সংস্কার ও নির্বাচনের প্রশ্নে দ্বিধাবিভক্ত দেশের সব রাজনৈতিক শক্তিকে সমঝোতায় আসার আহবান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় এলে একই দিনে জাতীয় সংসদ ও সংবিধান সভা তথা গণপরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করছে দলটি।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম গত সোমবার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের বসন্তপুরের পুনর্বিন্যাস পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেসে’ মতবিনিময় করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর প্রতিবাদী ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হটিয়ে আবারও দেশ গঠনের সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ হাত ছাড়া করার দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই।