ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
শুভ কাজে সবার পাশে

পল্লবীতে ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলা

  • ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ভিড় বাড়ছে বইপ্রেমীদের
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পল্লবীতে ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত রবিবার রাজধানীর পল্লবীতে ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলার আয়োজন করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ রাজধানীর পল্লবী থানা শাখা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে গত রবিবার ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে ভিড় বাড়ছে বইপ্রেমীদের। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

পল্লবীতে ঈদ-পরবর্তী মিলনমেলা ও ফুটবল খেলাঢাকা : ঈদের আনন্দকে আরো রঙিন করতে গত রবিবার বিকেলে এই মিলনমেলা ও ফুটবল খেলার আয়োজন করা হয়। মিরপুর-১২, সাগুফতা (ডি-বক্স টার্ফ) মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেয় দুটি দল।

মাঠের উচ্ছ্বাস, ক্রীড়ামোদী দর্শকদের করতালি আর খেলোয়াড়দের মনোমুগ্ধকর পারফরম্যান্সে ঈদের আমেজ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী সদস্য ও পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ বলেন, ঈদ মানেই আনন্দ, আর খেলাধুলা সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।

বিশেষ এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার দপ্তর সম্পাদক মো. মোহতামিম মর্শেদ দিহান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরাম হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার রাশেদুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, তৌসিফ খান, ইরফান মিজি প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে।

উৎসবমুখর এই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

ক্রীড়াপ্রেমীরা বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এটি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে।

ক্ষেতলাল (জয়পুরহাট) : পড়ন্ত বিকেলে পাঠাগারে বই নিয়ে মগ্ন কিছু বইপ্রেমী।

শেলফে সাজানো শত শত বই। যার যে বই পছন্দ তারা তা নিয়ে পড়ছেন নিজের মতো। পড়া শেষে আবার বইগুলো জায়গামতো রেখে চলে যাচ্ছেন।

বহুদিন ধরে এই দৃশ্য চোখে পড়ে ক্ষেতলালের পাঠানপাড়া বাজারে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে। দুই বছর আগে এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।

প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন শুভসংঘের বন্ধুরা। তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো (বই) পৌঁছে দিচ্ছেন। এ ছাড়া পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারেন পাঠকরা।

কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই আমাদের এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নতুন নতুন অনেক বই আছে, আরো বই যুক্ত করা হবে। আশা করছি এর মাধ্যমে পাঠকরা নতুন কিছু জানতে পারবে। শুভসংঘ পাঠাগারে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাচ্ছে।

এদিকে গতকাল সোমবার বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার বন্ধুরা বই পাঠের আসরের আয়োজন করেন। বিখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সমগ্র কিশোর গল্প ৩  ও দিপু অপহরণ রহস্য বই  থেকে আলোচনা করেন শুভসংঘের বন্ধুরা।

পাঠের আসরে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সহসভাপতি রাব্বিউল হাসান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আরমান, কার্যকরী সদস্য আ. আলিম, ফিরোজ হোসেন, সোহাগ আহমেদ, সুইট, হারুনুর রশীদ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

তরুণীকে মারধর

আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসে তরুণীকে মারধরের মামলায় গ্রেপ্তার কর্মচারী শুভ সূত্রধর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে অন্য আসামি ম্যানেজার আল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুভর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

অন্য আসামি আল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

মন্তব্য

ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

রাজধানীর ধানমণ্ডিতে সড়কে প্রাইভেট কার থেকে আশরাফুল আলম (২৩) নামের এক তরুণের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আশরাফুল আলম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ও আরো কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরবাইক থেকে তিন থেকে চার মাস ধরে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন।

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য

সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে থাকা ২৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৮ ব্যাংক হিসাবের চার কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ ছাড়া আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান। প্রাথমিক তদন্তে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে আছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।

বক্তারা আরো বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারা দেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ