বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম নাফিজ ও শহীদুল ইসলামের পরিবারকে ঈদ উপহারসামগ্রী দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল শুক্রবার ঢাকায় নাফিজের মা-বাবা ও শহীদুলের মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম। ফরহাদ হালিম ডোনার কালের কণ্ঠকে জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানে ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপহার পাঠানো হচ্ছে।