এই বছরের অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। গত রাতে চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্টকে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সার সামনে দাঁড়াতেই পারেনি গত বারের রানার্সআপরা। এই জয়ে অ্যাওয়ে ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের এক পা দিয়ে রাখল হ্যান্সি ফ্রিকের শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে কোনোরকমে এক গোল হজম করে ঠেকিয়ে রাখলেও, দ্বিতীয়ার্ধে বার্সার সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বরুশিয়া। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

এই বছর ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি বার্সেলোনা। ৪টি ড্রয়ের বিপরীতে পেয়েছে ১৯ জয়। টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ।
সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।
ঘরের মাঠে শুরু থেকেই ডর্টমুন্ডের রক্ষণে চাপ শুরু করে বার্সেলোনা। পঞ্চম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে বার্সেলোনা। সে যাত্রায় ডর্টমুন্ডকে গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগর কোবেল। ২ মিনিট পর লেভানদোস্কিকেও গোলবঞ্চিত করেন এই গোালরক্ষক।
শুরুর ঝড় সামলে ডর্টমুন্ড প্রথম আক্রমনে উঠে ম্যাচের ১৪ তম মিনিটে। যদিও তা বার্সাকে দুশ্চিন্তায় ফেলার মতো ছিল না।
২৫তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে বল পেয়ে যান পাউ কুবারসি। কুবারসির বাড়ানো বলটি জালে জড়িয়েই যেত। কিন্তু শেষ মুহূর্তে পা লাগিয়ে গোল নিজের করে নেন রাফিনিয়া। এই গোলে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল।
৩৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় ডর্টমুন্ড। কিন্তু অল্পের জন্য পাওয়া হয়নি গোল। ৪০ মিনিটে ফের কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যে না থাকলেও আরেকটি হেডে গোল করেন লেভানদোস্কি।দুই গোল হজমের পর যেন আরও রক্ষণাত্মক হয়ে পড়ে ডর্টমুন্ড। একের পর এক আক্রমণে ভীতি ছড়াতে থাকে বার্সেলোনা। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভা। এটি চলতি মৌসুমে তার ৪০তম গোল। এরপর দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন ইয়ামাল।
৮৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় ডর্টমুন্ড। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল।
আগামী ১৫ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে দুই দল।