১০টি বিশেষ সেগমেন্ট—ঈদযাত্রা, ঈদ মোবারক, দেশে দেশে ঈদ, ঐতিহাসিক ঈদ জামাত, মেহমানদারি, ইসলামে ঈদুল ফিতর, রাজনীতিবিদদের ঈদ, তারকাদের ঈদ, তাদেরও ঈদ এবং শহীদ পরিবারে বিষাদের ঈদ—দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
এ ছাড়া কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন, টক শো, ইসলামিক কনটেন্ট, নিয়মিত সংবাদভিত্তিক কনটেন্ট, স্পেশাল রিপোর্ট, জনতার কণ্ঠ, প্রবাসীর কথা, কৃষকের কথা, হেলথ টিপস, কালের কণ্ঠ অনুসন্ধান, করপোরেট শো, বিশ্বাসে মিলায় বন্ধু, ঈদ শো এবং সংবাদ বিশ্লেষণও দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সময়োপযোগী কনটেন্ট ও দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কারণেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে।
কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন পরিশ্রমী টিমের সদস্যদের।
তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণেই এই অনন্য অর্জন সম্ভব হয়েছে। বিশেষভাবে, যিনি সব সময় অনুপ্রেরণা দিয়ে গেছেন এবং কালের কণ্ঠ ডিজিটালকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিরলস সহযোগিতা করেছেন—তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তার প্রতি কালের কণ্ঠ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এই অসাধারণ সাফল্যের জন্য কালের কণ্ঠ ডিজিটাল (অনলাইন ও মাল্টিমিডিয়া) টিম সম্মানিত দর্শক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ভবিষ্যতে আরো মানসম্মত কনটেন্ট প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ ডিজিটাল।