গ্রামে ঈদ হাসনাতের, সাম্যের দেবিদ্বার গড়ে তোলার আহ্বান

কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লা উত্তর প্রতিনিধি
শেয়ার
গ্রামে ঈদ হাসনাতের, সাম্যের দেবিদ্বার গড়ে তোলার আহ্বান
সংগৃহীত ছবি

ঈদের নামাজ শেষে জুলাই আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় রাসেলের শিশুকন্যা জুমাকে কোলে নিয়ে আদর-স্নেহ করেন। পরে তিনি রাসেলর মায়ের কাছে নগদ অর্থ তুলে দেন। 

জহিরুল ইসলাম রাসেল দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মৃত শাহ আলম সরকারের একমাত্র সন্তান।

তিনি ছৈয়দপুর কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করতেন।

আরো পড়ুন
ঈদের দিন শহীদ সো‌হে‌লের পরিবারের খোঁজ নিলেন আবু হা‌নিফ

ঈদের দিন শহীদ সো‌হে‌লের পরিবারের খোঁজ নিলেন আবু হা‌নিফ

 

এর আগে সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের গোপালনগর নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ সময় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রত্যেকের পরিবারের খোঁজ নেন।

পরে তিনি ঈদগাহর পাশে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নামাজের আগে হাসনাত আব্দুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। বক্তব্যে তিনি আগামীতে ঐক্য ও সাম্যের দেবিদ্বার গড়ে তোলার আহ্বান জানান। 

এদিকে নামাজ শেষে ঈদগাহ ও তার গ্রামের বাড়িতে হাসনাতকে দেখার জন্য দেখতে ভিড় করছে গ্রামের মানুষ।

স্থানীয় বাসিন্দা কাজী হাসান বলেন, ‘জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহ আমাদের গ্রামের মানুষ এটা ভাবলে গর্বে বুক ভরে যায়। আমরা হাসনাত আব্দুল্লাহর কাছে একটি স্বনির্ভর দেবিদ্বার উপহার চাই।’  

হাসনাত আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘জুলাই বিপ্লবের পর এই প্রথম ঈদুল ফিতরের নামাজ আমার গ্রামবাসীর সঙ্গে আদায় করতে পেরেছি। গ্রামের মানুষ যে আমাকে এত ভালোবাসে ঈদগাহে না এলে বুঝতে পারতাম না। আমরা একটি ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই।

’ 

এ সময় হাসনাত আবদুল্লাহর সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি
সালাউদ্দিন আহমেদ।

বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

এসময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে।

এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সারা দেশে নতুন কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সারা দেশে নতুন কর্মসূচি দিল বিএনপি
সংগৃহীত ছবি

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ও গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি। বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন
বাড়ির পাশে গাঁজা চাষ, গ্রেপ্তার চাষি

বাড়ির পাশে গাঁজা চাষ, গ্রেপ্তার চাষি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এ ছাড়া একইদিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

আরো পড়ুন
জিডিপির প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি দাঁড়াবে ১০.২ শতাংশে : এডিবি

জিডিপির প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি দাঁড়াবে ১০.২ শতাংশে : এডিবি

 

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ : এ্যানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ : এ্যানি
সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও বিচার করা যাবে।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন
দুমকী উপজেলা আ. লীগ সভাপতি গ্রেপ্তার

দুমকী উপজেলা আ. লীগ সভাপতি গ্রেপ্তার

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সারা বিশ্বের মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। আর ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ।

জাতিসংঘ, বিশ্ব বিবেক মুসলিম উম্মাহ ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সবাই মিলে প্রতিবাদের ভাষা আরো জোরদার করতে হবে।’

তিনি অবিলম্বে জাতিসংঘে বিল এনে এই গণহত্যা বন্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার করার কথাও বলেন তিনি।

মন্তব্য

প্রতিবাদ মিছিল থেকে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক : দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রতিবাদ মিছিল থেকে যারা লুটপাট করেছে তারা মানবতার কলঙ্ক : দুদু
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গতকাল সোমবার সারা বিশ্ব ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। আমাদের দেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যে কিছু দুষ্কৃতকারী, কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, সমর্থনযোগ্য নয়।

যারা এটা করেছে, তারা মানবতার কলঙ্ক।’ 

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

আরো পড়ুন
পুরুষের যে কথায় দুর্বল হয়ে যায় নারী

পুরুষের যে কথায় দুর্বল হয়ে যায় নারী

 

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের অহংকার করার মতো যে মুক্তিযুদ্ধ, মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে।

আগামীতে এই লুটপাটকারী, দখলদারদের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ফিলিস্তিন রক্ষায় সারা বিশ্বের মুসলমানদের এক হতে হবে মন্তব্য করে তিনি বলেন, বাঙালি জাতি, মুসলিম জাতি, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নিরব ভূমিকা পালন করছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার স্বপক্ষে আমাদের দাঁড়াতে হবে।

এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে হযরত মোহাম্মদ (স.) এর প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে।

দুদু বলেন, ‘জাতিসংঘের মানবতা সনদের স্বাক্ষরকারী হিসেবে রয়েছে বাংলাদেশ। যেকোনো মানবতাবিরোধী দেশ, জাতি, গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালের আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান।

আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল। গণহত্যা কি সেটা বাঙালি জাতি জানে। গণহত্যা কত নির্মম, ভয়ংকর সেটা জাতি ও দেশ হিসেবে আমরা জানি। এমনকি ২৪-এর গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, তৎকালীন গায়ের জোরে প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা কিভাবে মানবতাবিরোধী ভূমিকা নিয়েছিলেন। একটা পর্যায়ে ছাত্র-জনতার রক্ত যখন রাজপথে রঞ্জিত হয়েছে, তখন সে পালাতে বাধ্য হয়েছে। সে কারণে যেকোনো দেশের গণহত্যাবিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে।

আরো পড়ুন
মিথ্যা তথ্য প্রচার, প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিবির

মিথ্যা তথ্য প্রচার, প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিবির

 

সাবেক এই সংসদ সদস্য বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনির পক্ষে ছিলেন। ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন। বিএনপি আগেও ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে এখনো দেয়।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ