বসুন্ধরা শুভসংঘ রাজধানীর পল্লবী থানা শাখা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে গত রবিবার ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ভিড় বাড়ছে বইপ্রেমীদের। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : ঈদের আনন্দকে আরো রঙিন করতে গত রবিবার বিকেলে এই মিলনমেলা ও ফুটবল খেলার আয়োজন করা হয়। মিরপুর-১২, সাগুফতা (ডি-বক্স টার্ফ) মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় দুটি দল।
মাঠের উচ্ছ্বাস, ক্রীড়ামোদী দর্শকদের করতালি আর খেলোয়াড়দের মনোমুগ্ধকর পারফরম্যান্সে ঈদের আমেজ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী সদস্য ও পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর খেলাধুলা সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।’
বিশেষ এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার দপ্তর সম্পাদক মো. মোহতামিম মর্শেদ দিহান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার রাশেদুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, তৌসিফ খান, ইরফান মিজি প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে।
উৎসবমুখর এই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এটি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে।
ক্ষেতলাল (জয়পুরহাট) : পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বইপ্রেমী।
শেলফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো জায়গামতো রেখে চলে যাচ্ছেন।
বহুদিন ধরে এই দৃশ্য চোখে পড়ে ক্ষেতলালের পাঠানপাড়া বাজারে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে। দুই বছর আগে এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।
প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন শুভসংঘের বন্ধুরা। তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো (বই) পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারেন পাঠকরা।
কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। আশা করছি এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবে। শুভসংঘ পাঠাগারে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাচ্ছে।’
এদিকে গতকাল সোমবার বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার বন্ধুরা বই পাঠের আসরের আয়োজন করেন। বিখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘সমগ্র কিশোর গল্প ৩’ ও ‘দিপু অপহরণ রহস্য’ বই থেকে আলোচনা করেন শুভসংঘের বন্ধুরা।
পাঠের আসরে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সহসভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আরমান, কার্যকরী সদস্য আ. আলিম, ফিরোজ হোসেন, সোহাগ আহমেদ, সুইট, হারুনুর রশীদ প্রমুখ।